I Love you বলার পর I Trust you বলা কি খুব জরুরী??
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২৫ জানুয়ারি, ২০১৬, ১১:৩৩:২৪ সকাল
প্রেম বর্তমান সময়ে একটা মারাত্নক ব্যাধি হয়ে দাড়িয়েছে আমাদের সমাজের জন্য।
প্রাপ্ত বয়স্কদের প্রেম না হয় মেনেই নেয়া গেলো, কিন্তু অপ্রাপ্ত বয়স্কদের প্রেমের যা অবস্থা তা দেখলে অবাক হওয়া ছাড়া কিছুই করার থাকে না।
প্রেমের সম্পর্কের নামে দৈহিক সম্পর্ক এখন খুব স্বাভাবিক হয়ে গেছে।
কিন্তু এই দৈহিক সম্পর্কটা দুজনের মধ্যে হলেও, যদি তা কখনো জানাজানি হয় লোকে শুধু মেয়েটাকেই দোষ দেয়।
কিন্তু অপরাধী তো দুজনই,
দুজনই সমান অপরাধের অপরাধী।
প্রেমের শুরু থেকেই প্রেমিকের টার্গেট থাকে প্রেমিকাকে ফুসলিয়ে দেহ ভোগ করা, প্রেমিকা তখন আবেগের মোহে অন্ধ হয়ে যায়।
যে মেয়েটি নিশ্চিত জানে ছেলেটির সাথে তার বিয়ে হবার কোন সম্ভাবনা নেই, তবু ও মেয়েটি ছেলেটিকে নিজের দেহ উৎসর্গ করে দিতে কার্পন্যতা করে না।
যখনই আবেগের মোহ কেটে যায় তখনই শুরু হয় আশপাশ।
কিন্তু ততক্ষনে মেয়েটির গোপন সব তত্ত্ব ছেলেটির মোবাইলে বন্ধী হয়ে গেছে।
অনিচ্ছাসত্ত্বে ও ছেলের ডাকে সাড়া দিতে হয় মেয়েকে। না হয় গোপন তত্ত্ব ইন্টারনেটে ফাস করে দেয়ার হুমকি অব্যাহত থাকে।
এক সময় গোপনীয়তা আর থাকেনা, সব গোপন তত্ত্ব চলে আসে ইন্টারনেট ব্যাবহারকারীদের মোবাইলে।
গতকাল একটা খবর দেখলাম,
বিয়ের চার বছর পর পুর্বের প্রেমিকের সাথে দৈহিক সম্পর্কের ভিডিও দেখে স্বামী মেয়েটির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়।
বেশিরভাগ ছেলেই ভাল। ভাল ছেলেরা এসবের সুযোগ খুজে না কিংবা নেয় না। খারাপ ছেলেরা সুযোগ খুজে বলেই তারাই একসাথে কয়েকটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ছেলেদের এমনিতেই যৌন আকাঙ্ক্ষা বেশি থাকে। এছাড়া ছেলেদের লজ্জাও কম হয়।
তাই বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক সম্পর্কের প্রস্তাব ছেলেদের কাছে থেকেই আসে।
ছেলেদের উচিত নিজেকে নিয়ন্ত্রন করা। আর নিয়ন্ত্রন করতে না পারলে বিয়ের প্রস্তুতি নেয়াটা উত্তম।
মেয়েরা স্বভাবজাত ধৈর্য ছেলেদের তুলনায় অনেক বেশি। তাদের উচিত ছেলেদের সব কিছু বুঝিয়ে বলা।
সবচেয়ে রিস্কে থাকে সুন্দরী মেয়েরা, কারন সবার প্রাথমিক টার্গেট তাদের দিকেই থাকে।
আর তাদের বুদ্ধি হয় চেহারার সম্পূর্ণ বিপরীত। এই কারণে সুন্দরী মেয়েদেরই ভিডিও বেশি বের হয়।
ধর্মীয় অনুশাসন সবারই মানা উচিত। আর যারা মানতে পারেনা, দেখা করতে কখনোই নির্জনে যাওয়া উচিত নয়।
বরং দেখা করলে পাবলিক প্লেসে দেখা করা উচিত। দৈহিক মেলামেশা করতে রাজি না হওয়ায় কোন ছেলে যদি ছেড়ে চলে যেতে চায়, তাহলে বুঝতে হবে এই ছেলেটি কখনোই আপনাকে ভালোবাসেনি।
সে শুধু এতদিন সুযোগে ছিল।
যদি সে আপনাকে ভালবাসে, বিয়ে পর্যন্ত সে অবশ্যই অপেক্ষা করবে।
প্রেম ভালবাসা তো দেহের সাথে কোন সম্পর্ক নয়, মনের সাথে মনের সম্পর্ক।
তাহলে কেন দেহ বিলাসের প্রস্তাব আসবে??
I love you বলার পর পরই কি I trust you বলা খুব জরুরী??
অবশ্যই না,
প্রেমের পবিত্রতা রক্ষার জন্য উভয়েই সতর্ক থাকা উচিত।
কিন্তু আজকাল প্রেম শুরু হবার পরই-
জান তোমার একটা ছবি তুলি, বিশ্বাস করো কেউ দেখবে না।
তোমার কথা যখন মনে পড়বে ছবিটা দেখবো।
পর্যায়ক্রমে শুরু হয় ছবি এবং ভিডিও তোলার হিড়িক, যা পর্ন ভিডিও গুলাকে হার মানায়।
সম্পর্কচ্ছেদে শুরু ইউটিউব এবং স্যোশাল মিডিয়াতে আপলোড।
আর তখনই জীবনে লাগে বাস্তবতার ধাক্কা। এবং বিশ্বাস শব্দটাকে কলংকিত করা হয়।
কাউকে কখনোই অন্ধভাবে বিশ্বাস করা উচিত না। এবং পর পুরুষের সাথে মেলা মেশার অনুমতি ইসলাম কখন ও দেয় নাই।
অন্য ধর্মের হলে তা ভিন্ন কথা।
I love you but I don’t trust you- বিয়ের আগে এই নীতিতে চলা উচিত।
সব সময় মনে রাখা উচিত, বিয়ে না হওয়া পর্যন্ত সব কিছুই অনিশ্চিত।
আবেগ কখনও কারো জীবনে ভালো কিছু উপহার দিতে পারেনা, বরং একটা জীবনকে বিপন্নের দিকে ঠেলে দেয়।
শরীর আপনার,
জীবন আপনার,
সিদ্ধান্তটাও সম্পূর্ণ
আপনার নিজেরই হওয়া উচিত।
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কথাটা ঠিক মানতে পারলাম না ,
ইসলাম যেখানে , আংটি পরানোর পর ও হবু বিবির সাথে একাকি দেখা করা নিষেধ করেছেন ,সেখানে বিবাহ পুরবো প্রেম কিভাবে পবিত্র হতে পারে !!!!
মন্তব্য করতে লগইন করুন