মা" কে মিস করছি।

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১১ মার্চ, ২০১৫, ০৫:৫৯:১৬ সকাল

আমি "মা" থেকে একটু বেশি শিক্ষীত হতে পারি,

কিন্তু জীবনের প্রথম বর্ণমালা মায়ের কাছ থেকে শিখা।

আমি "মা" থেকে বেশী সেলিব্রেটি হতে পারি,

কিন্তু সেলিব্রেটি হওয়ার মুল উৎস আমার মা।

আমি "মা" থেকে বেশি স্মার্ট হতে পারি,

কিন্তু স্মার্টনেসের সুত্র গুলা মায়ের কাছ থেকে নেয়া।

আমি দেশের প্রেসিডেন্ট হতে পারি,

কিন্তু মায়ের কাছে আমি সেই ছোট্র কচি খোকা।

পৃথিবীতে আমি কারো কাছে ঋনি নয়,

কিন্তু মায়ের কাছে আমি চির ঋনি।

"মা" আমার পৃথিবী-"মা" আমার জান্নাত।

"মা" আমার জীবনের অগ্রগতির প্রেরনা।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308322
১১ মার্চ ২০১৫ সকাল ১০:৫২
হতভাগা লিখেছেন :
আমি দেশের প্রেসিডেন্ট হতে পারি,

কিন্তু মায়ের কাছে আমি সেই ছোট্র কচি খোকা।


০ মায়ের কাছে তার সন্তান কখনই বড় হয় না

সুন্দর পোস্ট - আল'হামদুলিল্লাহ
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:১০
249371
অভিমানী বালক লিখেছেন : ধন্যবাদ।
308324
১১ মার্চ ২০১৫ সকাল ১১:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:১০
249372
অভিমানী বালক লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।
308369
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অভিমান মায়ের সাথে সবসময়ই করা যায় মা সেটা সহ্যও করেন। সত্যিই মা বড় অদ্ভুত এক সৃষ্টি
১১ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
249467
অভিমানী বালক লিখেছেন : হ্যা ভাই,মায়ের মত অদ্ভুত জিনিস পৃথিবীতে অদ্বিতীয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File