ভারতের দালালী এবার প্রকাশ্য দেয়াল লিখনে!!

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৪ জুন, ২০১৫, ০৮:০৩:৫৭ রাত



‘টপ টেন ক্রিমিনাল’ লিখে গুগলে সার্চ দিলে তিন নম্বরেই মোদির ছবি চলে আসে। এই অসতর্ক(!) কাজের জন্য মোদির কাছে ক্ষমা প্রার্থনা করেছে গুগল।

গুজরাট গনহত্যাসহ বিভিন্ন ঘটনায় হাজার হাজার মুসলিম হত্যাকারী কুখ্যাত ক্রিমিনাল মোদি। তিনি এখন এক বৃহৎ পরাশক্তি দেশের প্রধান। তাই তিনি এখন আর ক্রিমিনাল নন!! তিনি এখন বিশিষ্ট্যজন। তাই ক্ষমা প্রার্থনা!

বিশ্বব্যাপী ব্যবসা চালাতে হলে পরাশক্তিকে মেনেজ করেই চলতে হবে। সেই মেনেজ করতে গিয়েই জানা গেলো, গুগলেরও নাকি আজকাল মাথা খারাপ হয়…!!! সার্চে আবোল তাবোল রেজাল্ট দেয়…!!

সে যাই হোক, ধর্মের নামে এই হত্যাকান্ড হওয়ায় ধর্মান্ধ হিন্দুস্তানবাসী তাকে ক্রিমিনাল নয়, বরং দেবতাই ভাবে। তাইতো সুষ্ঠু নির্বাচনে ব্যপক সমর্থন নিয়েই ক্ষমতায় বসেছেন।

তাই তার অন্ধকার অধ্যায় আপাদত বাদই দিলাম। গুগল বাদ দিতে পারলে আমরাও না হয় সময়ীকভাবে দিলাম। কারন তিনি এখন পুরুদস্তুর ভদ্র বিণয়ী একজন রাষ্ট্রপ্রধান।

তো আলোচনার বিষয় কিন্তু ব্যাক্তি মোদি নয়, আলোচনা হলো ব্যাক্তি মোদির বাংলাদেশে আগমন প্রেক্ষিতে বাংলাদেশের বড় দুই দলের নির্লজ্জ লঙ্কাকান্ড নিয়ে…!!!

অবস্থা দেখে মনে হচ্ছে, বাংলাদেশ হলো ভারতের একটি অঙ্গরাজ্য। আর অঙ্গরাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধান। কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধানকে বাগে আনতে কিংবা খুশি করাতে কিংবা আস্বস্ত করাতে কিংবা দালালীর সার্টিফিকেট সত্বায়িত করাতে গলধ:ঘর্ম দুপক্ষ!! একপক্ষ মুখ্যমন্ত্রীত্ব টেকাতে, আরেকপক্ষ হারানো মুখ্যমন্ত্রীত্ব পুনরায় ফিরে পেতে!!

এ এক আজব কান্ড কারখানা…….!!!!

বাসে করে আসতেছিলাম এয়ারপোর্ট থেকে। বনানী চেয়ারম্যান বাড়ি মোড়ে একটি দেয়াল লিখনের দিকে নজর পড়লো। লেখাটা একেবারে নতুন। দু-একদিন আগের লিখা।

ইরেজীতে লিখা লেখাটার উপরে বড় শিরোনাম- “BNP has always been Anti-Indian”



পুরো লেখাটার সারমর্ম হলো,…. বিএনপি সবসময়ই ভারত বিরোধী থেকেছে। ভারতের বিরুদ্ধে প্রচারনাও চালিয়েছে। কিন্তু হঠাৎ করেই তারা রহস্যজনক কারনে নয়াদিল্লির দিকে শিফট করছে। এরকম আরো দু একটি কথা…..।

লেখাটা যুবলীগের মহানগর উত্তর সেক্রেটারির সৌজন্যে লিখা।

বুঝতে পারলাম লেখাটা মোদি কিংবা তার সফরসঙ্গীদের নজরে আনার উদ্দেশ্যেই লিখা। এয়ারপোর্ট থেকে বনানীর এই রাস্তা দিয়েই যাবেন মোদি।

অর্থাৎ মোদিকে বুঝাতে চাচ্ছেন, বিএনপি ভারত বিরোধী। তাদের পক্ষে কখনোই যাওয়া যাবেনা, বৈঠক করা যাবেনা, কোনো কথাই শুনা যাবেনা। আওয়ামী লীগই একমাত্র ভারতপ্রেমি দল। প্রয়োজনে সব বিলিয়ে দিতেও রাজি আছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখুন!!

যুবলীগের ঐ নেতাকেও যদি জিজ্ঞেস করি এই লেখা কেনো লিখছেন? বা এই লেখা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? তিনি কি এর বাইরে কোনো সদুত্তর দিতে পারবেন? বা কোনো আওয়ামী লীগার কি দিতে পারবেন??

অস্তিত্ব সংকটে বলে দাদাদের দালালী কি এভাবে প্রকাশ্যে দেয়ালেই প্রকাশ করে দিতে হবে?? মাথা কি গুগলের মতই খারাপ হলো??

লেখাটার উদ্দেশ্যটা বুঝতে পারার পর নিজেকে এমন দেশের নাগরিক ভাবতে সত্যি লজ্জা লাগছে!!

এটা নাকি স্বাধীন দেশ….!!

নিজ দেশেরই বিরোধী পক্ষের বিরুদ্ধে নালিশ দেয় কিনা অন্যদেশের রাষ্ট্রপ্রধানের কাছে?? তার মানে বাংলাদেশের হর্তাকর্তা সবই ভারত। তাদের মতের উপরই নির্ভর করবে এদেশে কে ক্ষমতায় বসবে আর নামবে?? তাই কি মনিবের কাছে এই নালিশ??

বিএনপিও কম কিসে?

ক্ষমতায় যেতে জোরেশোরেই ভারত প্রিতি দেখানো শুরু করেছে!! মোদির সঙ্গে খালেদার বৈঠক হবেই, বৈঠক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, বৈঠক চূড়ান্ত, এমন একের পর এক বিবৃতি দিয়েই যাচ্ছেন তারা। বৈঠক হলেই যেনো সব চুক্তিপত্র হয়ে যাবে!!

এর আগে খালেদার সঙ্গে মোদির ফোনালাপ নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। যার সত্যতা এখনো পাওয়া যায়নি।

অর্থাৎ চাটুকারী, দালালী করে বা করার অঙ্গিকার দিয়ে কে কার চাইতে বেশি প্রিয় সাজতে পারবে সেটারই নির্লজ্জ প্রতিযোগিতা চলছে।

দু:খের ব্যপার হলো, তাদের এই প্রতিযোগিতা যে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের ন্যয় পরাধীন, ব্যর্থ ও পরজীবি রাষ্ট্রে পরিণত করছে, ক্ষমতার মোহে সেটা চিন্তা করার প্রয়োজনটুকুও তারা মনে করছেনা!!

বিষয়: বিবিধ

১২৬১৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324633
০৪ জুন ২০১৫ রাত ০৮:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাভ টা এই ক্ষেত্রে বিএনপির বেশি হয়ে গেল!!
০৪ জুন ২০১৫ রাত ০৮:২২
266463
আহমেদ ফিরোজ লিখেছেন : এসব লাভ লস ধুইয়া বিএনপি পানি খাবে? আর এসব লেখা ওদের চোখে পড়লে তো..?
324638
০৪ জুন ২০১৫ রাত ০৮:৩১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ জুন ২০১৫ রাত ০৮:৪০
266477
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ দুষ্টু ভাই Love Struck
324640
০৪ জুন ২০১৫ রাত ০৮:৩৫
খান জুলহাস লিখেছেন :


ব্যবসার খাতিলে গুগল থেকে ছবিটা হারিয়ে যেতে পারে তাই রেখে দিলাম।
০৪ জুন ২০১৫ রাত ০৮:৪১
266479
আহমেদ ফিরোজ লিখেছেন : হে হে হে.... চোরের উপর থুক্কু গুগলের উপর বাটপারী?????
324644
০৪ জুন ২০১৫ রাত ০৮:৫৪
এ,এস,ওসমান লিখেছেন : ভাই BNPর মাজা তো এমনিতেই ভেঙ্গে গেছি। কবে তারা আবার সোজা হয়ে দাঁড়াতে পারবে কে জানে। তবে আমাদের চারিদিকে শত্রু। এদিকে ইন্ডীয়া আমাদের শত্রু ও দিকে মায়ানমার। আর আমাদের সবচেয়ে সরকার, সেটা মুখে না বললেও সবাই বুঝে

