ডানপন্তী ব্লগাররা কিছু মানুষের কাছে বিষপোড়ার মত।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৮ আগস্ট, ২০১৫, ০৬:০৮:১০ সন্ধ্যা

বিচার বহির্ভুত হত্য কাম্য নয়,

বেশির ভাগ মানুষ মনে করে ব্লগার মানেই নাস্তিক,আবার কিছু মানুষকে মনে করানো হচ্ছে ব্লগার মানে নাস্তিক,দড়িওয়ালা মানে জামায়ত পন্তী,জঙ্গী,মৌলবাদী।

কিন্ত এই মনে করা বা মনে করানো থেকে উত্তরনের পথ না খোজে হত্যা নামক পথ অনুসরন করা হচ্ছে।

যখন একজন ব্লগার বা ফেসবুকার তার লেখনীগুলো সম্পুর্ন ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে লেখে তখন তাকে বাধা না দিয়ে আরো বেশী করে লেখার জন্য প্রমোট করা হয়।

আর এই সুযোগ গুলোকে হাতছাড়া করছেনা দুর্বত্তরা,হত্যা নামক ঘটনা ঘটিয়ে দোষারুপ করা হচ্ছে দাড়িওয়ালাদের এবং সমাজের চোখে নাস্তিক বানানো হচ্ছে ব্লগারদের। আমার বোধগাম্য নয় ব্লগার নিলয় নীল নাস্তিক ছিলেন নাকি আস্তিক ছিলেন,রাব্বুল আল আমিন কাকে কিভাবে কবুল করবেন তা তিনিই ভালো জানেন।

তবে ব্লগার নিলয় নীলের বেশীরভাগ পোষ্টগুলো ছিলো ইসলাম বিদ্বেষী।

হতে পারে সে নাস্তিক কিন্তু গনতান্ত্রিক ভাবে বেচে থাকার অধিকার তো আছে,তার একটা স্টেটাসে দেখলাম জিডি করতে যেয়ে পুলিশ জিডি করতে দিচ্ছেনা।

এতে স্পষ্ট বোঝা যায় এমন হত্যার সাথে কে বা কারা জড়িত।

কিছু বামপন্তী ব্লগারদের কারনে ডানপন্তী ব্লগারদেরকে সাধারন মানুষের কাছে নাস্তিক বানানোর পায়তারা চলতেছে।

কারন ডানপন্তী ব্লগাররা কিছু মানুষের গুদের উপর বিষপোড়ার মত হয়ে যাচ্ছে তাই এমন হত্যাকান্ড চলছে।

দুর্বিত্তদের টার্গেট একটাই- ব্লগার মানেই নাস্তিক,এ কথাটি সমাজে প্রচার করা।

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334519
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
নাবিক লিখেছেন : দেশের বেশির ভাগ মানুষ ব্লগ কি জিনিস সেটাইতো বুঝেনা। এমতাবস্হায় মিডিয়া যেটা বলবে জনগণ সেটাই খাবে। মিডিয়া বলছে ব্লগাররা নাস্তিক সুতরাং সাধারণ জনতার দৃষ্টিতেও ব্লগাররা নাস্তিক।
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
276586
অভিমানী বালক লিখেছেন : হ্যা যথার্থ ববলেছেন,কিন্তু কিছু লোক পরিকল্পিতভাবে ব্লগারদেরকে নাস্তিক বানানোর তদবীর চালাচ্ছে।
334570
০৮ আগস্ট ২০১৫ রাত ১১:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের সবাইকে কাজ করতে হবে সঠিক কথা জানিয়ে দেয়ার জন্য।
০৯ আগস্ট ২০১৫ রাত ০৩:২২
276649
অভিমানী বালক লিখেছেন : ব্লগার মানে নাস্তিক নয় এই কথাটা সাধারন মানুষকে বোঝানো ব্লগারদের নৈতিক দায়িত্ব।
334723
০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫২
হতভাগা লিখেছেন : ব্লগাররা মনে হচ্ছে মিডিয়ার কাছে প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে ।

ব্লগ ও ফেসবুক আসাতে সাংবাদিকদের কোন খবর এখন আর বিনা বাক্যে সবাই সত্য বলে ধরে নেয় না ।

মিডিয়ার গ্রহণ যোগ্যতা ও সত্যতার জন্য ব্লগ ও ব্লগার দুটোই হুমকি স্বরুপ।
১৬ আগস্ট ২০১৫ রাত ০৪:১৬
277969
অভিমানী বালক লিখেছেন : হ্যা টিকই বলেছেন,হলুদ মিডিয়া গুলো ব্লগারদের বিরুদ্ধে বেশী অপপ্রচার চালাচ্ছে।
কারন স্যোশাল মিডিয়ার কারনে তাদের চরিত্র মানুষের কাছে উম্মোচিত হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File