লাখ টাকার পুরষ্কার বড় না জীবন বড়?
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৮ মে, ২০১৫, ০৭:১৩:৪৭ সন্ধ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণের দিনে দুষ্টুমির ছলে কয়েকজন নারীর বস্ত্রহরণ করেছে কিছু দুষ্টু সোনার ছেলে।
দুষ্টুমির ছলে সোনার ছেলেরা এসব করতেই পারেন। তাদের জন্য তো রাষ্ট্রীয় ভাবেই সবকিছু হালাল। কারন সোনার ছেলেরা যে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভ্যালীর সেই ‘রাষ্ট্রীয় সন্তান’।
(ম্যাকিয়াভ্যালির মতে, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন তারা বিয়ে সাদি করবেন না, তবে রাষ্ট্রের সকল নারীই তাদের জন্য উন্মুক্ত থাকবে, ইচ্ছা করলেই শারিরীক সম্পর্ক স্থাপন করতে পারবে, আর এর ফলে যেসব সন্তান জন্ম নিবে, তারা হবে রাষ্ট্রীয় সন্তান।)
আমাদের আইজিপি সাহেব কিছুদিন আগেও তাদেরকে দুষ্টু ছেলের স্বীকৃতি দিয়েছেন।
কিন্তু হঠাৎ করেই তিনি দুষ্টু ছেলেগুলাকে ধরিয়ে দিতে এক লাখ টাকার পুরষ্কার ঘোষণা করে দিলেন!!
কাহিনী বুঝলাম না। দুষ্টু ছেলেগুলাকে ধরে কি রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে নাকি কি জানি!!
কথা হলো ১ মাস ৩ দিন পর এসে পুরষ্কার ঘোষণা কেনো?
তাদেরকে তো ঘটনার পরের দিনই চিহ্নিত করা হয়েছিলো। ফেসবুক টুইটারে ভরে গিয়েছিলো তাদের ছবিতে। তখন পুরষ্কার ঘোষণা হলোনা কেনো?
এই একমাসে দুষ্টু ছেলেগুলাকে কি বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে? হতেও পারে। কারন রাষ্ট্রীয় সন্তান বলে কথা। তাদের হেফাযতের দায়িত্ব তো রাষ্ট্রেরই!!
ধরে নিলাম বিদেশও পাঠানো হয়নি, রাষ্ট্রীয় হফাযতের ব্যবস্থাও হয়নি। আমার প্রশ্ন, কে এমন বীরপুরুষ যে রাষ্ট্রীয় সন্তানদের ধরিয়ে দিবে? তাদের কি জানের মায়া নাই?
কার এত সাধ জাগে যে, সরকারী দলের লোক ধরিয়ে দিয়ে নিজেই বাড়িছাড়া এমনকি দুনিয়াছাড়া হতে চায়?
লাখ টাকার পুরষ্কার বড়? নাকি জীবন বড়??
আমাদের আইজিপি সাহেব এই ব্যপারটা খুব ভালো করেই জানেন। তবে এই ব্যপারটা মাথায় ক্যাচ করতে একটু দেরি হওয়ায় পুরষ্কার ঘোষণা করতেও একটু দেরি হয়ে গেলো।
যাক দেরি হলেও রাষ্ট্রীয় সন্তানদের হেফাযত তো করা গেলো!! সাথে ইসুটাকেও কবর দেয়া গেলো!!
তাতেই বা কম কিসে……!!
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর সোনার ছেলেরা এখন থেকে বুক ফুলিয়েই বেড়াবে ,কারণ এখন কেউ সাহস করে তাদেরকে ধরিয়ে দিতে চাইবে না।
মন্তব্য করতে লগইন করুন