মিথ্যুক বাবা আমি

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৩২:৫৯ সকাল

জীবনে দিন দিন ব্যস্ততা বাড়তে থাকে আর সম্পর্কগুলো ফিকে হয়ে যায়।

স্বার্থপরের মত সবকিছুই হয়ে যায় আমিময়।

কিছু কিছু সম্পর্ক থাকে চির অটুট,যে সম্পর্ক কখন ও ছিন্ন হবার নয়।

হয়তো কিছুটা মান অভিমান থাকে।

মানুষের মনের গতি হয়তো মানুষ নিজের আয়ত্বে রাখা সম্ভব হয় না,তাই কারনে অকারনে মান অভিমান প্রকম্পিত হয়।

অভিমান শব্দের সাথে সবাই খুব পরিচিত থাকতে পারে না,যার সাথে যার ভালবাসার মাখা মাখি বেশী তার সাথে হয়তো মান অভিমানের প্রনয় বেশী।

মাঝে মাঝে অবাক হয়ে যাই-

যখন আমার এই ছোট্র মনি অভিমানের সুরে কথা বলে,

ফোনের ওই প্রান্ত থেকে যখন বলে কই আজ তুমি না আসার কথা?

মৃদু হেসে নতুন আরেকটি মিথ্যার আশ্রয় নিতে হয়,

তবু ও রেহাই পাওয়া যায় না,এটা ওটা দিয়ে প্রলোভিত করতে চাইলে সরাসরি নাকচ করে দিয়ে বলে আমার কিছু লাগবেনা,শুধু তুমি চলে এসো।

অমুকের বাবা তমুকের বাবা তাদের মা মনিকে কত আদর করে,কিন্তু আমার বাবা শুধু আমার সাথে মিথ্যা কথা বলে।

প্রতিদিনই তো তুমি বলো কাল আসবে কিন্তু তুমি আসনা,আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি।

নিজের অজান্তে চোখের জল কখন মাটিতে পড়ে টের পাইনা,সত্যিই তো আমি ওর সাথে মিথ্যা কথা বলি।

কিন্তু প্রবাস নামক কারাগার থেকে জামিন পাচ্ছি না,

কখন কবে জানি এই নিঃস্বঙ্গতার কারাগার থেকে মুক্তি পাবো রাব্বুল আলআমিন ভালোই জানেন।



বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305446
২১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৪
দ্য স্লেভ লিখেছেন : আপনা কষ্টে আমিও দু:খিত হলাম। আল্লাহ আপনার অবস্থার উন্নতি করুক,আপনার সহায় হোন
305508
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৫
আফরা লিখেছেন : ভাইয়া আপনি মিথ্যুক বাবা হবেন কেন আপনি বাস্তবতার কাছে এক অসহায় বাবা । আর ভাইয়া বাচ্চাদের সাথেও মিথ্যা বলতে হয় না ।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২৮
247936
অভিমানী বালক লিখেছেন : প্রবাস আমাকে অসহায় করেছে,প্রবাস নামক কাটা যেন টিক গলার মাঝখানে আটকে আছে,গিলতে পারছিনা আবার উগলে ফেলতে পারছিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File