যে ডালে বান্ধি বাসা ভাঙ্গে সেই ডাল। ২০ দলের এমনই কপাল

লিখেছেন লিখেছেন আমানুর মোহাম্মদ ইমরান ১১ মার্চ, ২০১৫, ১২:২৩:৩৮ দুপুর

খালেদা জিয়াকে নরেন্দ্র মোদির টেলিফোন,

আমেরিকার চিঠি,

মান্না-খোকার ফোনালাপ,

জয়-কে অপহরণের চেষ্টা এই বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় সব রসুনের গোড়া ঠিক এক যায়গাতেই।

যতই ষড়যন্ত্র করেন কোন লাভ হবে না। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলণ করেন দেশের মানুষ স্বাগতম জানাবে। খারাপ পথ অবলম্বন করবেন আস্তাকুড়ে নিক্ষেপ হবেন।

বিষয়: রাজনীতি

১৩৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308335
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৫
হতভাগা লিখেছেন : বিএনপি ও তার জোট বেশী দিন আর টিকে থাকতে পারবে না , তারা এখন ফেরারি দল ।
308360
১১ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪২
ইসলামী দুনিয়া লিখেছেন : প্রথমেই বলে রাখি, আমি কোন দলের না। তাই বলি ষড়যন্ত্র তো তারাই করে, যারা দুর্বল। বিএনপি ক্ষমতা ছাড়া দুর্বল। কোন শক্তি নেই, পুলিশ নেই। ৫ই নির্বাচনের আগে প্রায় শান্তিপূর্ণ আন্দোলনই করেছিল। কিন্তু কোন লাভ হয়নি। তাই হয়তবা তারা ষড়যন্ত্র বেছে নিয়েছে (আপনার কথামত)। আপনি বিএনপির কযেকটা ষড়যন্ত্রের কথা উল্লেখ করলেন. কিন্তু ক্ষমতাসীনদের অপকর্মের কথা লিখতে গেলে কয়েকটি আলমারি বইয়ে ভর্তি হয়ে যাবে।
ক্ষমতাসীনরা এমনভাবে দেশ চালনা করছে, মনে হয় তারা আর কোন দিন ক্ষমতা ছাড়বে না। আজ বিরোধীদলের কর্মীদের ক্রসফায়ারে মারা হচ্ছে, আর বলা হচ্ছে বন্দুকযুদধ। আর হয়তবা বাস্তবেই বন্দুক যু্দ্ধের জন্য দেশ এগিয়ে যাচ্ছে।যা সিরিয়াতে চলছে। কারণ অবিচারে পরিনতি প্রতিহিংসা দিয়েই হয়। বাস্তবতা বুঝার আবেদন রইল। ধন্যবাদ।
১২ মার্চ ২০১৫ সকাল ১১:৪৪
249554
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : সিরিয়ার থেকেও বাংলাদেশে বেশি হওয়া উচিত। মানুষ পুড়িয়ে আন্দোলণ করবেন আর সরকার বসে বসে তামাশা দেখবে। তারা ক্রসফায়ার এনকাউন্টার নানাভাবে এটাকে প্রতিরোধ করবে এটাই স্বাভাবিক
১২ মার্চ ২০১৫ বিকাল ০৫:০১
249573
ইসলামী দুনিয়া লিখেছেন : তাহলে আপনি ক্রসফায়ারকে সমর্থন করেন?
১৪ মার্চ ২০১৫ দুপুর ১২:৪০
249810
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : ক্রস ফায়ারে যদি পেট্রল বোমা, মানুষ পোড়ানো বন্ধ হয় তবে অবশ্যই সমর্থন করি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File