ডানপন্তী ব্লগাররা কিছু মানুষের কাছে বিষপোড়ার মত।
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৮ আগস্ট, ২০১৫, ০৬:০৮:১০ সন্ধ্যা
বিচার বহির্ভুত হত্য কাম্য নয়,
বেশির ভাগ মানুষ মনে করে ব্লগার মানেই নাস্তিক,আবার কিছু মানুষকে মনে করানো হচ্ছে ব্লগার মানে নাস্তিক,দড়িওয়ালা মানে জামায়ত পন্তী,জঙ্গী,মৌলবাদী।
কিন্ত এই মনে করা বা মনে করানো থেকে উত্তরনের পথ না খোজে হত্যা নামক পথ অনুসরন করা হচ্ছে।
যখন একজন ব্লগার বা ফেসবুকার তার লেখনীগুলো সম্পুর্ন ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে লেখে তখন তাকে বাধা না দিয়ে আরো বেশী করে লেখার জন্য প্রমোট করা হয়।
আর এই সুযোগ গুলোকে হাতছাড়া করছেনা দুর্বত্তরা,হত্যা নামক ঘটনা ঘটিয়ে দোষারুপ করা হচ্ছে দাড়িওয়ালাদের এবং সমাজের চোখে নাস্তিক বানানো হচ্ছে ব্লগারদের। আমার বোধগাম্য নয় ব্লগার নিলয় নীল নাস্তিক ছিলেন নাকি আস্তিক ছিলেন,রাব্বুল আল আমিন কাকে কিভাবে কবুল করবেন তা তিনিই ভালো জানেন।
তবে ব্লগার নিলয় নীলের বেশীরভাগ পোষ্টগুলো ছিলো ইসলাম বিদ্বেষী।
হতে পারে সে নাস্তিক কিন্তু গনতান্ত্রিক ভাবে বেচে থাকার অধিকার তো আছে,তার একটা স্টেটাসে দেখলাম জিডি করতে যেয়ে পুলিশ জিডি করতে দিচ্ছেনা।
এতে স্পষ্ট বোঝা যায় এমন হত্যার সাথে কে বা কারা জড়িত।
কিছু বামপন্তী ব্লগারদের কারনে ডানপন্তী ব্লগারদেরকে সাধারন মানুষের কাছে নাস্তিক বানানোর পায়তারা চলতেছে।
কারন ডানপন্তী ব্লগাররা কিছু মানুষের গুদের উপর বিষপোড়ার মত হয়ে যাচ্ছে তাই এমন হত্যাকান্ড চলছে।
দুর্বিত্তদের টার্গেট একটাই- ব্লগার মানেই নাস্তিক,এ কথাটি সমাজে প্রচার করা।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ ও ফেসবুক আসাতে সাংবাদিকদের কোন খবর এখন আর বিনা বাক্যে সবাই সত্য বলে ধরে নেয় না ।
মিডিয়ার গ্রহণ যোগ্যতা ও সত্যতার জন্য ব্লগ ও ব্লগার দুটোই হুমকি স্বরুপ।
কারন স্যোশাল মিডিয়ার কারনে তাদের চরিত্র মানুষের কাছে উম্মোচিত হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন