"হতে পারতাম আমি ও গরীব"

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৬ জুলাই, ২০১৫, ০৪:৩৩:৫৩ রাত

ঈদ মানে খুশি,

ঈদ মানে আনন্দ।

কিন্তু এই খুশি আর আনন্দ কি সবার জন্য???

নাহ নাহ নাহ......

যাদের মুখে অন্ন জোটেনা দিনে একবার,

তারা কিভাবে আনন্দ করার জন্য গায়ের বস্ত্র জোটাবে????

কয়েক হাজার টাকার দামের কিরণমালা ড্রেস কিনতেছেন,

কয়েক হাজার টাকার দামের পাঞ্জাবী কিনতেছেন ঈদের জন্য।

কিন্তু একবার কি ভেবে দেখেছেন আমার/আপনার প্রতিবেশী গরীবের কি অবস্তা???

যে কিনা কয়টা ফিতরার টাকার জন্য বার বার আপনার/আমার দরজায় হাজির হচ্ছে।

দরজায় বার বার নক করার জন্য বিরক্ত হয়ে গালি দিচ্ছি,এমনকি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি।

কিন্তু একবার কি ভেবে দেখেছি এমন অবস্তা তো আমার হতে পারতো,হতে পারতাম আমি ও গরীব,রাব্বুল আলআমিন ইচ্ছে করলে আমার/আপনার গলায় ভিক্ষার থলে ঝুলিয়ে দিতে পারতেন।

রাব্বুল আল আমিনের কৃপায় আমি/আপনি আজ বিত্তবান বা ফিতরা যাকাত আদায় করার ক্ষমতাবান,তাই অবহেলা বা কৃপনতা করে গরীবের হক্ব ভোগ করা মোটে ও সমিচীন নয়।

আমাদের মধ্যে যাদের উপর ফিতরা/যাকাত আদায় করা আবশ্যক,আসুন আমরা সবাই গরীবের হক্ব আদায় করি।

যদি আমরা সঠিকভাবে প্রতিবেশী গরীবের হক্ব আদায় করি,তবে হয়তো আমাদের সমাজে গরীব বলতে কিছু থাকবে না।

বিষয়: বিবিধ

১৮৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330199
১৬ জুলাই ২০১৫ সকাল ০৯:১৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এইসব ভেবে কষ্ট লাগে। আল্লাহ যে কেনো মানুষকে গরীব বানালো? Sad Sad
১৬ জুলাই ২০১৫ দুপুর ০২:১৬
272449
অভিমানী বালক লিখেছেন : আল্লাহ কাউকে গরীব বানিয়ে মন পরীক্ষা করে,আবার কাউকে সম্পদ দিয়ে মন পরীক্ষা করে।
330201
১৬ জুলাই ২০১৫ সকাল ০৯:২১
হতভাগা লিখেছেন : মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার ও চলার তৌফিক দান করুন - আমিন
১৬ জুলাই ২০১৫ দুপুর ০২:১৬
272450
অভিমানী বালক লিখেছেন : আমিন।
330238
১৬ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ জুলাই ২০১৫ দুপুর ০২:১৬
272451
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File