যায় হোক কিসের মর্ধ্যে কি হচ্ছে আর কি হবে তা কিছুই বলা যায় না। দোয়া করেন আর প্রয়োজনের সময় লড়াই করার প্রস্তুতি রাখেন।
০৪ জুন ২০১৫ রাত ০৯:০০
266485
আহমেদ ফিরোজ লিখেছেন : মাজা ভাঙছে বলেইতো ভারতের পায়ে ধরে শেষ চেষ্টা করতেছে। কিন্তু কোনো লাভ হবেনা। চারদিকে শত্রু থাকা ভালে, তাইলে চোক কান খুলে সচেতন থাকা যায়। আর লড়াইয়ের জন্য অলটাইম প্রস্তুত অনেক আগ থেকেই। কিন্তু পাবলিক তো ঘুমায়। পরনের লুঙ্গিতে আগুন ধরানোর আগে তার জাগবেনা।
০৪ জুন ২০১৫ রাত ০৯:০৫
266486
এ,এস,ওসমান লিখেছেন : পরনের লুঙ্গিতে না আগুণ ধরাতে হবে মাথায়। Winking Winking
০৪ জুন ২০১৫ রাত ০৯:২০
266500
আহমেদ ফিরোজ লিখেছেন : মাথা মন মগজ অলটাইম ঘুমায় ভাই। চোর ঘরের টিন খুলে নিয়ে যায়,,,, এরপরেও ঘুমায়।
324703
০৫ জুন ২০১৫ রাত ০১:০১
আবু জান্নাত লিখেছেন : ভারতের পা চাটতে চাটতে হাড্ডিসহ চাটছে, তবুও মজা পাচ্ছে আওয়ামী নামক হায়েনারা, দেশের বারোটা বাঝুক তাতে কি! গদি হাসিনার ভাগে গেলই হল।
০৫ জুন ২০১৫ সকাল ০৮:০৯
266664
আহমেদ ফিরোজ লিখেছেন : ক্ষমতা যে ঐ হাড্ডির চেয়েও মজা ভাই। আর বাবাকে তো জানপ্রান দিয়েই খেদমত করতে হয়। সম্পত্তির মালিক তো ঐ বাবাই!!!
ধন্যবাদ আপনাকে।
324704
০৫ জুন ২০১৫ রাত ০১:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমরা কি স্বাধীন বাংলায় আছি, নাকি ভারতের কোন অংগরাজ্যে? ধিক্কার জানানোর ভাষা নাই।
ধন্যবাদ আপনাকে
০৫ জুন ২০১৫ সকাল ০৮:১০
266665
আহমেদ ফিরোজ লিখেছেন : অঙ্গরাজ্যে না থাকলেও আমরা নিজেরাই অঙ্গরাজ্য বানানোর প্রজেক্ট হাতে নিয়েছি। ধন্যবাদ আপনাকে ভাই।
324709
০৫ জুন ২০১৫ রাত ০১:১৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : আপনি যে জামাতী গেলমান তা আবার প্রমান করলেন। পূর্ব পাকিস্তানকে এখনো ভুলতে পারেন্না। আক্ষেপ।

মোদি মোদি জিকির বাদ দিয়ে ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, ইরাণ, নাইজিরিয়া, পাকিস্তানের নিরীহ মানুষকে ইসলামী শান্তির দাবানল থেকে উদ্ধার করেন। ধন্যবাদ।
০৫ জুন ২০১৫ সকাল ০৮:২০
266671
আহমেদ ফিরোজ লিখেছেন : Happy Happy ফুয়াদ পাশা ওরফে নীলাঞ্জনা ওরফে হাবিজাবি... দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর অস্তিত্বকে বিলিয়ে দেয়ার বিপক্ষে কথা বললেই বুঝি জামাতী প্রমান হয়??? তাইলে আমি জামাতী হতে একশবার রাজি আছি। আর পূর্ব পাকিস্তানকে ভুলতে পারিনি কিভাবে বুঝলেন? আপনিও দেখি সেই ফিল্টারের ব্যবহার শুরু করলেন!!! মতের বাইরে গেলেই রাজাকার!!!!!
০৫ জুন ২০১৫ সকাল ১০:১৭
266697

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মুক্তিযুদ্ধের প্রজন্মই যথেষ্ঠ। স্বাধীনতা প্রশ্নে নেংটি জামতী গেলমানের চকিদারি দরকার নেই। ধন্যবাদ।
০৫ জুন ২০১৫ সকাল ১০:২৮
266705
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনার তথাকথিত চেতনাবাজ মুক্তিযুদ্ধের প্রজন্মরাই তো ধীরে ধীরে দেশটাকে অঙ্গরাজ্য বানাচ্ছে। আমরা তো আর বসে বসে দেখতে পারিনা? আমরা সর্বদাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট। এত সহজে আপনার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশটা বিক্রি করে দিতে বা সিকিম বানাতে পারবেন না বস...
০৫ জুন ২০১৫ বিকাল ০৫:৩০
266807
বার্তা কেন্দ্র লিখেছেন : আরে! এ তো রবীন্দ্র গেলমান। নরেন্দ্র ধুতি পইরা আসতেছে, গেলমান বানাতে। নামটা ‌নরেন্দ্র মুতি পাশা রাখিস, ফুয়াদ তো জঙ্গিদের নাম। ঐ নাম কেন ব্যবহার করিস রে?
০৫ জুন ২০১৫ বিকাল ০৫:৫৩
266810

