ধর্মভীরু মুসলমানদের প্রতি কেন বর্তমান সরকারের এত আক্রোশ?

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৭ এপ্রিল, ২০১৫, ১১:৫৪:৪৫ সকাল

কালের বিবর্তন আর আধুনিকতার স্পর্শে আজ শুধু আমরা নামধারী মুসলমান।

ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে যার যেমন খুশি মন্তব্য করছে,

যাহার সৃষ্টি না হলে এই জগতটা ও সৃষ্টি হতো না,স্বয়ং আল্লাহ তায়ালা বন্ধু হিসেবে গন্য করে মানব জাতির কল্যানের জন্য এ বিশ্বভুবনে আবির্ভাব করেছেন।

সকল নবীদের শ্রেষ্ট নবী যাকে ঘোষনা করেছেন মহান রাব্বুল আলআমিন।

সেই প্রিয় নবীকে নিয়ে যখন কিছু মুসলমান নামধারীরা নাস্তিকের মত কথা বলে,অকথ্য অভদ্র ভাষায় রাসুলকে অপমান করে,তখন মনে হয় আমরা ৯০% মুসলমান রাষ্ট্রের অধিকারী নয়।

আমাদের রক্ষক যখন ভক্ষক তখন কি আর করা সম্ভব সাধারন মুসলমানদের।

দেশ পরিচালনায় কতৃত্ত দিচ্ছেন মুসলমানেরা,অথচ একটা নাস্তিক মারা গেলে তাহাকে শহীদ উপাধি দিয়ে সমাহিত করা হয়।

একটা নাস্তিককে কে বা কারা কেন হত্যা করলো তার আসল রহস্য না খোজে ধর পাকড় শুরু হয় মাদ্রাসার ছাত্র আর দাড়ি টুপি পাঞ্জাবী পরিহিতদের।

তাতে আসল খুনি এবং আসল রহস্য আড়ালে থেকে যায়।

কিন্তু এই হত্যাটা হতে পারে কোন না কোন ব্যাক্তিগত কারনে,বা পারিবারিক কারনে অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের কারনে।

সরকারের নির্দেশে প্রশাসন কিছু নিরীহ দাড়ি টুপিওয়ালা নামাজীকে নিয়ে ডিম থেরাপি দিবে আর আমরা বাকিরা বসে বসে নাটকের দৃশ্য অনুধাবন করবো।

বর্তমানে আমাদের ইসলাম প্রচার করার চেয়ে ইসলাম রক্ষা করা খুব জরুরী হয়ে গেছে,কিছু মুসলিম নাম ধারী মানুষ ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য।

এই ধর্মান্ধদের বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকারের ভুমিকা প্রশ্নবিদ্ধ।

সরকারি মদদের কারনে একের পর এক ঘটে যাচ্ছে অনাকংখিত ঘটনা,মুক্তমনারা উটে পড়ে লেগেছে ইসলাম ধ্বংসের জন্য।

কিন্তু এই মুক্তমনাদের জন্য সরকারের অবস্তান সদয়।

উল্টো সরকারি উস্কানিতে নিপিড়ীত হচ্ছে কিছু সাধারন ধর্মভীরু মানুষ।

একটা বিষয় সব সময় আমাকে পীড়া দেয়,ধর্মভীরু মুসলমানদের প্রতি কেন বর্তমান সরকারের এত আক্রোশ?

মুসলিম ঘরে জন্ম নিলে এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোর প্রয়োজন,আবার মুসলিম হয়ে মৃত্যুবরন করলে ও দাড়ি টুপিওয়ালা মানুষগুলোর প্রয়োজন।

এই মানুষগুলোর এত প্রয়োজন থাকা সত্ত্বে ও কেন এদের প্রতি এত হিংস্রতা,কেন তাদের প্রতি অমানবিক আচরন,কেন তাদেরকে জঙ্গী মৌলবাদী উপাধি দেয়া হয়?

কখন কবে তাদের প্রতি এই সরকারের শুভ দৃষ্টির উদয় হবে?

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313428
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কখনোই হবেনা! আল্লাহই এদের সহায়! অনেক ধন্যবাদ আপনাকে!
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৮
254428
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
313431
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৩
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : নাস্তিকরা যেখানে স্রষ্টাকে মানেনা, সেখানে স্রষ্টা প্রদত্ত কোন ধার্মীককে তারা বরদাশত করবেনা , এটাই আসল কথা, এ জন্য আমাদেরকে দ্বীন -ধর্ম - বিজ্ঞানের জ্ঞানে গুনান্নিত হয়ে এদের সব অপপ্রচারর জবাব দিতে হবে
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৯
254429
অভিমানী বালক লিখেছেন : কলম আমাদের অস্ত্র,তাই কলম দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।
313440
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৭
আহমেদ ফিরোজ লিখেছেন : ধর্মভীরুদের বিরোধীতা না করলেতো বড় বড় বোতল খাওয়া যাবেনা। মোল্লারা আবার ফতোয়া দিয়ে বসবে বোতল খাওয়া হারাম!!!
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫০
254431
অভিমানী বালক লিখেছেন : Happy Happy Happy
313463
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৪
সজল আহমেদ লিখেছেন : আমার মনে হচ্ছে এর কারণ সরকার নয় এর কারণ "আল্লাহ্ পাক এর গজব" ।বাংলাদেশে আল্লাহ্'র সাথে বেয়াদবি বেশি বেশি হচ্ছে বিধায় স্বয়ং আল্লাহ্ পাক আমাদের উপর অখুশি হয়ে তাঁর পক্ষ থেকে লানত বর্ষন করছেন ।বাংলাদেশের পীর পূজারী আর নাস্তিকরা ,আল্লাহ্ পাক ও উনার দিন কে হেয় করছে আর দাড়ি টুপি ওয়ালার নীরব ভূমিকা পালন করছে ,তাঁরা কথায় কথায় নাস্তিক কুপোকাত করলেও একটা পীর পূজারীর বিরুদ্ধে আঙ্গুলটিও তুলেন না ,আর এ কারণেই আল্লাহ্ দাড়ি টুপি ওয়ালাদের উপর গজব নাজিল করছেন অন্যথায় তাঁদের পরীক্ষা করছেন ।
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
254466
অভিমানী বালক লিখেছেন : হতে পারে পরীক্ষা,কিন্তু সরকারের ভুমিকা সহনশীল থাকা উচিত।

তাঁরা কথায় কথায় নাস্তিক কুপোকাত করলেও একটা পীর পূজারীর বিরুদ্ধে আঙ্গুলটিও তুলেন না।
313573
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাটি মুমিন হতে গেলে তাগুতের পাক্কা কাফির হতে হবে!!!
১৬ মে ২০১৫ দুপুর ০১:০৪
261417
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খাটি মুমিন হতে গেলে তাগুতের পাক্কা কাফির হতে হবে!!! -prof.Golam Azam (Rh)..
320287
১৬ মে ২০১৫ রাত ০১:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ আপনাকে ।
১৬ মে ২০১৫ দুপুর ১২:৫২
261411
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ।
১৬ মে ২০১৫ দুপুর ০১:০২
261416
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্বাগতম,ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File