জেগে ওঠো মুসলিম জ্বলে ওঠো...

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ এনামুল রিকু ০৫ মে, ২০১৫, ০৬:৪৬:৫০ সন্ধ্যা

জেগে উঠো মুসলিম,জ্বলে উঠো ,

দুঃসাহসী ছাড়া ভীতু মোরা নয়কো!

তবে কেন কান্না? তবে কেন হাহাকার?

তবে কেন নবী-রাসূল নিয়ে চলে উপহাস…?

জেগে উঠো মুসলিম,জ্বলে উঠো৷

শান্তির আলো ছায়া জয় করতে

হচ্ছে শহীদ মুমিন প্রতি প্রহরে

অবাক দৃষ্টিভরা চোখেরও মায়াজালে

তাকিয়ে হারাই শুধু নির্মম অন্ধকারে…

জেগে উঠো মুসলিম,জ্বলে উঠো৷

ত্রিভুবনে আজ শুধু আহাজারি!

নেই দ্বীনি শাসক, শুধুই অত্যাচারী

শত বাঁধা পেরিয়ে, নাস্তিক হঁটিয়ে,

চলো আনি শান্তি এই ধরনীতে…

জেগে উঠো মুসলিম,জ্বলে উঠো৷

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File