মাশরাফি এ দেশের মানুষের স্বপ্নস্বারথি।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৫ মার্চ, ২০১৫, ০১:২০:২৬ দুপুর

প্রিয় মাশরাফি,

আদর করে তোমাকে অনেকে মাশু বলে ডাকে,আমি ও তোমাকে মাশু বলে ডাকি। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে মাশু নামটি খুবই পরিচিত,১৬ কোটি মানুষের যেন রিদয়ের স্পন্দন। তোমাকে সবাই ভালবাসার কারন অনেক,যা হয়তো অন্য ক্রিকেটারের মধ্যে নেই।

সব কিছুর উর্ধ্বে তোমার ভিতরে যে দেশ প্রেম,তা ১৬ কোটি মানুষকে মুগ্ধ করে। তার দৃষ্টান্ত দেখিয়েছো ইংল্যান্ডের সাথে ম্যাচ জিতার পর সংবাদ সম্মেলনে লাল সবুজের পতাকা মাথায় বেধে।

নৈতিকতার সাথে দায়িত্ব পালন করেছে এবং বিজয়ে সবাইকে উল্লাসিত করেছো।

দুই পায়ে সাতটি অপারেশন নিয়ে ও দেশের জন্য বারংবার লড়ে যাচ্ছো।

ছোট্র শিশুকে হাসপাতালে রেখে দলের ডাকে দেশের স্বার্থে যে বিজয় এনে দিয়েছো তা আমরা ভুলার মত নয়।

এই জন্যই তোমাকে সবাই বলে-

মাশরাফি পৃথিবীর আর সব ক্রিকেটারের চেয়ে ব্যতিক্রম!

তিনি অনন্য, অসাধারণ।

এ দেশের মানুষের "স্বপ্নসারথি"।

সামনে আমাদের একটা কটিন ম্যাচ,অনেকে মনে করেন এই ম্যাচ আমাদের জন্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।কথা সেটা নয়,কথা হচ্ছে আমাদেরকে যারা অবহেলা করে তাদের মুখে থু থু দেয়ার সুযোগ্য সময় এইটা। এক দল থুথু খেয়ে বিদায় হয়ে গেছে,আশা করি এই দলকে ও থু থু দেয়ার মত শক্তি সাহস তুমি এবং তোমার দলের আছে।

আমরা ১৬ কোটি জনতা সেই কাংখিত জয়ের আশায় থাকলাম।

আর্জেন্টিনার ম্যারাডোনা, মেসি আছে,

ব্রাজিলের পেলে,নেইমার আছে,

ইন্ডিয়ার শচীন,ধনি আছে,

আমাদের মাশরাফি বাহিনী আছে এবং সাথে ১৬ কোটি জনতার শুভকামনা।

"এগিয়ে চলো বাঘের গর্জনে"

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309067
১৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:২০
250096
অভিমানী বালক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File