বেড রুম টনিক
লিখেছেন লিখেছেন বাঘা তেতুল ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৭:১৭ সকাল
মানুষের যৌন অনূভূতি বা যৌনাকাঙ্ক্ষা হল একটা প্রাকৃতিক স্রোত, একটা প্রবাহ, জোয়ার, কিম্বা কোন এক সময় বন্যা! যা পরিচালিত হয় এক আবেগের প্রবাহ, রিপুর প্রবাহ হিসেবে –যাতে রক্ত প্রবাহ তীব্রতা পায় । এ এক প্রাকৃতিক, আদিম আবেগের বহিঃপ্রকাশ, সময়ে বিস্ফোরণ। এটা যেহেতু স্রোতের মত, স্রোতের গতি অনেক সময় কমে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে তার জন্য চিকিৎসা ও রয়েছে। অতীতে মানুষ ওষধি গাছ ব্যবহার করেছে – কবিরাজ দের পরামর্শে। এটা আবার এখন আধুনিক বিশ্বেও Naturopathy নামে তা আবার ফিরে আসছে। আসুন দেখা যাক বেড রুম টনিক হিসেবে কোন কোন ওষধি গাছ পালার নাম আসছে!
১। গিংকো বাইলোবা” (Ginkgo biloba):
পৃথিবীর আদিম শ্রেণীর গাছপালার সদস্য এই উদ্ভিদ। । শরীরের রক্ত প্রবাহ কমে গেলে ‘বিছানায় যাবার আগ্রহ ও কমে যায়। একটু Ginkgo biloba ‘র সাহায্য নিয়ে আপনার শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি করুন। এর সৌন্দর্য হল, এটা রক্তচাপ না বাড়িয়ে – রক্ত প্রবাহ বাড়ায়। যাদের রক্তচাপ বেড়ে গেছে কিন্তু সেই ‘আকাঙ্ক্ষা কমে গেছে, তাদের জন্য এই ওষধি এক উত্তম প্রেসক্রিপশন । গিংগো বাইলোবা” নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই রক্ত প্রবাহ বৃদ্ধি করে । এটা চামড়ার নীচের রক্তবাহী নেট ওয়ার্কে প্রবাহ বাড়ায় । আর এই অতিরীক্ত প্রবাহ- যার অর্থ অতিরিক্ত সংবেদনশীলতা- এবং অতিরীক্ত ‘অনুভূতি! একটু অতিরীক্ত আনন্দময় সময় ! সাধারণত এটা নিরাপদ ওষধি, তবে পেট খারাপ হতে পারে কারো কারো জন্য। অল্প অল্প করে প্রয়োগ করে দেখা যেতে পারে শরীর কিভাবে প্রতিক্রিয়া করে, কিভাবে সাড়া দেয়। কেউ যদি এন্টি- ক্লটিং ঔষধ বা এস্পিরিন সেবন করছে-এমন হয়, এমন পরিস্থিতিতে এটা না খাওয়াই উচিৎ ।
২। অশ্বগন্ধা (Withania Somnifera)
অশ্বগন্ধা আমাদের দেশী ভেষজ উদ্ভিদ। স্ট্রেস কমাতে এবং যৌন আকাঙ্ক্ষা বা আগ্রহ বাড়াতে এই ওষধি খুব ভাল কাজ করে, আমাদের দেশে অনেক বিষয়ে এর প্রয়োগ হলেও লাজুক বাঙ্গালী উপরোক্ত বিষয় উল্লেখ করে না। এটা শুক্র সংখ্যা বৃদ্ধি করে এবং নারী ও পুরুষ- উভয় হরমোন বৃদ্ধিতে ভূমিকা রাখে।
