হ্যাপি কে না জানলে বুঝতাম না কেন নারীরা বেশি সংখ্যক দোযখে যাবে

লিখেছেন লিখেছেন যুথী ১১ মার্চ, ২০১৫, ১০:৩৩:১৭ রাত



আমি জীবনে কত প্রোপজ পেয়েছি গননা করে শেষ করা যাবেনা। আত্মীয়রা তো আছেই, পাড়া প্রতিবেশীরা তো ছিলোই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমন কি এখনো। শত শত। কিন্তু নোংরামির কথা মনে উঠলেই গা ঘিন ঘিন করে উঠতো।

আবু সুফিয়ান (রা) এর স্ত্রী হিন্দ কী না করেছেন। যখন ইসলাম গ্রহনের সময় আমাদের নবী (স) বললেন: তোমরা যেনা করবে না। হিন্দ বললেন: ইয়া রাসূলাল্লাহ, স্বাধীন মেয়েরা কি ব্যাভিচার করে?

তার এই প্রশ্ন আসলে অবান্তর নয়। লক্ষ লক্ষ নারী আছে যারা দ্বীন মানুক আর না মানুক, ব্যাভিচার করা চিন্তাই করতে পারেনা।

অথচ এই হ্যাপি, কদিনের মেয়ে অথচ জীবন যার ব্যাভিচার করেই কাটছে, সেই আজ ও স্ট্যাটাস দেয়; নিজকে পবিত্র মনে করে।

আমি মনে করি রুবেল পুরুষ মানুষ। যুবক মানুষ হাতের কাছে কিছু ফাও পেলে ভোগ করবেনা, সেই রকম পুরুষ হতে গেলে ইউসুফ (আ) এর মত ঈমান লাগে। আর সেই যুবক হওয়ার পথ গুলো বন্ধ করছে আমাদের উচ্চ শিক্ষার উঁচু দেয়াল গুলো।

আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লকলকে চোখ, শুনেছি ধর্মহীন শিক্ষাংগনে শিক্ষা দেয়ার নামে সেক্সের অদরকারী আলোচনার রগরগে কথা। দেখেছি বল্গাহীন সতীর্থদের ছাত্র হল গুলোতে যাওয়ার ছেনালি প্রতিযোগিতা। আমাদের হলেও বোরকা পরা ছেলে ঢুকেছে কয়েকবার, সেও কিছু রাজনীতির মধুমক্ষিকার কারণে।

আসলে অনেকদিন ধরে চিন্তা করছিলাম, আমাদের নবী (সা) কেন স্বচক্ষে জাহান্নামের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি দেখলেন?

আসলে মেয়েরা বড়ই অবলা, এবং বড়ই ভালনারেবল........ কাঁচের মত

বিষয়: বিবিধ

১৬৫১০ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308401
১১ মার্চ ২০১৫ রাত ১০:৩৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : পিলাচ।
১২ মার্চ ২০১৫ রাত ১২:৫৬
249488
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।
308403
১১ মার্চ ২০১৫ রাত ১০:৪১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বাব্বা আপনার চেহারা তো মাশাল্লাহ অনেক সুন্দর তাহলে। এত্তগুলা প্রপোজ তো অসুন্দরীরা পায় না। Love Struck
১১ মার্চ ২০১৫ রাত ১১:২৪
249478
সজল আহমেদ লিখেছেন : ঐ কার চিহারা নিয়া ঠাট্টা করছত ?
১২ মার্চ ২০১৫ রাত ১২:৫৬
249489
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।
308404
১১ মার্চ ২০১৫ রাত ১০:৪২
পললব লিখেছেন : এই জন্য কি বুঝি স্বাভাবিক বাচ্চা প্রসবের সময় ছেলে সন্তান উবুড় আর মেয়ে সন্তান চিত্‌ হয়ে জন্মায়!
১২ মার্চ ২০১৫ রাত ১২:৫৭
249490
যুথী লিখেছেন : জানতাম না
308405
১১ মার্চ ২০১৫ রাত ১০:৪৫
আবু জান্নাত লিখেছেন : খুব ভালো একটি বিষয় লিখলেন, সাথে নিজের কিছু বৃত্তান্তও লিখলেন। ধন্যবাদ।
১২ মার্চ ২০১৫ রাত ১২:৫৭
249491
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।
308408
১১ মার্চ ২০১৫ রাত ১১:১১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলে কি যে মন্তব্য করব বুঝতেই পারছিনা। স্কুল-কলেজ-ভার্সিটিতে হাজারো নোংরামি দেখে বড় হয়েছি। পড়েছি প্রাইভেট ইউনিভার্সিটিতে তাই আমাদের অভিজ্ঞতা আরো বেশি জঘন্য। মেয়েদেরকে মনে হত পঙ্গপালের মত। পঙ্গপাল যেমন আগুন দেখলেই আনন্দে আত্বহারা হয়ে ওঠে, আগুন দেখে তার পাশে জড় হয়। আগুনে ঝাপ দিলে পুড়ে মারা যাবে এটা বুঝেও ঝাপ দেয় আর পুড়েই মারা যায়। মেয়েদেরকেও এমন মনে হত। চারিদিকে এত নোংরামি হচ্ছে তবুও তারা না দেখার ভান করে। বয়ফ্রেন্ড, প্রেম ইত্যাদি নিয়ে নানান রঙ্গিন স্বপ্ন দেখে। বয়ফ্রেন্ডের দুটো ফেক ভালবাসার কথায় নিজের সব উজাড় করে দেয় কিন্তু বয়ফ্রেন্ড যখন তাকে ব্যাবহারের পর রাস্তায় ছুড়ে ফেলে দেয় বা বারবার ব্লাকমেইল করে তখন তার মোহ ভাঙ্গে। কিন্তু করার কিছুই থাকেনা। অধিকাংশ মেয়েই ঘটনা চেপে যায়, বেশি ইমোশোনাল টাইপ মেয়েরা হয়ত আত্বহত্যার পথ বেছে নেয়। আর বয়ফ্রেন্ডদের কাছে গার্লফ্রেন্ড মানে হচ্ছে দোকান থেকে কেনা সদ্য আইসক্রিম। দেরী করলে গলে যাবে, বেশি দেরী হয়ে গেলে আইসক্রিমটাই পানি হয়ে যাবে টাকাটাই লস। তাই বয়ফ্রেন্ডরা এত মিথ্যে কথা, ঠকবাজি, মোবাইলের টাকা, সময় ব্যায় করে যে মেয়েকে পটিয়েছে তাকে সহজে হাতছাড়া করতে চাইবে কেন? দুটো মিথ্যা ভালবাসার কথা বললে গার্লফ্রেন্ড যখন যে কোন কাজে রাজি হয়ে যায় তখন সে এই সুযোগ মিস করতে চাইবে কেন? আমার ক্লাসমেট একটা মেয়েকে আমি কিছুদিন আগে আমি বাঁচিয়েছি। বয়ফ্রেন্ড যাকে ব্লাকমেইল করে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ সময়মত ও আমার কাছে সব বলেছিল তাই আলহামদুলিল্লাহ ওকে সময়মত সাহায্য করতে পেরেছিলাম। আপু আপনার কথা ঠিক ঈমানদার না হলে একটা ছেলের পক্ষে সৎ থাকা কঠিন। কিন্তু এই সৎ থাকতে গিয়ে যে আমাদের কি পরিমাণ চড়া মূল্য দিতে হয় সেটা না হয় নাই বললাম।
১২ মার্চ ২০১৫ রাত ১২:৫৮
249493
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া, ঠিক বলেছেন
১২ মার্চ ২০১৫ সকাল ০৯:২৬
249514
হতভাগা লিখেছেন : বুঝা গেছে , শিবিরের পোলাপান ছাড়া ঈমানদার পোলাপান পাওয়া সম্ভব না ।
১২ মার্চ ২০১৫ সকাল ১০:১০
249525
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হতভাগা আজাইড়া পেচাল পারবেননা। আমি কোনদিন শিবিরের সমর্থক ছিলাম না। শিবির যেটার প্রচার করে সেটা হচ্ছে মডারেট ইসলামিক মুভমেন্ট সেটার সাথে আমাদের সবসময়ই আদর্শিক দ্বন্দ ছিল, আছে। কারণ সেটি তৈরী করা হয়েছিলই মুসলিমদের বিভক্ত করার জন্য, ইসলাম নিয়ে ধুম্রজাল তৈরী করার জন্য। জামাত-শিবির তত্ত্বের প্রতি আমার কোন সমর্থন নেই। তবে যারা মনে করছেন জামাতের জন্য করা মানেই ইসলামের জন্য করা তাদের জন্য খারাপ লাগে কারণ তারা জামাতকে ভালবাসে ইসলামের জন্য। আজ যদি আওয়ামী লীগও ইসলামের প্রতি অনুরক্ত হত তবে হয়ত তারা এর প্রতিও ভালবাসা দেখাত। ইসলামের ভিত্তি খেলাফত গনতন্ত্র না। আপনি কখনো দেখেছেন আমি শিবির রিলেটেড কোন লেখায় কমেন্ট করি??
308422
১১ মার্চ ২০১৫ রাত ১১:৫০
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
১২ মার্চ ২০১৫ রাত ১২:৫৯
249494
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।
308428
১২ মার্চ ২০১৫ রাত ০১:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এত জন পড়লো কেমনে? ভিজিটর ৩শও নেই.....!
১২ মার্চ ২০১৫ রাত ০১:৪৪
249498
যুথী লিখেছেন : প্রশ্ন আমারো। আমার লেখা কখনো ৪০০ এর উপর যায়না। এটা এতো পড়লো কারা। মন্তব্য ও কম। আশ্চর্য বটে।
308432
১২ মার্চ ২০১৫ রাত ০১:২৬
ধ্রুব নীল লিখেছেন : হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
[সূরা আল ইমরান:১০২]
১২ মার্চ ২০১৫ রাত ০১:৪৪
249499
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।
308440
১২ মার্চ ২০১৫ রাত ০৩:১০
সিটিজি৪বিডি লিখেছেন : মিডিয়া এই হ্যাপীকে নিয়ে বেশী মাতামাতি করছে
১২ মার্চ ২০১৫ রাত ০৪:৩৮
249507
যুথী লিখেছেন : ভাইয়া সবাই মেয়েদের নিয়েই মাতামাতি করে, তাও যদি হয় হ্যাপির মট সুন্দরী এবং 'ফাও'
অনেক ধন্যবাদ
১০
308446
১২ মার্চ ২০১৫ সকাল ০৬:৫১
অভিমানী বালক লিখেছেন : লেখাটি হ্যাপী & রুবেলকে নিয়ে তাই ৪০০ উপরে পাটিত হয়েছে,টিক তেমনি রুবেলের নাম অনেকে জানতোনা,শুধু হ্যাপীর কারনে রুবেলকে এখন অনেকে চিনে।
আমি মনে করি হ্যাপীর এমন আচরনের জন্য রুবেল আরো বেশী সেলিব্রেটি হয়েছে,টিক তেমনি হ্যাপীকে মানুষজন অকথ্য ভাষায় গালিগালাজ করার সুযোগ পেয়েছে।
১২ মার্চ ২০১৫ সকাল ০৯:২৪
249513
হতভাগা লিখেছেন : হ্যাপীর ঘটনার আগে রুবেলের হ্যাট্রিক ছিল সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে ।

http://stats.espncricinfo.com/ci/content/records/263626.html

বরং হ্যাপীই রুবেলের সাথ নিজেকে জড়িয়ে কথা বলে কিছুটা নাম জানাতে পেড়েছে । ফলে ফিল্ম পাড়ার লোকেরা জানতে শুরু করেছে যে হ্যাপী নামে তাদের এখানে একজন নায়িকা ধরনের কিছু একটা আছে।
১২ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৩
249570
যুথী লিখেছেন : ঠিক বলেছেন হতভাগা ভাইয়া
১১
308457
১২ মার্চ ২০১৫ সকাল ০৯:২৫
হতভাগা লিখেছেন : আপনি কি হ্যাপীর চেয়েও সুন্দরী ছিলেন !
১২ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৩
249571
যুথী লিখেছেন : না। মোটেই না
১২
308473
১২ মার্চ ২০১৫ দুপুর ১২:১৮
ইয়াফি লিখেছেন : শিরোনামের সাথে বর্ণনার কোন মিল পাচ্ছিনা! এখানে যে হাদীসের উদ্ধৃতি দিলেন তার ব্যাখ্যায় বললেন স্বাধীন মেয়েরা ব্যভিচার করতে পারেনা। তার মানে ব্যভিচারে মেয়েদের বাধ্য বা প্রলুব্ধ করা হয়। আমি সহমত পোষণ করছি। আবার শেষে গিয়ে বললেন মেয়েরা বড়ই অবলা, অরক্ষিত। অর্থাত তারা অসহায়, তাদেরকে সহজে পটানো যায়। কিন্তু শিরোনামটা এমনভাবে দিলেন সব দোষ মেয়েটির! কোন অজুহাত ব্যতিরেকে মেয়েরা অবশ্যই তাদের সংরক্ষণ করবে। যেটি করতে মেয়েটি ব্যর্থ হলে এটি তার অমার্জণীয় অপরাধ। কিন্তু নামকরা ক্রিকেটার বা অন্যকোন পুরুষেরতোও অলংঘণীয় দায়িত্ব আছে ব্যভিচার থেকে বহুদুরে থাকা। মেয়েটি অবমাননাকর পথে কেন গেল তারজন্য আমাদের সমাজ-পারিপার্শ্বিকতাও দায়ী। যে সমাজে মেয়ে-বিবাহ একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে! আগেই বলেছি মেয়েরা তাদের সংরক্ষণে কোন অজূহাত দেখাতে পারবেনা। তাহলে সমাজ-পারিপার্শ্বিকতার অন্যায় অনুশীলনের জন্য আমরা সমাজের সবাই দায়ী হব!
১২ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৭
249572
যুথী লিখেছেন : আমার লেখা ও আপনার লেখা একযায়গায় নিয়ে পড়লে ভাষার তারতম্য ছাড়া আর কোন পার্থক্য নেই। আমি আপনার কথার সাথে ১০০% এক মত। মেয়েটিকে একটু বেশি দোষ দিয়েছি, কারণ আমি বুঝি হ্যাপি নিজকে কিভাবে বাঁচাতে পারতো। এত সস্তা হতে নেই মেয়েদের। আপনাকে ধন্যবাদ
১৩
308658
১৩ মার্চ ২০১৫ সকাল ০৯:৫০
আহমদ মুসা লিখেছেন : যুবক মানুষ হাতের কাছে কিছু ফাও পেলে ভোগ করবেনা, সেই রকম পুরুষ হতে গেলে ইউসুফ (আ) এর মত ঈমান লাগে। আর সেই যুবক হওয়ার পথ গুলো বন্ধ করছে আমাদের উচ্চ শিক্ষার উঁচু দেয়াল গুলো।
খুবই সুন্দর কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৫
249691
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া। উৎসাহ দিয়েছেন, অনেক ভালো লাগচে
১৪
308756
১৪ মার্চ ২০১৫ রাত ০১:০৮
আবু জারীর লিখেছেন : তখন আমি দশম শ্রেণীর ছার। চারজন ছাত্রী সহপাঠিনীদের সাথে এক স্যারের কাছে কিছুদিন ব্যাচে পড়তাম। বৃষ্টির কারণে স্যার আসতে দেরী করায় আমরা গল্প করছিলাম। কথা প্রসঙ্গে বললাম স্যার খুব ভালো তাই না?

চারজনের মধ্যে একজন ছিল বিবাহিতা। সে বলেফেলল, 'আমাদের মত মেয়ে হলে বুঝতি কে কত ভাল'?

অনেককেই ছাত্র জীবনে ভালোলেগেছিল কিন্তু সাহস করে কাউকে কোনদিন মুখ খুলে বলতে পারিনি। ডজন খানেক প্রস্তাবও পেয়েছিলাম কিন্তু জবাব দেয়ার হিম্মত হয়নি।

সেজন্যই কিনা জানিনা তবে আমার বৌর ভাষায় আমি বোকা।

যদি একটা কঠিন সিদ্ধান্ত নেয়া যায় যে ও পথে পা বাড়াবনা তাহলে হাতের কাছে ফাও কিছু পেলেও হাত না বাড়িয়ে দৃঢ় থাকা যায়।
ধন্যবাদ।
১৪ মার্চ ২০১৫ রাত ০৪:৩৮
249783
যুথী লিখেছেন : ঠিক তাই ভাইয়া। ওটা সিদ্ধান্তের ব্যাপার। ঈমান ও দৃঢ়তা থাকলে আল্লাহ সাহায্য করেন। আপনারা বোকা ছিলেন বলেই কিন্তু বৌদের কাছে অনেক ভালো রেসপন্স পান। আমার জন কে আমি অনেক বোকা মনে করি, আর তার সেক্স জীবনের বোকামি ই আমার গর্বের বিষয়।
১৫
308860
১৪ মার্চ ২০১৫ দুপুর ০২:৪২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুব ভালো হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামের শিক্ষা আরো ব্যাপকভাবে থাকা উচিত।
১৫ মার্চ ২০১৫ রাত ০৪:৫২
249973
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া
১৬
309061
১৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:১০
একটি সকাল লিখেছেন : আপনি বলেছেন
"যুবক মানুষ হাতের কাছে কিছু ফাও পেলে ভোগ করবেনা, সেই রকম পুরুষ হতে গেলে ইউসুফ (আ) এর মত ঈমান লাগে। আর সেই যুবক হওয়ার পথ গুলো বন্ধ করছে আমাদের উচ্চ শিক্ষার উঁচু দেয়াল গুলো"
একদম হাচা কথা। পিলাচ দিলাম।
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:০৩
250088
যুথী লিখেছেন : খুব খুশি হলাম, ভাইয়া
১৭
309083
১৫ মার্চ ২০১৫ বিকাল ০৫:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

খুব ভালো লিখেছেন, জাযাকিল্লাহ..
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:০৪
250089
যুথী লিখেছেন : আপনাকেও জাযাকুমুল্লাহ খইর। ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File