নিজে চোর বলে অন্যকে চোর ভাববেন না।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৬ আগস্ট, ২০১৫, ০৪:২০:০১ রাত

(এক বোনের অনুরোধে বাস্তব কথাগুলো তুলে ধরলাম)

-এই যে মিস্টার,হ্যা আপনাকে বলছি,

-ও হ্যা আমি ভেবেছিলাম তুমি আসতে হয়তো আরো একটু দেরী হবে।

-কি জন্য ডেকেছেন বলেন,আমার হাতে সময় কম। প্রতিদিন ফোনে কথা হচ্ছে,কি এমন জরুরী কথা এখানে এসে বলতে হবে।আরো চারদিন পরে তো একসাথে থাকা হবে,কথা গুলো জমা করে রাখতে পারতেন বাসর রাতের জন্য।

-না ভাবছিলাম অনেক দিন হোটেলে খাওয়া হয় নাই,তাই খাওয়া ও হবে & তোমার সাথে গল্প হবে।

আচ্ছা তুমিতো তোমাদের ফ্যামেলির সবার ছোট?

আচ্ছা তুমি কি কারো সাথে প্রেম করো??

আমি না ওই প্রেম টেম এক্কেবারে পছন্দ করি না।

-হ্যা আমি প্রেম করতাম,তবে তোমার মত লিভ টুগেদার করি নাই। তুমি কি ভেবেছো তোমার কোন তত্ত্ব আমার জানা নাই?

আমি এখানে আসার পরে যা দেখলাম তা কি মিথ্যা?

তুমি যে ৪/৫ টা মেয়ের সাথে প্রেম করো তা কি মিথ্যা?

রাতের অন্ধকারে তোমার ভাবীকে অপদস্ত করেছিলে,অপমান সহ্য করতে না পেরে আত্নহত্যা করেছিলো। তা কি মিথ্যা?

তোমার এত কুকর্ম জেনে ও আমার পরিবারের সিদ্ধান্তে অটল আছি।

কিন্তু তুমি নিজেকে সাধু নিষ্পাপ সাজানোর নাটক মঞ্চস্ত করার চেষ্টা করছো।

আচ্ছা তোমরা ছেলেরা ডজন ডজন প্রেম করো,রাত বিরাতে কুকর্ম করে বেড়াও।

তারপরে কেমনে একটা নিষ্পাপ মেয়েকে বিয়ে করার চিন্তা করো??

যখন একটা মেয়ের সাথে ফস্টিনস্টি করো তখন কি মনে হয় না আমার হুবু বউ হয়তো এমন ফস্টিনস্টির স্বীকার হতে পারে।

নিজে সাধু হলে সাধু বউ পাবার আশা করতে পারো,কিন্তু নিজে অসাধু চরিত্রহীন লম্পট আর বিয়ে করতে চাও বেহেশতের হুর পরী?

বেহেশতের হুর তারাই আশা করতে পারে যারা নিজের চরিত্রকে রেখেছে ফুলের মত পবিত্র।

-আচ্ছা টিক আছে,আমার কথা শুনো। তুমি তো বলেই যাচ্ছো কিন্তু আমাকে কিছুই বলতে দিচ্ছো না।

-না তোমাকে আর কিছুই বলতে হবে না,ভালই হলো আজ তোমার সাথে দেখা হয়ে।

অন্তত তোমার চারিত্রিক গুনাবলী আমার কাছে স্পষ্ট হলো এবং আমার ভবিষ্যতকে অন্ধকারের হাত থেকে ফিরিয়ে নিলাম।

শুধু একটা অনুরোধ করবো- নিজে চোর বলে অন্যকে চোর ভাববেন না।

সুন্দর সুস্ত মানসিকতাই পারে একটা সুন্দর জীবন উপহার দিতে।

সুন্দর সুস্ত দৃষ্টিকোনতাই পারে সংসার/সমাজের পরিবর্তন আনতে।

বিঃদ্রঃ এই বাস্তব কথা গুলো হতে পারে অবিবাহিতদের জন্য বার্তা স্বরুপ।

বিষয়: বিবিধ

১৫৯০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336062
১৬ আগস্ট ২০১৫ সকাল ০৬:১০
নাবিক লিখেছেন : হুম, তবে বর্তমানে প্রেম-পিরিতি আর লিভ টুগেদারে ছেলে-মেয়ে দু'জনেই সমান। মেয়েরা যদি পর্দায় থাকতো, ছেলেদের সাথে ফষ্টি-নষ্টি না করতো। তাহলে ছেলে-মেয়ে উভয়ের চরিত্রই ভালো থাকতো।
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৮
278044
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য,
মুলত আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার যথেষ্ট অভাব,যার ফল স্বরুপ লিভ টুকেদার।
এর জন্য ছেলে মেয়ে উভয়েই দায়ী,কিন্তু অভিবাবকের দায়বদ্ধতা ও কম নয়।
336095
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:০৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : নাবিক লিখেছেন : হুম, তবে বর্তমানে প্রেম-পিরিতি আর লিভ টুগেদারে ছেলে-মেয়ে দু'জনেই সমান। মেয়েরা যদি পর্দায় থাকতো, ছেলেদের সাথে ফষ্টি-নষ্টি না করতো। তাহলে ছেলে-মেয়ে উভয়ের চরিত্রই ভালো থাকতো। সহমত
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৯
278045
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ সহমতের জন্য।
336099
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:০৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৯
278046
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ।
336109
১৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৯
হতভাগা লিখেছেন : যত দোষ সব নন্দ ঘোষ
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:১০
278047
অভিমানী বালক লিখেছেন : দোষটা উভয়েরই,ক্ষেত্র বিশেষে কারো দোষ বেশি আবার কারো দোষ কম।
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৭
278091
হতভাগা লিখেছেন : রুবেল বনাম হ্যাপী : এই খেলার কথা মনে আছে ?

জুলেখা যে ইউসূফ (সাঃ)কে ফাঁসাতে চেয়েছিল,সেটা ?
১৬ আগস্ট ২০১৫ রাত ১১:২১
278158
অভিমানী বালক লিখেছেন : Happy
336141
১৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩১
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
278048
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ।
336163
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৩
নারী লিখেছেন : ভালো লাগলো।
অবিবাহিতদের বার্তা হলেও তারা মানে নাকি তা সন্দেহ্।সবাই ই তো জানে কিন্তু মানেনা।
১৬ আগস্ট ২০১৫ রাত ১১:২১
278157
অভিমানী বালক লিখেছেন : আমরা মানতে চাই তখন যখন সময় ফুরিয়ে যায়।
১৭ আগস্ট ২০১৫ রাত ১২:২২
278166
নারী লিখেছেন : হা হা হা
খানিকটা ঠিক
১৭ আগস্ট ২০১৫ রাত ১২:২২
278167
নারী লিখেছেন : হা হা হা
খানিকটা ঠিক
336312
১৭ আগস্ট ২০১৫ রাত ০১:০২
শারমিন হক লিখেছেন : বাস্তবতাকে অসাধারণ ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ।
১৭ আগস্ট ২০১৫ সকাল ১১:৩০
278226
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ আপা।
337318
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বালকের অভিমান, যুবতী হৃদয় খান খান!!
অনেক ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:২২
279320
অভিমানী বালক লিখেছেন : Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File