যে টি এস সি তে বাঁধনের থ্রীপিস খুলে যায়, সেখানে ভারত হারায় জয়োল্লাস

লিখেছেন লিখেছেন যুথী ২৬ মার্চ, ২০১৫, ০৬:৪৪:৫১ সন্ধ্যা



কেন? বুঝিনা আমি। টি এস সি এমন এক মোক্বাম যেখানে ছাত্র শিক্ষক দের মিলন মেলা। কিন্তু এখানে যতবার গেছি দৈহিক মিলনের দৃশ্য ই বেশি দেখেছি। ওপাশের রমনার রম রমা, তার গভীরে সোহরাওয়ার্দির ঝোপ জংগল। রেস কোর্সের স্বাধীনতার টেবিলের যায়গা গুলোতে আ উঁ।



শাহবাগীদের উত্তাল, তুই রাজাকারের সাথে শিৎকার ধ্বনি, বংগবন্ধু হাশপাতালের টয়লেট গুলোর হাল হকিকত। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম মনে হত গোটা জাতি এক অক্ষম যৌন নেশায় কাতর।

যুদ্ধ যুদ্ধ জসীম উদ্দীন, সূর্যসেন, কিংবা বংগ বন্ধু হল, ঢাকা ক্যাম্পাস, বাংলা একাডেমির চত্তর ও বটবৃক্ষ, মধুর কেন্টিনে বল্গাহীন বক্তব্য চর্চা, এবং বন্যা আপার স্বামীর নিহতের স্পট সব সব গুলো যেন একটা জাহান্নামের আগুনের ছোট বড় গহ্বর, যার থেকে রক্তের ঝর্নারা এগিয়ে যাচ্ছে।



অপরাজেয় বাংলা, শহীদমিনার, স্মৃতি সৌধরা আজ জাতির ললাটে লাত মানাত, উজ্জাহ কিংবা উদ্দ ইয়াগুস বা নাসর হয়ে নূহের প্লাবনের জন্য জাপানি সুনামির অপেক্ষা করছে।



যে ভারত টাকা দিয়ে এখানে শাহবাগী মন্চ তৈরি করলো, সেই যায়গা থেকে ভারত হেরে যাওয়ায় উল্লাস করা হয়।

কী এক কন্ট্রাডিকশান ও কত বড় সেলফ কন্ফিলিক্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি..... হে বাংলা

বিষয়: বিবিধ

১৪৪১৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311230
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
বাকপ্রবাস লিখেছেন : চরম
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
252287
যুথী লিখেছেন : ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু কবিতায় মন্তব্য করলে খুশি হতাম। আপনার কবিতা খুব ভালো লাগে
২৬ মার্চ ২০১৫ রাত ০৯:৪৪
252325
বাকপ্রবাস লিখেছেন : টিএসি চত্বরে
দিনে বা রাত্তিরে
যখনই যাই
হায় হায়,
শরমে মরে যায়
চলে কাম রত্তি রে!
++++++++++++++++++++++++++
শাহবাগের গানে
পরান টানে
যাদের,
গাজার নেশা
যৌন পেশা
তাদের।
++++++++++++++++++++++++
সাবধনা সাবধান
মুমিন সাবধান
এটুকুন আবদার,
যাবার আগে
সে পথে
ভাবুন বার বার।
২৬ মার্চ ২০১৫ রাত ০৯:৪৫
252326
যুথী লিখেছেন : এইটাই চেয়েছিলাম। থ্যাংক য়্যু
২৬ মার্চ ২০১৫ রাত ১০:০৬
252329
বাকপ্রবাস লিখেছেন : ঘুম ছিলাম উঠে দেখি আপনার কমেন্ট, চা খেতে খেতে ছড়রররররররররররররররা
২৬ মার্চ ২০১৫ রাত ১১:৫৩
252354
ছালসাবিল লিখেছেন : "চলে কাম রত্তি রে!"
ভাইয়া কাম রত্তি মানে কি?
২৭ মার্চ ২০১৫ রাত ০১:১০
252377
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue বড় হও তবে
সব জানা যাবে
311236
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
হতভাগা লিখেছেন : ভারত এখন কাউকে খেলে হারানোর মানসিকতা হারিয়েছে ।
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
252289
যুথী লিখেছেন : হুমম, তবে আমাদের সাথে তিনারা তো খেলেন না
311238
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এগুলা বুঝবেন না। পলিটিক্স
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
252290
যুথী লিখেছেন : তাই, ভাইয়া। পলিটিক্স তাই নাই বা গেলাম
311239
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
নূর আল আমিন লিখেছেন : আমরা আরো অনেক গভীরে পতিত হবো
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
252291
যুথী লিখেছেন : আল্লাহ আমাদের উদ্ধার করুন। জাজ্জাকাললাহু, ভাইয়া
311240
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
আবু জান্নাত লিখেছেন : জাতির সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ বিদ্যালয়ের যদি এই অবস্থা হয় তাহলে সেই হতভাগা জাতি কেমন সভ্য ভেবেদেখার সময় এসেছে।
অপরাজেয় বাংলা, শহীদমিনার, স্মৃতি সৌধরা আজ জাতির ললাটে লাত মানাত, উজ্জাহ কিংবা উদ্দ ইয়াগুস বা নাসর হয়ে নূহের প্লাবনের জন্য জাপানি সুনামির অপেক্ষা করছে।
একদম সত্য কথা। অনেক ধন্যবাদ আপু।
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:২২
252296
যুথী লিখেছেন : জাজ্জাকাললাহু খায়রুন আবু জান্নাতভাইয়া। আপনার মন্তব্য আমার লেখার চেয়েও সুন্দর হয়েছে
311243
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:২৬
শেখের পোলা লিখেছেন : বন্ধুত্বে কি তবে ফাটল ধরল? ওদের জন্য জেলের ব্যবস্থা হতে পারে৷
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩০
252298
যুথী লিখেছেন : হতে পারে ভাইয়া। তবে একদিন আসবে ভারতের বিরুদ্ধে এরাই ক্ষেপবে বেশি। জাজ্জাকাললাহু খায়রুন
311260
২৬ মার্চ ২০১৫ রাত ১১:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যদিও আমাদের সমাজের লজ্জার কদর কমে গেছ!


ছি ছি ছি ছি ছি ছি ছি
২৭ মার্চ ২০১৫ সকাল ০৫:২০
252391
যুথী লিখেছেন : ছি ছি ছি ছি ছি ছি ছি
311293
২৭ মার্চ ২০১৫ রাত ০২:৩৪
বড়মামা লিখেছেন : ছি ছি ছি ।
২৭ মার্চ ২০১৫ সকাল ০৫:২০
252392
যুথী লিখেছেন : ছি ছি ছি ছি ছি ছি ছি
311869
৩০ মার্চ ২০১৫ রাত ০৮:০২
মুসা বিন মোস্তফা লিখেছেন : ছিঃ এসব কি কথা । আমি আন্ডার ১৮ Smug Smug Smug
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:০২
253142
যুথী লিখেছেন : আচছা
১০
311997
৩১ মার্চ ২০১৫ দুপুর ০১:১৩
সত্য নির্বাক কেন লিখেছেন : মাত্র কটা লাইন !! তবে চরম বাস্তব ।। অদ্ভুদ গাঁদার পিটে চলছে স্বদেশ.................
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:০২
253143
যুথী লিখেছেন : থ্যাংক য়্যু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File