বিশ্ব এজতেমায় হরতাল অবরোধ চল।। ক্রিকেট জয়ে হরতাল শিথিল !!! দারুন আস্তিকতা

লিখেছেন লিখেছেন আমানুর মোহাম্মদ ইমরান ১১ মার্চ, ২০১৫, ০৯:২৭:১৮ সকাল

বিশ্ব এজতেমার সময় দফায় দফায় হরতাল অবরোধ দিয়ে মুসল্লীদের মনে ভীতির সঞ্চার সৃষ্টি করা হয়েছিল। বার বার অনুরোধ করা হয়েছিল এজতেমার সময় হরতাল অবরোধ

প্রত্যাহারের জন্য কিন্তু কে শোনে কার কথা। ক্ষমতা আগে চাই

অথচ এদের মুখেই নাস্তিক নাস্তিক বোল শোনা যায়

ক্রিকেট জয়ে এক দিনের আনন্দ করতে হরতাল শিথিল করা হয়েছিল।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308308
১১ মার্চ ২০১৫ সকাল ০৯:৩০
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ান কেন? আখেরী মোনাজাতের দিনে হরতাল শিথিল ছিল।
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:১২
249373
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : আখেরী মোনাজাতের দিনে হরতাল শিথিল ছিল। হ! ওখানেও স্বার্থপরতা! মোনাজাত করে দোয়া ভাগাবার ধান্দা। Crying
308319
১১ মার্চ ২০১৫ সকাল ১০:৩১
হতভাগা লিখেছেন : এসব দ্বিমুখীতার জবাব বিএনপি ও তাদের জোট পাবেই ।
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:১২
249374
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : হুম
308321
১১ মার্চ ২০১৫ সকাল ১০:৪৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : রাজনীতি ও দেশের অভ্যন্তরিণ পরিস্থিতি না বুঝলে সে ব্যাপারে কথা না বলাই উচিত।
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:১৯
249375
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : ধর্ম আর রাজনীতি বোঝেন?
308338
১১ মার্চ ২০১৫ দুপুর ০১:০২
প্রেসিডেন্ট লিখেছেন : বিশ্ব এজতেমার সময় হরতালই ছিল না। শুধু অবরোধ ছিল। এখন অবরোধ এর সাথে হরতালও আছে এবং সেটা শিথিল করা হয়েছে। আহম্মকের দল।
১১ মার্চ ২০১৫ বিকাল ০৪:২১
249426
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : রাখেন মিয়া আপনার অবরোধ। আপনাদের কাছে কোন ব্যাকরণ আছে নাকি? আপনাদের কাজ তো একই
308340
১১ মার্চ ২০১৫ দুপুর ০১:২৭
সাদা লিখেছেন : বুঝলাম ২০ দলীয় জোট সম্পূর্ণ আস্তিক নয়।কিন্তু আপনি কতখানি আস্তিক বা আপনাদের নেতা-নেত্রী কতখানি আস্তিক তা কখনো ভেবে দেখেছেন!!!
308348
১১ মার্চ ২০১৫ দুপুর ০২:২৪
ইবনে আহমাদ লিখেছেন : ভাই সঠিক তথ্য দিয়ে লিখলে সকলের জন্য অতি ফজিলতের কাজ হয়।
আর কে বলেছে - ২০ দলীয় জোট সাবাই আপনার মত মুসলমান।
ধন্যবাদ।
308357
১১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৪
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : এই হল আমাদের ইসলামের মূলাবোধ মার্কা ২০ দলীয় জুট।মন্দিরে যায় আবার মসজিদে্ও যায়!!
308359
১১ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৯
মুিনর লিখেছেন : ভাইজান ভুল তথ্য দিবেন না। বিশ্ব এজতেমার সময় হরতালই ছিল না। শুধু অবরোধ ছিল। এখন অবরোধ এর সাথে হরতালও আছে এবং সেটা শিথিল করা হয়েছে। এজতেমার সময় আমি নিজেই কয়েকবার ঢাকা থেকে নোয়াখালী গিয়েছি এবং আসছি। বেশীরভাগ গাড়ীর সামনে এজতেমার ব্যানার দেওয়া ছিল। কোথা ও কোন সমস্য করে নাই।
১১ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৯
249430
প্রেসিডেন্ট লিখেছেন : রাইট।
১২ মার্চ ২০১৫ সকাল ১১:৪০
249553
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : বর্তমান প্রেক্ষাপটে হরতাল আর অবরোধের মানেটা একটু বলবেন? আপনার হরতাল মানে কি আর অবরোধ মানে কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File