"" মুরগীর সাথে শিয়ালের কখন ও বন্ধুত্ব হয় না ""
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৫ এপ্রিল, ২০১৫, ০৬:১৭:০০ সন্ধ্যা
বর্ষবরন অনুষ্টানে টিএসসি কলংকিত,
বর্ষবরন অনুষ্টানে মেয়েদের শ্লীলতাহানী,
এই শিরোনাম গুলা আমাদের কাছে খুব পরিচিত,প্রতি বছর বর্ষবরনের পরের দিন শুনতে পাই বখাটেরা মেয়েদের বিবস্ত্র করে ধর্ষন করার চেষ্টা করেছে,বিবস্ত্র করা ছবি পত্রিকায় দেখা ও যায়।
এত কিছু দেখার পরে ও কেন মেয়েরা এমন উৎসবে নিমগ্ন থাকে??
এই ঘটনা গুলোর জন্য কি শুধু বখাটেরা দায়ী??
আমি এতে দ্বিমত পোষন করি।
শিয়ালের সাথে মুরগীর কখনো বন্ধুত্ব হয় না,মুরগী যদি শিয়ালের সামনে কক কক করে পায়চারি করে শিয়াল কি মুরগীকে আদর করবে নাকি দপ করে ধরে কপ করে হজম করার চেষ্টা করবে??
অবশ্যই হজম করার চেষ্টা করবে।
তেমন করে আপনি (মেয়েরা) যদি গালে বুকে টেটু লাগিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে রাস্তায় চলাফেরা করেন তাহলে শুধু বখাটে নয় কোন ভাল পুরুষ ধারা ধর্ষিত হতে পারেন।
কারন নারীর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে পুরুষের আকর্ষন,আপনার আকর্ষনীয় জিনিষ ভোগ করার অধিকার শুধু আপনার স্বামীর।
অঙ্গ প্রদর্শনী করতে হয় আপনার স্বামীর সামনে প্রদর্শনী করেন,সংসার সুখের হবে।
ইসলাম নারীর অনেক সম্মান দিয়েছে,পর্দার ভিতরে থাকেন সম্মান পাবেন।
নিজেকে আধুনিক শিক্ষীত মনে করে চলাফেরা করলে কারো না কারো ললসার স্বীকার হতেই হবে।
আধুনিক শিক্ষা মানেই without religion না । ধমহীন শিক্ষিত মানুষ আর পশুতে কোনো ব্যবধান নাই ।
শিক্ষায় শিক্ষিত হতে আপনাকে ইসলামও বলছে । পর্দা মানে এই নয় যে আপনি বোরকা পরে ঘরে বসে থাকতে হবে।
ইসলাম আপনাকে বোরকা পরে ঘরে বসে থাকতে বলে নাই ।
বরং পর্দা ও শালীনতার মাধ্যমে সবকিছু করার জন্য বলেছে ।
উলঙ্গপনা কিংবা বেহায়াপনার মাধ্যমে নয়।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এই সব মেয়েরা এমন এক প্রজাতির যা বলে বুঝানো যাবে না।
আমিন।
যারা পর্দার জন্য বোরখা পরে মনে হয়না তারা ইভটিজিং এর স্বীকার হয়।
কর্মস্তলে শুধু নারী কর্মীদের সাথে কাজ করতে হবে এ রকম কিছু আমার জানা নাই,তবে বিশ্বের ১০০% মুসলিম দেশ সৌদী আরব এখানে আমাদের সাথে মেয়েরা কাজ করে,কই তারাতো কোন ইভটিজিংয়ের স্বীকার হয়না।
সবচেয়ে বড় কথা হলো পর্দার জন্য হিজাব পরতে হবে ফ্যাশনের জন্য নয়।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন