২৪ ঘন্টার দেশ

লিখেছেন লিখেছেন রাসেল রুদ্র ১৩ মার্চ, ২০১৫, ০৮:৫৪:১৮ রাত



রক্তাক্ত মানবতা স্বৈরাচারী হায়েনার বুটের আঘাতে

আহত হচ্ছে দিবানিশি।

জগৎটাও আজ মানবতার সাথে সাথে

আধমরা হয়ে গেছে।

দিনভর মন্ত্রণাগৃহ সরব থাকে

ভেলকিবাজি, ফফর দালালি, বেফাস মন্তব্য

আর দমন নীতির কূটকৌশল নিয়ে।

কোন গঠনমূলক কথা বলেনা কেউই

করে না কোন কাজ মন দিয়ে।

দিন যায় রাত আসে, কালো দানবেরা সহাস্যে বেরিয়ে পড়ে,

সৃষ্টিকরে অবারিত ত্রাস।

গোলাপ পাপড়িতে মধু আহরণের নামে

চলে মাঝরাতে গণধর্ষণ।

গোলাপের নিস্তেজ বোটা পাপড়ি গুলো সকালে খুজে পাওয়া যায়

রাস্তার পাশে, ধান ক্ষেতে কিংবা কোন নির্জন স্থানে।

অন্যদিকে, মধ্যরাতে কথার ফুলঝুড়ি নিয়ে টিভিপর্দায় হাজির

দেশের বুদ্ধি বেশ্যারা।

প্রসব করে জারজ মন্তব্যসমগ্র,

কৌশলে চেপে যায় নিজেদের এইডস ছড়ানোর সক্ষমতার কথা !

বিষয়: সাহিত্য

৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File