এক জন মাহমুদুর রহমান মান্না ও সুশিল সমাজ
লিখেছেন লিখেছেন আমানুর মোহাম্মদ ইমরান ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৭:৩৩ দুপুর
[img
রাম রাম রাম, এই কি তোমার কাম?
বড় দুই দলের মধ্যে সংলাপের জোর চেষ্টা করে দেশবাসীর দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছিল এই মান্না কামাল হোসেন গং-রা। আমরাও নড়ে চড়ে বসেছিলাম হয়ত বড় দুই দলকে রাজি করাতে সক্ষম হবেন এনারা। কিন্তু গতকাল দেশের সকল পত্র পত্রিকায় শীর্ষ খবর ছিল মান্না-খোকা ফোনালাপ। ফোনালাপে চাঞ্চল্যকার কিছু বিষয় স্পষ্ট হয়ে গেল এই পেট্রল বোমা, জনমনে আতংক, মানুষ হত্যা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার মত ভয়ানক পরিকল্পনা ছিল তাদের।
এই মান্না সাহেব আওয়ামী ঘারানার ছিলেন কিন্তু তলে তলে জল এত ঘোলা করে পানি খেতে পারেন সেটা ধরে পড়ে বেশ পরিস্কার হল।
এর হচ্ছে বুদ্ধিজীবি আর সুশিল।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"(ওদের) চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হয় অন্তকরণ:- আলকুরআন
মন্তব্য করতে লগইন করুন