♦ আজকের বউ আগামী দিনের শাশুড়ী ♦

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪১:৫০ সকাল

♥ "মা" আজ অফিসে দেরী হয়ে যাচ্ছে।

অহ কেন যে এলার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম!!!

বউ মা এই নাস্তা টুকু খেয়ে নাও, এই ডিম টা খেয়ে নাও।

একেবারে খালি মুখে সকাল সকাল ঘর থেকে বেরুতে নেই।

আর টিফিনে নাস্তা দিয়েছি মনে করে খেয়ে নিও, একটু অপেক্ষা করে সি এন জি দিয়ে অফিসে যেয়ো। এই রোদের মধ্যে হেটে হেটে যেয়ো না, শরীর খারাপ করবে।

:

"মা" কোথায় গেলা?

বউ মা এই যে আমি রান্না ঘরে।

হাত মুখ ধুয়ে আসো, টেবিলে ভাত দিয়ে দিয়েছি।

তুমি রান্না ঘরে কি করো?

বুয়া আসে নাই?

না আজ বুয়া আসে নাই, ওর ছেলে নাকি অসুস্থ।

তাহলে তুমি এত কষ্ট করে রান্না করেছো কেনো, যা ছিলো তা দিয়েই তো হয়ে যেতো।

আমি এসে না হয় রান্না করতাম।

♦ ইস এই অল্প সময়ের মধ্যে কেমনে যে রান্না শেষ করি।

"মা" তরকারি রান্না করে ফেলছি, আপনি শুধু ভাত রান্না করে খেয়ে নিয়েন।

ঘুম থেকে আরো আগে উঠতে পারো না?

আমি ভাত রান্না করতে পারবো না, ভাত রান্না করে রেখে যাও।

আমি কি তোমার কাজের বুয়া নাকি?

রাত ভর মোবাইল নিয়ে ব্যাস্ত থাকো আর সকালে উঠে বলবে ভাত রান্না করার সময় নাই।

এই সব চাকরি টাকরি বাদ দাও, ঘরের বউ ঘরের কাজ করো।

বিয়ের পর আমার ছেলেটা ও যেন কেমন হয়ে গেছে, বউয়ের কথা ছাড়া কিছুই শুনে না।

অফিসে যাবার গাড়ি বাড়া যদি আমাদের দিতে হয় তাহলে এসব চাকরি দিয়ে কি হবে?

আজ গাড়ি বাড়া দিতে পারবো না, হেঠে হেঠে অফিসে যাও না হয় অফিসে যাওয়া বাদ দাও।

:

এহহহহহ অফিস থেকে আসেন নাই যেন মহাভারত জয় করে এসেছেন।

চিত হয়ে শুয়ে আছো কেন?

রান্না করতে হবে না নাকি?

দুনিয়াতে আর কেউ মনে হয় চাকরি করে না?

শুধু উনিই চাকরি করে।

প্রথমটা যদি হয় গল্প দ্বিতীয়টার বহিঃপ্রকাশ আমরা স্বচক্ষে উপলব্ধি করতে পারি সচরাচর।

এটা কি আসলে নারীদের প্রতিহিংসার বহিঃপ্রকাশ নাকি অন্য কিছু??

সব বউয়েরা তো একদিন শাশুড়ী হয়,

আজকের বউ আগামী দিনের শাশুড়ী।

কিন্তু বউ শাশুড়ীর এই বৈষম্য থেকে কেন উনারা দূরে সরে থাকতে পারে না!!!

বেশীরভাগ ক্ষেত্রে উনাদের বৈষম্যের কারনে সংসারে অশান্তির সৃষ্টি হয়।

মাঝে মাঝে এমন বিভিষীকাময় পরিস্থিতির সৃষ্টি করেন উনারা, স্বামী বেচারা মা কে বেছে নিবে নাকি বউকে বেছে নিবে দ্বিধায় ভোগতে হয়।

বিষয়: বিবিধ

১৬৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358296
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : শ্বাশুড়ীরা বৌ অবস্থায় যা পেয়েছে তা নিজের বৌএর উপর শোধ নিতে চায়৷ তাদের দ্বারাই এ অবস্থার পরিবর্তন হতে পারে৷ অনেকটা হয়েছে বলতে হবে৷
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১৬
297304
অভিমানী বালক লিখেছেন : শোধ প্রতিশোধে আমরা শেষ।
358318
০২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মেয়েরা তো বিয়ের পর জামাইকে দখল করতে চায় যেমন মা চায় ছেলেকে দখল করতে!! উভয় পক্ষই দায়ি। মাঝখানে পুরুষ বেচারা নির্যাতিত হয়।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১৭
297305
অভিমানী বালক লিখেছেন : কেউ কারো দখল ছাড়তে রাজী নয়।
কিন্তু আমরা কাকে দখল করবো!!!
358849
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
হতভাগা লিখেছেন : রাজায় রাজায় যুদ্ধ চলে

উলু খাগড়ার প্রান যায়
১১ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৬
297839
অভিমানী বালক লিখেছেন : Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File