হাসিনা আহমেদ তো রোহিঙ্গা নয়...।!!

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৭ মে, ২০১৫, ০৯:৪৫:১৮ রাত



মাসের পর মাস সাগরে ভাসছে পৃথিবীর সবচেয়ে নির্যাতীত অবহেলিত গোষ্ঠি রোহিঙ্গা সম্প্রদায়। তাদের কেউ কোথাও যায়গা দিচ্ছেনা। কোনো তীরে ভিড়তে দিচ্ছেনা।

কারন একটাই। তীরে ভিড়তে দিলেই যে তারা সেখানেই বাসস্থান গেড়ে বসবে!! তখন কে দেবে তাদের বাসের ভূমি? কে দেবে ভরন পোষন?

সাতশ বছরের নিজ স্থায়ী আবাস্থল থাকা সত্বেও জানোয়ার বার্মা সরকারের নির্যাতনে তারা যে এখন ‘নো ল্যান্ডস ম্যান’।

আলোচনার বিষয় রোহিঙ্গা নয়। এরপরেও তাদের কথা আসলেই তাদের দুর্দশার কথা দু কলম না লিখে যেনো থাকতে পারিনা। কারন তাদের পক্ষে যে আজ কেউ নেই।

রোহিঙ্গাদের কোনো দেশে যেতে দেয়া হচ্ছেনা কেনো সেটার কারনতো বললাম। এখন কথা হলো, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদও কি রোহিঙ্গা? তিনিও কি ভারত গিয়ে বাসস্থান গেড়ে বসবেন? তাকে ভারত যাওয়ার ভিসা দিতে এত গড়িমসি কেনো?

স্বামীকে খুঁজে পাওয়ার পর ভিসার জন্য সেই ১১ তারিখ রাতে আবেদন করা হয়েছে। সেই ভিসা ব্যপক নয় ছয় করার পর, ভিসা দিবে কি দিবেনা এমন অনিশ্চয়তার মধ্যে রাখার পর দীর্ঘ ৬ দিন পর ১৭ তারিখ রাতের বেলা দেয়া হলো!!

গুম হওয়া স্বামীর চিন্তায় দিনের পর দিন অনিদ্রা অনাহারে চোখের ঘুম হারাম করা বিপর্যস্ত বিধ্বস্ত একজন নারীর সাথে এ কেমন অমানবিক আচরন??

দীর্ঘ দু’মাস গুম থাকার পর খুঁজে পাওয়া প্রিয় স্বামীকে এক নজর দেখতে স্ত্রীর ছুটে যাওয়ার মাঝে কি এমন রাজনীতি থাকতে পারে যে তার জন্য তাকে এত হয়রানি করা হলো?

অথচ সরকারের উচিত ছিলো, একজন অসহায় স্ত্রীকে তার খুঁজে পাওয়া স্বামীর কাছে তৎক্ষনাৎ হেলিকপ্টার বা বিমানে করে হলেও পৌঁছে দেয়া। যাতে তার দীর্ঘ দিনের দুষ্চিন্তার দ্রুত অবসান ঘটে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তো এই উদ্যোগ নিতে পারতেন। কারন হাসিনা আহমেদ কয়েকবার তার কাছে গিয়েছে এবং আবেদন করেছে স্বামীকে উদ্ধারে সহযোগিতার জন্য।

স্বামীর মর্যাদা আমাদের প্রধানমন্ত্রী কি বুঝেন না? তিনিও তো একজন স্ত্রী মানুষ!!

বিরোধী দল হলেই কি তাকে হয়রানি করতে হবে? মানবিকতা বলেও তো একটা ব্যপার আছে!!

যেই রাজনীতি মানুষের জন্য, মানবতার জন্য। সেই রাজনীতি মানুষকে এতটা আমানবিক করে ফেলছে??

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320643
১৭ মে ২০১৫ রাত ১০:১৭
হতভাগা লিখেছেন : দেশে ফিরলেই সালাউদ্দিনকে গ্রেফতার করে ফেলা হবে , ফলে আসল তথ্য জানবার কোনই সুযোগ থাকবে না ।
১৭ মে ২০১৫ রাত ১০:২০
261728
আহমেদ ফিরোজ লিখেছেন : আসল তথ্য ধামাচাপার সুযোগ আগেই দেয়া হয়েছে। ইনজেকশন মেরে পাগল বানিয়ে দিয়েছে। আজকে খবরে দেখলাম তিনি কথা ভুলে যাচ্ছেন।
১৭ মে ২০১৫ রাত ১০:২৮
261729
নীলাঞ্জনা লিখেছেন : তিনি কথা ভুলে যান, তবে স্ত্রীর ফোন নাম্বাটি ভুলেন্না।
১৭ মে ২০১৫ রাত ১০:৪২
261731
আহমেদ ফিরোজ লিখেছেন : নীলাঞ্জনা@ আপনার চুলকানি আর থামলো না।
কথা ভুলে যাওয়ার সংবাদ মিডিয়ায় আসছে আজকে। এতদিন আসেনাই। তার মানে দু তিন দিন আগেও তেমন ভুলে যেতেন না। আর কথা ভুলে যাচ্ছেন মানে যে সব কথাই ভুলে যাচ্ছেন তাতো বলেনাই। তবে ধীরে ধীরে সবই ভুলে গিয়ে পাগলের মত হয়ে যাওয়ার আশঙ্কা করছি আমি। কারন আমার ধারনা পাগলের ইনজেকশন মেরে দেয়া হয়েছে।
১৮ মে ২০১৫ রাত ১২:১৩
261743
নীলাঞ্জনা লিখেছেন : কেউ যদি পাগলের ভান ধরে তার পাগল ছাড়ানো মুস্কিল।
320648
১৭ মে ২০১৫ রাত ১১:০৬
১৮ মে ২০১৫ রাত ০১:০৬
261749
আহমেদ ফিরোজ লিখেছেন : নাসিম ভাই পথ ভুল কইরা আইসা পড়লেন নাকি
০৯ জুলাই ২০১৫ রাত ১১:৪৫
271705
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : খোচা দ্যান ক্যারে? ব্লগ থেকেই যাত্রা শুরু হয়েছিল কিন্তু!! সোবা চইলে যাওয়াতে আর ব্লগ ভাল্লেনা। আসুমনে আবার ঢাল তলোয়ার নিয়া-------------
১০ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৮
271787
আহমেদ ফিরোজ লিখেছেন : ঢাল তলোয়ার রেডি হইতে কদ্দিন...।
১১ জুলাই ২০১৫ রাত ১২:৫৯
271806
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : ঐ ফিরোজ ভাই !!! তলোয়ারের কোপ খাইতে ইচ্ছে করছেনি। জং ধরছে তলোয়ারে মাগার ধার কমে নাই ------- খোচা দিলে কোপ খাইবেন কিন্তু
১৫ জুলাই ২০১৫ দুপুর ০১:০৬
272318
আহমেদ ফিরোজ লিখেছেন : আমগো কাছে ঢাল আছে। আর কোপাকুপি তো ছাত্রলীগের স্বভাব!!!!
320651
১৭ মে ২০১৫ রাত ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অমানুষদের কাছে মানবতা আশা করেন কেন??
১৮ মে ২০১৫ রাত ০১:১১
261750
আহমেদ ফিরোজ লিখেছেন : আশা না করলে যে তাদের অমানুষির মাত্রা আরো বাড়বে ভাই, চুপ থাকার সুযোগ নাই
320661
১৮ মে ২০১৫ রাত ১২:১৪
নীলাঞ্জনা লিখেছেন : কেউ যদি পাগলের ভান ধরে তার পাগল ছাড়ানো মুস্কিল।
১৮ মে ২০১৫ রাত ০১:১৪
261751
আহমেদ ফিরোজ লিখেছেন : পাগল ছাড়ানো দরকার কি, পাবনা পাঠায়া দিবেন, প্রয়োজনে শিকল লাগাইবেন, এরপরেও ভান ধরে থাকবে বলে বিশ্বাস করিনা
320678
১৮ মে ২০১৫ রাত ০১:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, ভালো লাগলো।
১৮ মে ২০১৫ সকাল ০৮:৩৭
261800
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
১৮ মে ২০১৫ দুপুর ১২:৩৩
261855
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই। আরও লিখুন..কলম যেন বন্ধ না হয়।..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File