বাংলাদেশে অভিজিত দের বড় দরকার

লিখেছেন লিখেছেন যুথী ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৬:২৮ রাত



অভিজিতদা কে মারা হলো। খুব কষ্ট পেলাম। যার কারণে আজ বাংলাদেশ থমকে গেছে, আমেরিকা উচ্চকণ্ঠ হয়েছে, দেশের মানুষ চিৎকার করে কানতেছে, এবং কি হিন্দু, কি মুসলিম, কি নর্তকী অথবা গায়ক সবাই একক কণ্ঠে জামাত শিবির আনাসার বাংলা৭ এবং সমস্ত ইসলাম পন্থীদের তুলো ধোনা করলো। কয়েকদিন এই ভাবে যাবে। সবাই মিলে ইসলামের বারো বাজাবে। এই ব্লগে হরিণী নামের এক ব্লগার দিদি আমাদের নবী কেও দোষ দিলো। খুব খারাপ লাগছে।

শাহবাগের ইমরান ভাই মাঠে নেমেছেন, আরাফাত রা গলায় জোর দিয়েছেন, রুবাইয়াত রা শিৎকার করে উঠেছেন। অভিজিতের রক্ত তার বৃথা যেতে দেবেনা। মিছিলে মিছিলে ঢাকা নগরী দেখলো আজ, ইসলামের প্রকাশ্য শত্রুতা করা হচ্ছে, লিফলেটে লিফলেটে আজ ইসলামের বিরুদ্ধে কত কথা। যারা মিছিল বের করেছে তারা ৭৪% একটা মাইনারিটি ধর্মের, বাকীরা ধর্ম মানেনা। অভিজিতের হত্যা নয় এটা, এটা ইসলামের বিরোধিতা কারীদের বাইরে বের হবার একটা সুযোগ মাত্র।

এই হত্যা কান্ডে ইসলাম ও ইসলামপন্থীদের কোন লাভ হয়নি। লাভ হয়নি তাসলিমা নাসরীনেরও। আপা এতদিন খেলারাম খেলে যা দের চরিত্রে কলংক দিতো। রুদ্র শহীদের ‘নুনু’র সেফলিস দেখে বেড়াতো। আজ সে সবাই কে বলে দিয়েছে তাকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আন্দোলন যেন না করা হয়। তিনি আর দেশে ফিরতে চান না। এতদিন আনন্দে ছিলেন, ভাবতে ছিলেন হয়ত দেশে ফিরবেন। কারণ হাজার হাজার হুজুর আজ জেলে। শিবির জামাতের অনেক কে মেরে খতম করা হয়েছে। তাকে বিয়ে করতে চাওয়া নুরু মাওলানারা ধ্বজভংগ হয়ে গেছেন। কিন্তু অভিজিত মারা যাওয়ার আপাও আর বাংলাদেশে আসবে না বলে দিয়েছে। আহারে, তাসলিমা নাসরীন শুন্য বাংলাদেশ আর মোটেই ভালো লাগেনা। দুঃখে আমার দূর্বা ঘাষে দড়ী দিয়ে গলায় ফাঁস দিতে মনে চাচ্ছে।

অভিজিত তুমি চলে গেছো ভাই, আমার ধর্মের বোন বন্যার কী হবে, ওরে তো কেও বিয়ে করবেনা। হিন্দুরা তো নয় ই, বিধবা বিয়ে জায়েয নেই, মুসলিম রা তো নয় ই, হিন্দুর এঁটো কে আর খাবে।

আজ আমার দুখের সীমা নেই। আল্লাহ তোমাকে যোগ্যস্থান দান করুন।

বিষয়: বিবিধ

১৭৩৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306449
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫৬
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : অভিজিত তুমি চলে গেছো ভাই, আমার ধর্মের বোন বন্যার কী হবে, ওরে তো কেও বিয়ে করবেনা। হিন্দুরা তো নয় ই, বিধবা বিয়ে জায়েয নেই, মুসলিম রা তো নয় ই, হিন্দুর এঁটো কে আর খাবে।

নবী পত্নী'দের যে করুন দশা হয়েছে, তাই ঘটবে বন্যা আপার কপালে।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০১
248012
যুথী লিখেছেন : নবী পত্নীদের মত হবে? হলে তো ভালো, চিন্তা রইলোনা। অত সম্মান ও প্রতিপত্তি আর কোন স্ত্রীরা কি পেয়েছেন দুনিয়াতে। কী বিষ মনে নিয়ে ঘুমায়তাছেন আপা
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:১১
248013
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : মূর্খ নবীর একগাদা মূর্খ বিবির তুলনায় সভ্য, ভব্য, বিজ্ঞান মনস্ক, সুশিক্ষিতা অভিজিৎ পত্নির মর্যাদা কম কিসে?
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২৬
248014
আকবার১ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী,মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২৭
248015
আকবার১ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী,মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১০
248027
বেআক্কেল লিখেছেন : অভিজিত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে মরেছে, এইখানে হিন্দু-মুসলিম বইলা গান গাওনের কি দরকার আছে? আজরাইলে মারিলে না হয় মুসলমানের কথা আসিত, অপদেবতায় মারিলে হিন্দুর কথা আসিত। তিনি আধৃনিক যুগের চাপাতি দিয়া কোপ খাইয়া বিজ্ঞানসম্মত পন্থায় মইরাছেন।

