ধুলায় সিক্ত ছেড়া ডায়রি "আমার আত্নকাহিনী"

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৪ মে, ২০১৫, ০৩:৪৩:৪৪ রাত

সেই যে কবে থেকে স্রোতের উল্টো পথে হাটা শুরু করেছিলাম সঠিক মনে নেই,খামখেয়ালি চলা ফেরা রিতীমত সেই শৈশব থেকে।

মুখে যা বলা বাস্তবায়ন করা ছিল অকালপক্ষতা,

মনে মনে যা ভাবা ছোয়ে দেখার আকাংখাই ছিলো বেশি।

ব্যর্থতার ধারে কাছে কখনও যাওয়া হয়নি।

শৈশবটা ছিলো বড়ই দুরন্তপনা,বাড়ির পাশের নদীটা ছিলো আমার খুব কাছের বন্ধু,সময় অসময়ে খেলার মাঠ ছিলো নদীর বুকে জেগে উটা চর।

গোল্লারছুট-কানামাচি-ফুটবল এগুলো নিয়ে ব্যস্ত সময় কাটতো শীতকালের স্কুল শেষের বিকেল।

বর্ষা কালে নদীতে সাতার কাটা,পানিতে লাফালাফি ইত্যাদি বেশ জমিয়ে কাটতো।

বাড়িতে ফিরে মায়ের বকুনি শোনা ছিল রিতীমত রুটিনের একটা অংশ,তবু ও কি দুরন্তপণা থেমে থাকতো?

শৈশবের দুরন্তপনা আজো আমায় তেড়ে বেড়ায়,হয়তো আমৃত্যু তেড়ে বেড়াবে।

আফসোস হয় কেন শৈশবের গন্ডি পার করে আসলাম,ভালই ছিলাম সেই শৈশবে।

ভালই ছিলো আমার প্রাথমিক শিক্ষা জীবন,

ভালই ছিলো আমার মাধ্যমিক শিক্ষা জীবন।

শৈশব আমাকে যা দিয়েছে,আগন্তুক কৈশর এবং যৌবন আমার কাছ থেকে অনেক কেড়ে নিয়েছে।

(চলবে) (চলবে)

বিষয়: বিবিধ

২৪৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319966
১৪ মে ২০১৫ সকাল ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : চলুক > চলুক৷
১৪ মে ২০১৫ দুপুর ১২:২৯
261057
অভিমানী বালক লিখেছেন : ইনশাআল্লাহ
319970
১৪ মে ২০১৫ সকাল ০৮:৫৫
হতভাগা লিখেছেন : ননস্টপ চালা'য় যাও
১৪ মে ২০১৫ দুপুর ১২:২৯
261058
অভিমানী বালক লিখেছেন : ইনশাআল্লাহ
319992
১৪ মে ২০১৫ দুপুর ০১:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুন্দর উপস্থাপন করেছেন, বানানের দিকে একটু খেয়াল দেবেন ব্রাদার!
১৪ মে ২০১৫ দুপুর ০১:৩৮
261069
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
320023
১৪ মে ২০১৫ দুপুর ০৩:৪৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া!
সুন্দর উপস্থাপন করেছেন, বানানের দিকে আরেকটু খেয়াল দেবেন ব্রাদার! তাহলে আরো ভালো লাগবে!
১৪ মে ২০১৫ রাত ০৯:০৬
261145
অভিমানী বালক লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করবো,
ধন্যবাদ আপনাকে।
320807
১৮ মে ২০১৫ বিকাল ০৪:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল,আরো সুন্দর সুন্দর লেখার প্রত্যাশায় আছি। কলম যেন বন্ধ না হয়।..দোয়া করবেন।
২০ মে ২০১৫ সকাল ০৯:২২
262271
অভিমানী বালক লিখেছেন : শুভ কামনার জন্য ধন্যবাদ ভাইয়া।
321158
২০ মে ২০১৫ সকাল ১১:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File