বাংলানিউজ: হলুদ সংবাদ সারাক্ষণ
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৩ এপ্রিল, ২০১৫, ০৩:৪৬:৩৩ দুপুর
শেষ পর্যন্ত অনেক কষ্টে ফাঁসির মঞ্চে তোলা হয় যুদ্ধাপরাধী কামারুজ্জামানকে। তাকে ফাঁসির কাষ্ঠে তুলতে বেশ খানিকটা বেগই পেতে হয় তিন জল্লাদ রাজু, পল্টু ও সাত্তারকে। এসময় বেশ চিৎকার চেচামেচিও করেন তিনি। ফাঁসির সঙ্গে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ কথা নিশ্চিত করেছে।
‘কষ্টে ফাঁসির কাষ্ঠে তোলা হয় কামারুজ্জামানকে’ শিরোনামে বাংলানিউজের এমন নির্লজ্জ মিথ্যাচার হয়তো চেতনাধারীদের ক্ষণিকের জন্য উল্লশিত করেছে। কিন্তু আমিসহ বেবাক আমজনতা কেবলই হেসেছে।
এমন নির্লজ্জ নিউজ সাংবাদিকতার জন্য কলঙ্ক। ছিঃ বিরোধীতা করতে গিয়ে এমন হিংসাত্মক নিচু মানসিকতার মিথ্যাচার?
যেখানে অধিকাংশ মিডিয়ায় এসেছে ফাঁসির মঞ্চেও হাসলেন কামারুজ্জামান। বাম রাম সমর্থক পত্রিকাগুলো হাসির কথা কখনোই লিখবেনা এটাই স্বাভাবিক। কারন এটা তাদের চেতনাকে এপোঁড় ওপোঁড় করে দেয়ার মত কষ্টের ব্যপার!! কিন্তু তারা সবাই বলেছে ‘স্বাভাবিকভাবে হেঁটে তিনি ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান’।
অথচ মিথ্যা দায়িত্বশীল সূত্রের নামে বাংলানিউজের এ কেমন সাংবাদিকতা? সাংবাদিকতার মাঝে কি সত্য মিথ্যার কোনো বালাই নেই? যে যা ইচ্ছা তাই নিউজ করতে পারে?
মিথ্যার কাছে মাথা নত না করে মৃত্যুকে বরন করে নিয়ে যিনি প্রাণভিক্ষা চাননি, তিনি কি করে মৃত্যুর ভয়ে চিৎকার চেঁচামেচি করতে পারেন?
এ তো গেলো দুদিন আগের কথা।
আজকে প্রতিটি মিডিয়ায় এসেছে ‘সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত’। কেউ কেউ বন্দুকযুদ্ধের আগে ‘কথিত’ শব্দ ব্যবহার করেছে। কারন সবাই জানে এই বন্দুকযুদ্ধের কাহিনী একটি সাজানো গল্প।
বাম রামের সূতিকাগার, মিথ্যাচারের জনক বিডিনিউজও ‘কথিত’ বন্দুকযুদ্ধ বলে নিউজ করেছে। অথচ বাংলানিউজ শিরোনাম করেছে- ‘সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলা, প্রতিরোধে শিবিরকর্মী নিহত’!!
পুরো নিউজটাকেই পাল্টে দিলো তারা। পুলিশের বিচার বহির্ভূত হত্যার অপরাধকে তারা চাপিয়ে দিলো একজন নিরপরাধ ছাত্রের উপর!!
এভাবেই এরা পুলিশের সন্ত্রাসকে উষ্কে দেয়। একেই বলে তথ্য সন্ত্রাস।
এরা মুখোশধারী সন্ত্রাসী। এরা সাংবাদিকতার কলঙ্ক। সময়ের পরিবর্তনে এদের বিচারই হবে সবার আগে।
নাস্তিকদের ইসলাম কটুক্তির সত্য তথ্য তুলে ধরায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় উষ্কানির মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
একদিন এসব সম্পাদকদেরকেও মিথ্যা নয়, সত্য অভিযোগেই কারাগারে ধুঁকে ধুঁকে মরতে হবে।
বিষয়: বিবিধ
১৬৫৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কামারুজ্জামান ভাই কেন প্রাণ ভিক্ষা চাইলেননা? কেন রাষ্ট্রপতিকে মুনাফিক বললেন? এসব নিয়ে বাম রাম ছাগল রামদের গা জ্বালা করছিল, তাই এমন সংবাদ ছেপে গাত্রদাহ কিছুটা কমানোর চেষ্টা করছে
তবে হলুদ সাংবাদিকতাকে যদি সন্ত্রাসী না বলি তাহলে কলম আপনার আমার সাথে নিরবে ক্রন্দন করবে...!
বাংলা নিউজ ওয়ালারা হলুদগুঁড়া না মিশিয়ে হলুদ সাংবাদিকতা করে। দিক্কার জানাচ্ছি ঐ সব সাংবাদিকদের।
মন্তব্য করতে লগইন করুন