ধুলায় সিক্ত ছেড়া ডায়রি "আমার আত্নকাহিনী"
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৪ মে, ২০১৫, ০৩:৪৩:৪৪ রাত
সেই যে কবে থেকে স্রোতের উল্টো পথে হাটা শুরু করেছিলাম সঠিক মনে নেই,খামখেয়ালি চলা ফেরা রিতীমত সেই শৈশব থেকে।
মুখে যা বলা বাস্তবায়ন করা ছিল অকালপক্ষতা,
মনে মনে যা ভাবা ছোয়ে দেখার আকাংখাই ছিলো বেশি।
ব্যর্থতার ধারে কাছে কখনও যাওয়া হয়নি।
শৈশবটা ছিলো বড়ই দুরন্তপনা,বাড়ির পাশের নদীটা ছিলো আমার খুব কাছের বন্ধু,সময় অসময়ে খেলার মাঠ ছিলো নদীর বুকে জেগে উটা চর।
গোল্লারছুট-কানামাচি-ফুটবল এগুলো নিয়ে ব্যস্ত সময় কাটতো শীতকালের স্কুল শেষের বিকেল।
বর্ষা কালে নদীতে সাতার কাটা,পানিতে লাফালাফি ইত্যাদি বেশ জমিয়ে কাটতো।
বাড়িতে ফিরে মায়ের বকুনি শোনা ছিল রিতীমত রুটিনের একটা অংশ,তবু ও কি দুরন্তপণা থেমে থাকতো?
শৈশবের দুরন্তপনা আজো আমায় তেড়ে বেড়ায়,হয়তো আমৃত্যু তেড়ে বেড়াবে।
আফসোস হয় কেন শৈশবের গন্ডি পার করে আসলাম,ভালই ছিলাম সেই শৈশবে।
ভালই ছিলো আমার প্রাথমিক শিক্ষা জীবন,
ভালই ছিলো আমার মাধ্যমিক শিক্ষা জীবন।
শৈশব আমাকে যা দিয়েছে,আগন্তুক কৈশর এবং যৌবন আমার কাছ থেকে অনেক কেড়ে নিয়েছে।
(চলবে) (চলবে)
বিষয়: বিবিধ
২৪১৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর উপস্থাপন করেছেন, বানানের দিকে আরেকটু খেয়াল দেবেন ব্রাদার! তাহলে আরো ভালো লাগবে!
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন