গনতন্ত্র কি পুনরুদ্ধার হয়েছে?????

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৫ এপ্রিল, ২০১৫, ০৫:৪৫:১৪ বিকাল

অনেক অনুকুল প্রতিকুল পরিবেশে ও দীর্ঘ ৯২ দিন অবস্তান করেছিলেন বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া।

কার্যালয় থেকে আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন,আন্দোলন হয়েছে ও বটে।

কিন্তু আন্দোলন কতটুকু সফল হয়েছে?

হায়েনা কবলিত গনতন্ত্র কি পুনরুদ্ধার করতে পেরেছেন?

আন্দোলন কি বিএনপি করেছে নাকি জামায়েত শিবির আন্দোলন করেছে?

বিএনপির বাঘা বাঘা নেতারা আত্নগোপনে থেকে থেকে হুমকি দামকি দিয়েছেন,কিন্তু এই হুমকি দামকি কি যথেষ্ট ছিলো?

আপোষহীন নেত্রী আপোষহীন ভাবেই থাকা উচিত ছিলো।

সিটি নির্বাচনের অংশগ্রহন,মামলার হাজিরা দেয়া,এগুলো তো ৯২ দিনের আন্দোলন ন্যাস্তে গেলো।

৯২ দিনে বিএনপি আন্দোলনে সক্রিয় হতে পারে নাই,আগামীতে কতটুকু সক্রিয় হবে সন্দেহাতীত।

তবু ও আমরা আশায় থাকবো গনতন্ত্র পুনরুদ্ধার হবেই হবে।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313085
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তবু ও আমরা আশায় থাকবো গনতন্ত্র পুনরুদ্ধার হবেই হবে।
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৯
254090
অভিমানী বালক লিখেছেন : আমাদের প্রত্যাশিত গনতন্ত্র যেন আবার ফিরে পাই সেই প্রার্থনা করি।
313141
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৬
হতভাগা লিখেছেন : গনতন্ত্র পূনরুদ্ধার হয়েছিল সেই ১৯৯০ এ । ২০১৪ তে এটাকে ডিরেইলড করতে চেয়েছিল কেউ কেউ । কিন্তু জননেত্রীর দৃঢ় পদক্ষেপে তা আর হয়ে ওঠে নি ।

এখন খালেদাকে কাশিম বাজারে পাঠালেই গনতন্ত্রের পথ মসৃন হবে।
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:১৬
254137
অভিমানী বালক লিখেছেন : Happy Happy Happy
313155
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : খালেদার একার উপর গণতন্ত্র পুনুরুদ্ধার করার দায়িত্ব ছেড়ে দিয়ে সবাই আত্মগোপনে চলে গেলে গণতন্ত্র নিশ্চয় হাতে সে ধরা দেবে না!
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৫
254151
অভিমানী বালক লিখেছেন : হ্যা সবাইকে এগিয়ে আসতে হবে,এবং ৯০ এর মত গনতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File