ভারতের দালালী এবার প্রকাশ্য দেয়াল লিখনে!!
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৪ জুন, ২০১৫, ০৮:০৩:৫৭ রাত
‘টপ টেন ক্রিমিনাল’ লিখে গুগলে সার্চ দিলে তিন নম্বরেই মোদির ছবি চলে আসে। এই অসতর্ক(!) কাজের জন্য মোদির কাছে ক্ষমা প্রার্থনা করেছে গুগল।
গুজরাট গনহত্যাসহ বিভিন্ন ঘটনায় হাজার হাজার মুসলিম হত্যাকারী কুখ্যাত ক্রিমিনাল মোদি। তিনি এখন এক বৃহৎ পরাশক্তি দেশের প্রধান। তাই তিনি এখন আর ক্রিমিনাল নন!! তিনি এখন বিশিষ্ট্যজন। তাই ক্ষমা প্রার্থনা!
বিশ্বব্যাপী ব্যবসা চালাতে হলে পরাশক্তিকে মেনেজ করেই চলতে হবে। সেই মেনেজ করতে গিয়েই জানা গেলো, গুগলেরও নাকি আজকাল মাথা খারাপ হয়…!!! সার্চে আবোল তাবোল রেজাল্ট দেয়…!!
সে যাই হোক, ধর্মের নামে এই হত্যাকান্ড হওয়ায় ধর্মান্ধ হিন্দুস্তানবাসী তাকে ক্রিমিনাল নয়, বরং দেবতাই ভাবে। তাইতো সুষ্ঠু নির্বাচনে ব্যপক সমর্থন নিয়েই ক্ষমতায় বসেছেন।
তাই তার অন্ধকার অধ্যায় আপাদত বাদই দিলাম। গুগল বাদ দিতে পারলে আমরাও না হয় সময়ীকভাবে দিলাম। কারন তিনি এখন পুরুদস্তুর ভদ্র বিণয়ী একজন রাষ্ট্রপ্রধান।
তো আলোচনার বিষয় কিন্তু ব্যাক্তি মোদি নয়, আলোচনা হলো ব্যাক্তি মোদির বাংলাদেশে আগমন প্রেক্ষিতে বাংলাদেশের বড় দুই দলের নির্লজ্জ লঙ্কাকান্ড নিয়ে…!!!
অবস্থা দেখে মনে হচ্ছে, বাংলাদেশ হলো ভারতের একটি অঙ্গরাজ্য। আর অঙ্গরাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধান। কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধানকে বাগে আনতে কিংবা খুশি করাতে কিংবা আস্বস্ত করাতে কিংবা দালালীর সার্টিফিকেট সত্বায়িত করাতে গলধ:ঘর্ম দুপক্ষ!! একপক্ষ মুখ্যমন্ত্রীত্ব টেকাতে, আরেকপক্ষ হারানো মুখ্যমন্ত্রীত্ব পুনরায় ফিরে পেতে!!
এ এক আজব কান্ড কারখানা…….!!!!
বাসে করে আসতেছিলাম এয়ারপোর্ট থেকে। বনানী চেয়ারম্যান বাড়ি মোড়ে একটি দেয়াল লিখনের দিকে নজর পড়লো। লেখাটা একেবারে নতুন। দু-একদিন আগের লিখা।
ইরেজীতে লিখা লেখাটার উপরে বড় শিরোনাম- “BNP has always been Anti-Indian”
পুরো লেখাটার সারমর্ম হলো,…. বিএনপি সবসময়ই ভারত বিরোধী থেকেছে। ভারতের বিরুদ্ধে প্রচারনাও চালিয়েছে। কিন্তু হঠাৎ করেই তারা রহস্যজনক কারনে নয়াদিল্লির দিকে শিফট করছে। এরকম আরো দু একটি কথা…..।
লেখাটা যুবলীগের মহানগর উত্তর সেক্রেটারির সৌজন্যে লিখা।
বুঝতে পারলাম লেখাটা মোদি কিংবা তার সফরসঙ্গীদের নজরে আনার উদ্দেশ্যেই লিখা। এয়ারপোর্ট থেকে বনানীর এই রাস্তা দিয়েই যাবেন মোদি।
অর্থাৎ মোদিকে বুঝাতে চাচ্ছেন, বিএনপি ভারত বিরোধী। তাদের পক্ষে কখনোই যাওয়া যাবেনা, বৈঠক করা যাবেনা, কোনো কথাই শুনা যাবেনা। আওয়ামী লীগই একমাত্র ভারতপ্রেমি দল। প্রয়োজনে সব বিলিয়ে দিতেও রাজি আছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখুন!!
