এবার কি ভারতে মুসলমানদের বিবাহ-সন্তান জন্মদান নিষিদ্ধ হচ্ছে?

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০৩ এপ্রিল, ২০১৫, ০৪:৫৫:২১ বিকাল



একটি গভেষণা সমীক্ষা নতুন করে ভাবিয়ে তুলেছে পুরো বিশ্বকে। বিশেষ করে ভারতের কট্রর হিন্দুদেরতো একেবারে কাপড় নষ্টের অবস্থা করে দিয়েছে এই সমীক্ষা!!

কয়েক দশক পরেই ইন্দোনেশিয়াকে ছাপিয়ে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে বর্তমান হিন্দুরাষ্ট্র ভারত। আর ২০৭০ সালে মুসলিমরাই হবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী।

বিশ্বের ধর্মীয় প্রোফাইল ও খ্যাতনামা গভেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। নিউইয়র্ক টাইমস ও হাফিংটন পোস্টসহ বিশ্বের বহু গণমাধ্যম এ প্রতিবেদন প্রকাশ করেছে।

গবেষণায় বলা হয়, ২০১০ সালে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২২০ কোটি। এটা তখনকার মোট জনসংখ্যা ৬৯০ কোটির প্রায় এক তৃতীয়াংশ। এ সময় মুসলিম জনসংখ্যা ছিল ১৬০ কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার ২৩ ভাগ।

তবে ২০৫০ সালে খ্রিস্টান ও মুসলিম জনসংখ্যা হবে প্রায় সমান সমান (২৮০ কোটি বা মোট জনসংখ্যার ৩০ ভাগ করে)। আর ২০৭০ সালে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা।

বিস্তারিত দেখুন এখানে



কথা হলো, ভারত তখন বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হলেও হিন্দুদের জন্য আনন্দের খবর হচ্ছে তখনও হিন্দুরাই ভারতে সংখ্যাগরিষ্ঠ থাকবে।

এই আনন্দের খবরটাই তাদের কাছে সবচেয়ে বেশি যন্ত্রনার ব্যপার হবে বলেই আমার বিশ্বাস!!

কারন, তারা হিন্দুরা সংখ্যায় বেশি থেকেও সারাবিশ্বে ভারতের পরিচিতি থাকবে মুসলিম প্রধান দেশ হিসেবে, এটা কি কখনো মেনে নেয়া যায়?

তারা শুধু ভারতেই সংখ্যায় বেশি থাকবেনা। সারা বিশ্বেও নাস্তিকদের ছাপিয়ে তাদের সংখ্যা বেড়ে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মে পৌঁছবে।

এমন ইনক্রেজিং মোমেন্টে তাদের পবিত্র হিন্দুস্থান বিশ্বে পরিচিতি পাবে চিরসত্রু মুসলিমস্থান হিসেবে??

যেখানে কিনা প্রকাশ্যেই গো-মাতাকে(গরু) ‘আল্লাহু আকবার’ বলে জবাই দিবে? মায়ের খন্ড বিখন্ড দেহে লোহার শিক ডুকিয়ে দোকানে ঝুলিয়ে বিক্রেতা বিক্রি করবে?

নাহ! এ দৃশ্য কল্পনাও করা যায়না। এ দৃশ্য দেখার আগে মরে যাওয়াও অনেক ভালো।

তাহলে কি করতে হবে? এ গভেষণা সমীক্ষাকে ভুয়া প্রমান করতে হবে।

ভুয়া প্রমান করতে হলে কি করতে হবে?

গণহত্যা চালিয়েও লাভ নেই। কারন এ পর্যন্ত বহু গণহত্যা চালিয়েও ফলাফল উল্টোটা হয়েছে।

উপায় একটাই, তাদেরকে আর বাড়তে দেয়া যাবেনা। মুসলমানদের সন্তান জন্ম দেয়া বন্ধ করতে হবে। বিবাহ বন্ধ করতে হবে।

গো হত্যা সমাচার আপাদত ষ্টপ। এখন শুধুই মুসলিম জন্মনিয়ন্ত্রণ সমাচার।

এমন অভিনব আইনও করা যেতে পারে যে, যতদিন পর্যন্ত হিন্দুস্থানে একজন মানুষও খোলামাঠে হাগু করবে, ততদিন পর্যন্ত মুসলমানদের বিবাহ এবং সন্তান জন্মদান নিষিদ্ধ।

এমন আইন করলে কিন্তু সত্যি কেয়ামত অব্দি মুসলমানদের সন্তান জন্মদান বন্ধ থাকতে বাধ্য!