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : রাজাকারের দেশপ্রেম? বসে না থাকতে পারলে আইসিস, বোকোহারাম, তালেবান উট/গাধার জেহাদী মুল্লুকে চলে যান।
আর সিকিম/ভুটান পৃথিবীর অন্যতম শুনশান শান্ত সম্মৃদ্ধ অঞ্চল। আল্লার ইসলামী গজব সেখানে দরকার নাই। @ জনাব ফিরোজ।
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
266838
আহমেদ ফিরোজ লিখেছেন : তাইলে সিকিম বানানোর যুক্তিও আপনারা যোগাড় করে ফেলেছেন..!!!!!!
এই না হলে খাঁটি সার্বভৌমত্ব রক্ষক.।???
০৫ জুন ২০১৫ রাত ১০:২৯
266898

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : আরে ভাইজান, সিকিম হলে তো বাংগালি মোমিন মুসলিমের কপাল খুলে যেত। রহিঙ্গাবেশে সমুদ্রে ভাসতে হত না।
324722
০৫ জুন ২০১৫ রাত ০২:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। একটি দেয়াল লিখন ও আপনার বিশ্লেষণ যুক্ত লেখাটি যেন দালালদের চোখে পড়ে!
আপনি অসাধারণ বিশ্লেষণ করেছেন।
ক্ষমতায় ঠিকে থাকার জন্য ক্ষমতায় যাবার জন্য স্বাধীন জাতীকে অপমান ওরা করবেই......। এ অপমান আর সয্য করতে পারছিনা আল্লাহ যেন আমাদের মুক্তি দেন।
০৫ জুন ২০১৫ রাত ০২:২২
266610
এ,এস,ওসমান লিখেছেন : এ অপমান আর সয্য করতে পারছিনা আল্লাহ যেন আমাদের মুক্তি দেন।

ভাই আল্লাহ যদি এত তাড়াতাড়িই আমাদের মুক্তি দেয় তবে আমরা আল্লাহর নাফারমানী আবার করবো।যে কারণে আল্লাহ আমাদের আওয়ামী লীগ নামে কোন রাজনৈতিক দল দেয় নি। দিয়েছে আওয়ামী লীগ নামের গজব।
০৫ জুন ২০১৫ সকাল ০৮:১২
266666
আহমেদ ফিরোজ লিখেছেন : জাতি যতদিন ঘুমাবে, ততদিন এই অপমান সহ্য করতেই হবে। কিচ্ছু করার নেই। যেই জাতি যেরকম, আল্লাহ তাদের উপর ওরকম শাসকই চাপিয়ে দেন।
ধন্যবাদ ভাই।
324811
০৫ জুন ২০১৫ দুপুর ০২:১৬
মাজহারুল ইসলাম লিখেছেন : কুকুর সব সময় হাগুর খোঁজে থাকে আর আওয়ামীলীগ সব সময় ভারতের দাদাদের পা দোয়া পানি খেয়ে দাদাদেরকে খুশি রাখে।
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
266759
আহমেদ ফিরোজ লিখেছেন : অপূর্ব মিল।
১০
324842
০৫ জুন ২০১৫ বিকাল ০৫:৩১
বার্তা কেন্দ্র লিখেছেন : বিশ্বের র্শীষ ৩ নং জঙ্গি, গুজরাটের গণহত্যার খলনায়ক নরেন্দ্র মুতি বাংলাদেশে নাকি জঙ্গি বিরোধী ভাষণ দেবে? ভুতের মুখে রাম নাম!
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
266835
আহমেদ ফিরোজ লিখেছেন : জঙ্গি দিবে জঙ্গিবিরোধী ভাসন!!! স্ট্র্যাইঞ্জ...!!!
১১
324943
০৬ জুন ২০১৫ রাত ০৩:৫৯
এ,এস,ওসমান লিখেছেন : এই পোস্টের পঠিত সংখ্‌যা ৮০০০+ হওয়ার মোযাজা কী ভাই? অন্‌য অনেকের সাম্প্রতিক পোস্টে দেখি ১৫০০০+, ২০০০০+ বার পঠিত! আমার একটা পোস্টেও প্রায় ৪ হাজার খানেক হইছিলো... ক্যামনে সম্ভব?? ব্লগার+ভিজিটর মিলে তো ২০০র বেশি কখনো হয় না.. Thinking Thinking Thinking
০৬ জুন ২০১৫ সকাল ০৯:২১
266967
আহমেদ ফিরোজ লিখেছেন : অনেকের শেয়ারের কারনে বেশি সংখ্যক লোকের কাছে এটা গিয়েছে এবং তারা পড়েছে। আর বিশেষ করে বিডিটুডে নিউজের ফেসবুক পেজ থেকেও লেখাটা শেয়ার করা হয়েছে দেখলাম। মুলত ঐটার কারনেই বেশিসংখ্যক লোকের পড়ার সুযোগ হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File