যুবলীগের ঐ নেতাকেও যদি জিজ্ঞেস করি এই লেখা কেনো লিখছেন? বা এই লেখা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? তিনি কি এর বাইরে কোনো সদুত্তর দিতে পারবেন? বা কোনো আওয়ামী লীগার কি দিতে পারবেন??
অস্তিত্ব সংকটে বলে দাদাদের দালালী কি এভাবে প্রকাশ্যে দেয়ালেই প্রকাশ করে দিতে হবে?? মাথা কি গুগলের মতই খারাপ হলো??
লেখাটার উদ্দেশ্যটা বুঝতে পারার পর নিজেকে এমন দেশের নাগরিক ভাবতে সত্যি লজ্জা লাগছে!!
এটা নাকি স্বাধীন দেশ….!!
নিজ দেশেরই বিরোধী পক্ষের বিরুদ্ধে নালিশ দেয় কিনা অন্যদেশের রাষ্ট্রপ্রধানের কাছে?? তার মানে বাংলাদেশের হর্তাকর্তা সবই ভারত। তাদের মতের উপরই নির্ভর করবে এদেশে কে ক্ষমতায় বসবে আর নামবে?? তাই কি মনিবের কাছে এই নালিশ??
বিএনপিও কম কিসে?
ক্ষমতায় যেতে জোরেশোরেই ভারত প্রিতি দেখানো শুরু করেছে!! মোদির সঙ্গে খালেদার বৈঠক হবেই, বৈঠক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, বৈঠক চূড়ান্ত, এমন একের পর এক বিবৃতি দিয়েই যাচ্ছেন তারা। বৈঠক হলেই যেনো সব চুক্তিপত্র হয়ে যাবে!!
এর আগে খালেদার সঙ্গে মোদির ফোনালাপ নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। যার সত্যতা এখনো পাওয়া যায়নি।
অর্থাৎ চাটুকারী, দালালী করে বা করার অঙ্গিকার দিয়ে কে কার চাইতে বেশি প্রিয় সাজতে পারবে সেটারই নির্লজ্জ প্রতিযোগিতা চলছে।
দু:খের ব্যপার হলো, তাদের এই প্রতিযোগিতা যে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের ন্যয় পরাধীন, ব্যর্থ ও পরজীবি রাষ্ট্রে পরিণত করছে, ক্ষমতার মোহে সেটা চিন্তা করার প্রয়োজনটুকুও তারা মনে করছেনা!!
বিষয়: বিবিধ
১২৬১৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যবসার খাতিলে গুগল থেকে ছবিটা হারিয়ে যেতে পারে তাই রেখে দিলাম।
যায় হোক কিসের মর্ধ্যে কি হচ্ছে আর কি হবে তা কিছুই বলা যায় না। দোয়া করেন আর প্রয়োজনের সময় লড়াই করার প্রস্তুতি রাখেন।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মোদি মোদি জিকির বাদ দিয়ে ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, ইরাণ, নাইজিরিয়া, পাকিস্তানের নিরীহ মানুষকে ইসলামী শান্তির দাবানল থেকে উদ্ধার করেন। ধন্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মুক্তিযুদ্ধের প্রজন্মই যথেষ্ঠ। স্বাধীনতা প্রশ্নে নেংটি জামতী গেলমানের চকিদারি দরকার নেই। ধন্যবাদ।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : রাজাকারের দেশপ্রেম? বসে না থাকতে পারলে আইসিস, বোকোহারাম, তালেবান উট/গাধার জেহাদী মুল্লুকে চলে যান।আর সিকিম/ভুটান পৃথিবীর অন্যতম শুনশান শান্ত সম্মৃদ্ধ অঞ্চল। আল্লার ইসলামী গজব সেখানে দরকার নাই। @ জনাব ফিরোজ।
এই না হলে খাঁটি সার্বভৌমত্ব রক্ষক.।???
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : আরে ভাইজান, সিকিম হলে তো বাংগালি মোমিন মুসলিমের কপাল খুলে যেত। রহিঙ্গাবেশে সমুদ্রে ভাসতে হত না।আপনি অসাধারণ বিশ্লেষণ করেছেন।
ক্ষমতায় ঠিকে থাকার জন্য ক্ষমতায় যাবার জন্য স্বাধীন জাতীকে অপমান ওরা করবেই......। এ অপমান আর সয্য করতে পারছিনা আল্লাহ যেন আমাদের মুক্তি দেন।
ভাই আল্লাহ যদি এত তাড়াতাড়িই আমাদের মুক্তি দেয় তবে আমরা আল্লাহর নাফারমানী আবার করবো।যে কারণে আল্লাহ আমাদের আওয়ামী লীগ নামে কোন রাজনৈতিক দল দেয় নি। দিয়েছে আওয়ামী লীগ নামের গজব।
ধন্যবাদ ভাই।
মন্তব্য করতে লগইন করুন