মা" কে মিস করছি।
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১১ মার্চ, ২০১৫, ০৫:৫৯:১৬ সকাল
আমি "মা" থেকে একটু বেশি শিক্ষীত হতে পারি,
কিন্তু জীবনের প্রথম বর্ণমালা মায়ের কাছ থেকে শিখা।
আমি "মা" থেকে বেশী সেলিব্রেটি হতে পারি,
কিন্তু সেলিব্রেটি হওয়ার মুল উৎস আমার মা।
আমি "মা" থেকে বেশি স্মার্ট হতে পারি,
কিন্তু স্মার্টনেসের সুত্র গুলা মায়ের কাছ থেকে নেয়া।
আমি দেশের প্রেসিডেন্ট হতে পারি,
কিন্তু মায়ের কাছে আমি সেই ছোট্র কচি খোকা।
পৃথিবীতে আমি কারো কাছে ঋনি নয়,
কিন্তু মায়ের কাছে আমি চির ঋনি।
"মা" আমার পৃথিবী-"মা" আমার জান্নাত।
"মা" আমার জীবনের অগ্রগতির প্রেরনা।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ মায়ের কাছে তার সন্তান কখনই বড় হয় না
সুন্দর পোস্ট - আল'হামদুলিল্লাহ
মন্তব্য করতে লগইন করুন