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312672
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই জন্যই তো বাংলাদেশে পরিবার পরিকল্পনার এত রমরমা!!
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
253697
আহমেদ ফিরোজ লিখেছেন : হুম.. এটার পিছনেও কিন্তু আছে। অনেকে বলে মুসলমানদের বিরুদ্ধে এটাও নাকি একটা ষড়যন্ত্র...।
312679
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৮
আবু জান্নাত লিখেছেন : পৃথিবীর নিকৃষ্ট ধর্মগুলোর মধ্যে হিন্দুধর্ম অন্যতম। হিন্দুরাই বেশির ভাগ নিজ মেয়েকে ধর্ষণ করে চলছে।
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
253704
আহমেদ ফিরোজ লিখেছেন : এভাবে অন্য ধর্মকে নাহয় নাই বললাম..। তবে এটা ঠিক যে এই ধর্মের কোনো আগা মাথা নেই। যাকে তাকেই ভগবান বানিয়ে নেয়।
312683
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
আহমেদ ফিরোজ লিখেছেন : নাহ! তাদের নিয়ে আর পারা গেলোনা...
গরুকে জাতির মাতা ঘোষণার আহ্বান বিজেপি নেতার
312689
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
253705
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
312700
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
শেখের পোলা লিখেছেন : শুধু ভারতে নয় সারা বিশ্বেই একদিন মুসলীমরা সংখ্যা গরিষ্ঠ হবে, আর তা হতেই হবে৷ এটা নবীর বাণী৷
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
253710
আহমেদ ফিরোজ লিখেছেন : তা তো অবশ্যই ভাই। সেটা যদি দেখে যেতে পারতাম....।
312707
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৭
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৭
253725
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ
312720
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : গো মুত্র খাওয়া রামছাগুদের কথা আর কি বলব Winking
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৮
253726
আহমেদ ফিরোজ লিখেছেন : আজকে আবার গরুকে জাতির মাতা ঘোষনার আহ্বান জানাইছে ভাই Happy Crying
312747
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন :
বে ২০৫০ সালে খ্রিস্টান ও মুসলিম জনসংখ্যা হবে প্রায় সমান সমান (২৮০ কোটি বা মোট জনসংখ্যার ৩০ ভাগ করে)। আর ২০৭০ সালে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা।


কতই না ভালো হোবে!

ভাই ফিরোজ এসেইতো ব্লগ কাপিয়ে দিচ্ছেন! এমন ব্লগারের দরকার ছিল ঝিমিয়ে যাওয়া ভাব দূর করতে।

০৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৯
253817
আহমেদ ফিরোজ লিখেছেন : আমার কাছে মনে হয়েছিলো লেখাটা তেমন ভালো হয়নাই.. তবে যাই হোক আপনাদের উৎসাহ আরো ভালো লিখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ
312787
০৪ এপ্রিল ২০১৫ রাত ০১:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইসলামকে ধর্মকে তারা যতই আক্রমণ করছে ইসলাম ধর্ম ততই উপরে উঠে যাচ্ছে!

কোরআনে আছে ইসলামই একমাত্র দীন যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪২
253818
আহমেদ ফিরোজ লিখেছেন : আবু জাহেলরা নবীজীর বিরুদ্ধে যতই অপপ্রচার চালিয়েছে ততই তাঁর জনপ্রিয়তা বেড়েছে, এটাই আল্লাহর কৌশল।
১০
312865
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৩
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : আগামী শতাব্দীই হবেই ইসলামের জয় জয়কার , আবার ভারত শাসন করবে মুসলমানরাই ইনশাআল্লাহ
০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৮
253869
আহমেদ ফিরোজ লিখেছেন : ইনশাআল্লাহ. ইসলামের জয়যাত্রা রুখে এমন সাধ্য কার?
১১
313366
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৪২
আশাবাদী যুবক লিখেছেন : মুসলমানদের সন্তান জন্ম দেয়া বন্ধ করবে কিনা জানিনা, তবে কিছু একটা তারা অবশ্যই করবে ৷
১২
313368
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৪
আশাবাদী যুবক লিখেছেন : তবে ভয় পাবার কারণ নেই ৷ আল্লাহ তো আমাদের বিজয়ী হওয়ার কথা ঘোষনা দিয়েছেন সুতরাং সংখ্যা বিষয় না ৷
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩২
254416
আহমেদ ফিরোজ লিখেছেন : আল্লাহর প্রতি যার ভরসা নাই সেই ভয় পায়। ভয় পাবো কেনো ভাই....। ওদেরকে নিয়ে একটু মজা করলাম,,, কারন ইদানিং যা কিছু নিষিদ্ধ করা শুরু করেছে তারা....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File