পুলিশ কি আর ফুলিশ আছে ???
লিখেছেন লিখেছেন অনন্ত পথের যাত্রী ০৪ মার্চ, ২০১৫, ০৮:৩৮:৫২ সকাল
একটা সময় ছিল
যখন পুলিশকে ফুলিশ বা ঠোলা বলা হতো
এখন দিন আর যুগ পাল্টিয়েছে
হাম্বালীকের সৌজন্যে নাম হয়েছে ডিজিটাল
এখন আর
পুলিশকে ঠোলা বলা হয় না
রাতারাতি তারা যেন নিজেদের পরিচয়
এক অনন্যে তুলে ফেলল তারা
তারা আর ফুলিশ নয়
এখন অনেক অনেক অনেক চালাক হয়ে গেছে
যেন লেজকাটা শিয়ালের বংশধর
চাঁদাবাজি , অপহরণ, মাদকদ্রব্য সেবন ও বিপণন
ব্ল্যাকমেইলিং , লেজুড়বৃত্তি আর ঘুষখোর ছাপিয়ে
এখন কিলিং স্কোয়াড বা ভাড়াটে খুনীর পরিচয়
ধারণ করেছে
এককালে বন্দুকযুদ্ধ হলে
পুলিশের ক্যাজুয়ালিটির খবর পাওয়া যেত
সাধারণ মানুষের সহানুভূতি ও সহমর্মিতা পেত তারা
ভাড়াটে খুনীর পরিচয় ধারণ করে
তারা এখন বন্দুকযুদ্ধে মানুষকে মেরে মিথ্যে বলে
তাদের কথা শুনে মনের ভিতর ফেনিয়ে ওঠা থু থু
ছিটিয়ে দেয় তাদের মুখের পরে
এটাই তাদের কর্মফল
তাদের সন্তানরা কি গর্ববোধ করেন এসব মানুষের সন্তান পরিচয় দিতে ???
এদের মধ্যে কেউ ঐশী হলে কি আমরা কষ্ট পাবো ???
#OPJ
বিষয়: বিবিধ
৮১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন এলাকায় কে কে চোর বা বাটপার তা পুলিশ ভাল করেই জানে । আর জানে বলেই এসব অপরাধীরা যা হাতায় তার বেশ কিছু একটা অংশের ভাগ পুলিশের কাছে যায় যাতে তারা নির্বিঘ্নে তাদের কাজ করে যেতে পারে।
মন্তব্য করতে লগইন করুন