অস্থির সমাজের জন্য দায়ী কে ?
লিখেছেন লিখেছেন অনন্ত পথের যাত্রী ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৫৭:৩২ রাত
দেশ এখন অনেক এগিয়ে গেছে ........
আসলে কতটা এগিয়ে গেছে আমরা জানি কি ?
মানুষ বসে থাকার প্রাণী নয় , কেউ তাকে উন্নতির সোপানে নিক বা না নিক সে আপনতায় এগিয়ে যাবেই।
কিন্তু এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় , কেন আমরা বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি। কখনও জীবন দিয়ে, কখনও অর্থ ও স্থাপনায়।
এর জন্য দায়ী কে ?
এর জন্য মূলতঃ দায়ী ক্ষমতা ও অর্থ লোলুপ কিছু স্বার্থান্বেষী মানুষ। যাদের কিছু পরিচয় , রাজনীতিবিদ, আমলা , উকিল ও ব্যবসায়ী।
এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পরিচয় দিতে পছন্দ করেন একদল মানুষ। কিন্তু তারা কি কখনো দেশের জন্য , দেশের মানুষের জন্য তারা কি সত্যি ভাবেন ??
আজ কতটা দিন ধরে দেশে অবরোধ, হরতাল আর মানুষ গুম , খুন ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের এক মহাউত্সব চলছে ।পেট্রোল বোমা আর আগুনে ঝলসে যাচ্ছে কতটা তাজা প্রাণ।
কেউ কি আছে
দেশকে , দেশের মানুষদের এইসব ডাকাতদের হাত থেকে বাঁচাতে।যারা ভালো উদ্যোগ নেন তাদেরকে এই আমরাই নানান মন্দ উপাদিতে ভৎসনা করি।
দেশকে তবে
এইসব লুটেরা ব্যাবসায়ীদের হাতে ধর্ষিতা হবে
লাঞ্ছিতা হবে বারবার
মানুষের নিরাপদ মৃত্যু আর নিরাপত্তা হীনতা চলতেই থাকবে
এই সকল প্রশ্নের উত্তর দিবে কে ?
#OPJ
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন