গনতন্ত্র কি পুনরুদ্ধার হয়েছে?????
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৫ এপ্রিল, ২০১৫, ০৫:৪৫:১৪ বিকাল
অনেক অনুকুল প্রতিকুল পরিবেশে ও দীর্ঘ ৯২ দিন অবস্তান করেছিলেন বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া।
কার্যালয় থেকে আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন,আন্দোলন হয়েছে ও বটে।
কিন্তু আন্দোলন কতটুকু সফল হয়েছে?
হায়েনা কবলিত গনতন্ত্র কি পুনরুদ্ধার করতে পেরেছেন?
আন্দোলন কি বিএনপি করেছে নাকি জামায়েত শিবির আন্দোলন করেছে?
বিএনপির বাঘা বাঘা নেতারা আত্নগোপনে থেকে থেকে হুমকি দামকি দিয়েছেন,কিন্তু এই হুমকি দামকি কি যথেষ্ট ছিলো?
আপোষহীন নেত্রী আপোষহীন ভাবেই থাকা উচিত ছিলো।
সিটি নির্বাচনের অংশগ্রহন,মামলার হাজিরা দেয়া,এগুলো তো ৯২ দিনের আন্দোলন ন্যাস্তে গেলো।
৯২ দিনে বিএনপি আন্দোলনে সক্রিয় হতে পারে নাই,আগামীতে কতটুকু সক্রিয় হবে সন্দেহাতীত।
তবু ও আমরা আশায় থাকবো গনতন্ত্র পুনরুদ্ধার হবেই হবে।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন খালেদাকে কাশিম বাজারে পাঠালেই গনতন্ত্রের পথ মসৃন হবে।
মন্তব্য করতে লগইন করুন