এর সক্রিয় যৌগ গুলো (alkaloids, Anoloids, Withanoloids) যৌন আকাঙ্ক্ষা বাড়ায় এবং জীবনী শক্তি বাড়ায়। তবে একটা বিষয় মনে রাখা জরুরী যে, আপনি যদি আপনার ‘মুহূর্তটি জানেন, তবে তার কয়েক ঘণ্টা আগে এই ওষধি সেবন করুন। আপনার শরীরে এই ওষধির জন্য সহনশীলতা বাড়বে এবং টেস্টোষ্টেরন এর পরিমাণ বাড়াবে। তবে টেস্টোষ্টেরন – সংবেদনশীল মানুষের শরীরে ‘আগ্রাসন বাড়াতে পারে! কিভাবে সেবন করা যাবে! ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট সপ্তাহে কয়েকবার সেবন করা যাবে- শরীরের সহনশীলতার উপর ভিত্তি করে।
৩। মাকা (Maca - Lepidium meyenii)
পেরুর ওষধি। তেজ, শক্তি, কর্মপ্রেরনা, শৌর্য বীর্য ও কামবাসনা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। এটা দিয়ে কেক বা কুকি প্রস্তুত করে ঘড়ের মানুষকে উপহার দেয়ার ব্যপারে চিন্তা করত পারেন।
মাকা, শরীরে সেক্স হরমোন সমূহের – টেস্টোষ্টেরন, প্রজেষ্টেরন, ইস্ট্রোজেন (Estrogen) – এর পরিমাণ স্বাভাবিক করতে ভূমিকা রাখে। বয়সের সাথে সাথে হরমোন তৈরী কমে যায়, এই ঘাটতি পরিপূরণে মাকার প্রয়োগ খুব তাৎপর্যপূর্ণ হতে পারে। যে মহিলাদের মাসিক ঋতুর গোলযোগ রয়েছে, মাকা ব্যবহার তা নিয়মিত করবে। বিশেষ করে যে মহিলা সন্তান কামনা করছেন, কিন্তু ঋতুর গোলযোগে সে সম্ভাবনা সুদূর পরাহত, তাদের জন্য সুখবর বয়ে আনতে পারে এই ওষধি। এমনকি মধ্যবয়সী মহিলাদের মেনোপজ এর ক্ষেত্রে হরমোনে ভারসাম্য আনতে সহায়ক হতে পারে তা। স্ট্রেস –হ্রাস করতে এই ওষধির গুরুত্ব রয়েছে, আর স্ট্রেস - শয়নকক্ষের আনন্দের জন্য যা কিনা এক বড় বাধা ।
কিভাবে খাওয়া যাবে? প্রতিদিন ৫/৬ টা ৫০০ মিলি গ্রামের ট্যাবলেট খেলেও সমস্যা নেই। সাপ্লিমেন্ট হিসেবে কেনা যেতে পারে, এর পাউডার কিনে সরবত বা স্মূথির মধ্যে এক চামচে করে মিশিয়ে দিনে দুই বার করে সেবন করা যেতে পারে। বেশী ব্যবহার করলেও ক্ষতি নেই। বেশী ব্যবহারই ভাল কারণ এর জ্ঞাত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
শেষ কথাঃ ফেব্রুয়ারী মাস- বিশ্বজুড়ে ‘ভালবাসা জ্বর এর সংক্রমণ চলছে। বাংলাদেশের জাফর ইকবাল টাইপের ‘অতি- উৎসাহীরাও পিছিয়ে নেই! ফুল ও চকোলেট এর সাথে আরও একটা জিনিষের বিক্রি বেড়ে গেছে, তার নাম কন্ডম! ( ইন্দোনেশিয়ায় কন্ডমের বিরুদ্ধে ফতোয়া জারী হলেও অবাক হওয়ার কিছু নেই )! এ লেখা ভালবাসার নামে সে ধরনের বিয়ে বহির্ভূত অপকর্মের জন্য নয়, যাদের এ বিষয়ে আইন গত বৈধতা আছে, তাদের জন্য! শুধু তাদের জন্য!
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন