আকুল আবেদন প্রধান মন্ত্রী লিওন হঠান যুবসমাজকে বাঁচান
লিখেছেন লিখেছেন শাহাদাৎ ২২ আগস্ট, ২০১৫, ০২:২৫:৪৯ রাত
বরাবর,
প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়ঃ বাংলাদেশে পর্ণতারকা সানি লীয়নের
প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে।
জনাবা, সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত
স্বাধীন পবিত্র ভূমির মুসলিম জনগণ। আপনি
জানেন
এবং বুঝেন ইসলাম শান্তির ধর্ম। আপনার জন্মও
এক
সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আপনি পাঁচ ওয়াক্ত
নামাজ
পড়েন। মাঝেমধ্যে তাহাজ্জদ পড়েন। রমজান
মাসের রোজা রাখেন। যাকাত আদায় করেন।
কুরআন পড়ে আপনি দিনের কর্ম শুরু করেন।
আপনি প্রিয় নবীর রওজা চুয়ে দেখেছেন।
আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছেন। আপনি
৫৬ হাজার বর্গমাইলের খলিফা।লাল-সবুজ নিশান
আপনার
কাছেই ইজ্জত পেতে পারে। সর্বপরি আপনি
একজন খাটি মুসলিম নারী নেত্রী। বাংলাদেশ
নব্বই শতাংশ মুসলিমের দেশ। কিন্তু আজ
অত্যান্ত
দুঃখের সাথে আপনাকে বলছি গত কয়দিন ধরে
একটি সংবাদে আমরা খুবই ব্যাথিত, মর্মাহত।
আপনি নিশ্চয়
জানেন ভারতীয় পর্ণ তারকা সানি লীয়ন
শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশে
আসছে কিছু বিপদগামী কুলাঙ্গারের
আমন্ত্রনে। তার পদার্পনে বাংলার সবুজ ভূমি
হবে
অপবিত্র। তাকে দেখার সুযোগ হবে ৪০০০
নষ্ট মনের লোকের। এই ৪০০০ হাজার
লোকের সামনে সানি লীয়ন তার
আবেদনময়ী শরীর উপস্থাপন করবে। তা
দেখে প্রত্যেক দর্শকের মনে যৌন চাহিদার
প্রভাব পরবে নিঃশ্বন্ধেহে। যারা বিবাহিত
তারা হয়ত
শেয়ার করবে নিজ স্ত্রীর সাথে। কিন্তু যারা
অভিভাহিত??? নিজের যৌন চাহিদা পূরণের জন্য
তারা
বেচে নিবে ধর্ষণের মত জগন্য পন্থা।
পত্রিকার পাতায় জোয়ারের পানির মত ভাসবে
ধর্ষণের হেডলাইন। ভারতে প্রতি ২২ মিনিটে
একজন নারী ধর্ষণের শীকার হয়।
বাংলাদেশেও শুরু হয়ে গেছে। আপনি
চাইবেননা বাংলাদেশে ধর্ষণের মতো
ব্যাভিচার
প্রসার লাভ করুক। সূরা নূরের ১৯ নাম্বার আয়াতে
আল্লাহ বলেন- "যারা পছন্দ করে যে,
ঈমানদারদের মধ্যে ব্যাভিচার প্রসার লাভ করুক,
তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রনাদায়ক
শাস্তি
রয়েছে। আল্লাহ জানেন তোমরা জান না"।
প্রধানমন্ত্রী আপনি চাইবেননা সোনার
বাংলার যুব
সমাজ ধ্বংস হয়ে যাক। তারা হয়ে পড়ুক
ব্যাভিচারী।
একটা ব্যাভিচারীর জন্য আপনি বাংলাদেশকে
কলংকিত করবেননা। প্রধানমন্ত্রী সূরা নূরের ২
নাম্বার আয়াতে অাল্লাহ বলেন-
"ব্যাভিচারিনী
নারী ব্যাভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে
একশ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান
কার্যকর
করণে তাদের প্রতি যেন তোমাদের মনে
দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি
বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল
যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে"।
আপনি হয়ত সানি লীয়ন নামের এই কীটকে
শাস্তি দিতে পারবেননা কিন্তু বাংলাদেশে
তার
প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করতে
পারেন। যেমন জারি আছে বাংলার আরেক
কীট তশলীমা নাসরিনেরর জন্য।
অতএব, মাননীয় প্রধানমন্ত্রী পত্রের
বেলাভূমিতে দাড়িয়ে দ্বীধাহীন চিত্তে
আপনার কাছে আকুল প্রার্থনা উপরক্ত বিষয়ের
আলোকে বাংলাদেশের বর্তমান ও
ভবিষ্যতের কথা চিন্তা করে সানি লীয়নের
বাংলাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি
করে তাকে আমন্ত্রনকারী কুলাঙ্গারদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আপনার
সুকোমল হৃদয়ের একান্ত মর্জি হয়। মনে
রাখবেন "নভোমন্ডল ও ভূমন্ডলের সার্বভৌমত্ব
আল্লাহরই এবং তারই দিকে প্রত্যাবর্তন করতে
হবে"। (সূরা নূর-৪২)!
বিনীত নিবেদক
প্রকৃত মুসলিম সমাজ।
(সংগৃহিত)
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন বাংলার জমিনে হক্কানি ওলামারা আছেন,,,,,,,,
মন্তব্য করতে লগইন করুন