আমনের কথায় নতুন তথ্য পাইলাম, আমনের সেই বণ্যা আফা মানে বন্যা নামে যে ব্লগার এইহানে ইসলাম ধর্ম লইয়া আজে-বাজে লিখিত, বন্যা আপারা হাত ধইরা আমনেরা ব্লগে লেখা লেখি শিখছেন, সেই বন্যা আপা হইল অভিজিতের স্ত্রী। যাউকগ্যা বেটা কোপ খাইয়া মইরা বাকিদের পরিচিতিটা দিয়া গেল।

আর বন্যারে কেউ বিয়ে করিবনা এই কথাডা আমনেরে কেডা কইল, মাথার চামড়া ছিড়া কাউরে পাইলে আমনের বন্যা আফা তার পিছন ছাড়িবেনা, হেই কথাডা তারে জানাই দিয়েন।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৯
248066
যুথী লিখেছেন : এই নাস্তিক গুলো এত বড় বাজে, যুক্তিতে না পারলে এরা নবী রাসুল আল্লাহ ই হলো এদের কথা। মনে হয় কুকুরের মত ঘেউ ঘেউ শব্দ টাই এরা শুধু জানে। আর কিছুই এদের জানা নেই। এই জন্য ছুরি ই হয় এদের একমাত্র জবাব।
306471
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২১
বাঙালীর কান্না লিখেছেন : ...i've nothing to say
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৯
248067
যুথী লিখেছেন : থ্যাংক য়্যু
306474
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪১
একটি সকাল লিখেছেন :
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০০
248068
যুথী লিখেছেন : গ্রেইট আইডিয়া
306480
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৬
তুষার শুভ্র লিখেছেন : অভিজিৎ রায় মরছে। আমার ধারণা এটা সরকারের কোন এজেন্সির কাজ। এই মুহূর্তে অভিজিৎকে মারার ফায়দা অনেক। ভারত ও পশ্চিমাদের বুঝানো হবে দেশ মৌলবাদীতে ভরে গেছে। আর মৌলবাদ দমনে আওয়ামীলীগ ক্ষমতায় থাকা দরকার। কারণ এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বিচলিত। তারাও চাচ্ছে না বর্তমান সরকার ক্ষমতায় থাক। আমার মনে হয় অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সাথে কোন ইসলামপন্থী জড়িত নয়।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১১
248028
বেআক্কেল লিখেছেন : অভিজিত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে মরেছে। তিনি আধৃনিক যুগের চাপাতি দিয়া কোপ খাইয়া বিজ্ঞানসম্মত পন্থায় মইরাছেন। এইভাবে মরিবার জন্য তিনি অবিরত লিখায় গিয়াছেন অবশেষে ফলাফল পাইছেন।

২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০২
248069
যুথী লিখেছেন : ইসলাম পন্থীরা মারতে যাবে কেন? তাও আবার ওখানে যেয়ে মারবে কেন। ছাত্রলীগ ও নাস্তিক দের অভয়ারণ্যে ইসলাম পন্থীরা যায় কেমনে
306484
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৪
মাটিরলাঠি লিখেছেন :
To Kill is a sin, killing at the right time is called Politics. Now who will be the beneficiary of this killing?

২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৩
248070
যুথী লিখেছেন : obviously government and anit-Islamic forces. Above all India..... ovojit is an indian paid worker
306492
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩২
ব্যাসদেব লিখেছেন : অভিজিত বাবুকে ধর্মিয় ভাবে বলীদান করে অমর করা হয়েছে। তাই সরকারকে অনেক ধন্যবাদ। যে সব মুছলমানদের শূদ্রায়ন করা হয়ছে তাদের কান্নার বন্যায় অভিজিত মিনার করে পুজা করা হবে। জয় বাংলা।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৪
248071
যুথী লিখেছেন : জয়বাংলা!! জয় ব্যাসদেব
306543
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
আবু জারীর লিখেছেন : গত বই মেলার সময় চেতনাবাজদের চেতনা যখন ফুরিয়ে আসছিল তখন থাবা বাবার রক্তের কোরামিনে তা কিছুটা চাঙ্গা হয়েছিল, এবার যখন কোন কোরামিনেই কাজ হচ্ছিলনা তখন অভিজিৎ কোরামিন দেয়া হল। দেখা যাক, এতে কোন কাজ হয় কি না? তবে দুঃখ হয় অভিজিৎদের জন্য ওরা বারবার নরবলি হয় কিন্তু যারা বলি করে তাদের স্বরুপ জানলেও প্রকাশ করতে পারেনা!
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৫
248073
যুথী লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া, জাযাকুমুল্লাহ খায়রান
308867
১৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৫
মন্জুরুল ইসলাম লিখেছেন : রাতারাতি খ্যাতি পাওয়ার কুখ্যাত ফর্মূলা হল ধর্ম নিয়া গালাগালি করা। আবার এই ফর্মূলার নাম রাখছে মুক্তমনা... যুক্তি দিয়া পারে না তাই ধর্ম নিয়া টানাটানি করে।
১৫ মার্চ ২০১৫ রাত ০৪:৫৪
249974
যুথী লিখেছেন : তাই, ঠিক বলেছেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File