তারেক জিয়া কি গন্ডো মূর্খ, নাকি তিনি রাজনীতি জানেননা? এখন বোঝ আওয়ামীরা!!

লিখেছেন লিখেছেন যুথী ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৪১:২৬ দুপুর



হঠাৎ করে তারেক ভাইয়া লন্ডনে বসে বোম ফাটাননি।তিনি জোর করে বানানো ইতিহাসের শক্ত বাঁধের গায়ে জোরসে লাথি মেরে সেটা এমন ভাবে ভেঙে ছিলেন যে, বাংলার হাটে-মাঠে-ঘাটে রাজনীতির জোয়ারে উচ্ছসিত হয়ে পড়েছিলো। আধমরা দের ঘা মেরে তিনি জাগিয়ে দিয়েছিলেন। এখন তিনটা পি এইচ ডি থিসিস অনিবার্য হয়ে গেছে।

১। জিয়াউর রহমান স্বল্প কয়েকদিনের জন্য বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, নাকি ঐ সময় বাংলাদেশ নামক রাস্ট্র সরকার প্রধান হীন অবস্থায় ছিলো।

২। ২৫ শে মার্চের কালো রাত পর্যন্ত শেখ মুজিব পাকিস্থান পন্থী বা পাকিস্থানের প্রধান মন্ত্রী হতে চাচ্ছিলেন, নাকি তিনি বাংলাদেশ কে স্বাধীন করার জন্য ইয়াহিয়া খান ও ভুট্টোকে হাত পা ধরতে ছিলেন, নাকি বাংলাদেশ স্বাধীন করার জন্য তিনি সব কিছু সুন্দর ভাবে গুছিয়ে ফেলেছিলেন।

৩। স্বাধীনতা যুদ্ধে বর্তমান আওয়ামীলীগের কারা কারা সমুখ যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন আর কারা হিন্দুস্তানের আশ্রয় শিবিরে থেকে রেশনের চাল ডাল খেয়ে ভারতীয় প্রমোদবালা দের নিয়ে স্বপনে জাগরণে খেল তামাসায় নিরত ছিলেন।

তারেক ভাইয়ার সিদ্ধান্ত গুলো এমন নিখুঁত ছিলো যে আওয়ামীলীগের নেতারা একযোগে রাজনীতি থেকে পদত্যাগ করে সন্ত্রাস বাহিনীতে যোগ দেয় এবং দেশে এক সুন্দর রক্তলাল আন্দোলনের পথ খুলে দেয়।

এখন প্রমানিত হলো 'মেট্রিক ফেইল' খালেদা জিয়া ও 'গন্ডমুর্খ' 'জানোয়ার' তারেকের কাছে আওয়ামী নেতাদের নতুন করে রাজনীতির অ আ ক খ শিখতে হবে.......

মাশাআল্লাহ জামাআত সব সময় হকের পথে থেকে ইসলামের কথাই বলে যাচ্ছে। এবং বি এন পি বা আওয়ামীলীগের ক্ষমতায় আনার ব্যবস্থা করে দিচ্ছে।

বিষয়: বিবিধ

১৮৪০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306087
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৮
হতভাগা লিখেছেন : তারেক একটা জীবন্ত উন্মাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৭
247705
যুথী লিখেছেন : হাঁ, উন্মাদ না হলে কেউ সেকালের ডেপুটি স্পীকার কে লক্ষ করে চেয়ার ছোড়ে? উন্মাদেরাই ইতিহাস সৃষ্টি করে।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৫
247711
যুথী লিখেছেন : শেখ মুজিব ছিলো বদ্ধ পাগল, শুধু ইনসাইটিং লাংগুয়েজ ই তার জানা ছিলো। সাধারণ কথাতেও সে বক্তৃতার ভংগি মারতো। সেও কে উন্মাদ না। উন্মাদ রাই ইতিহাস বানায়, আর গবেষকরা সেই ইতিহাস চর্চা করে
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
247716
ইয়াফি লিখেছেন : উম্মাদ লোকই মনে করতে পরে মানুষ মরে গেলেও উম্মাদ থাকতে পারে!
২৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৭
247790
হতভাগা লিখেছেন : খালেদা প্রস্তুত কাশিমপুরের সেই ছিমছাম ও পরিপাটি বাড়িতে যেতে । গুলশানের দমবন্ধ করা পরিবেশে উনার শরীর স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে যাচ্ছে ।

উনার এখন একটা ভেকেশনের দরকার ।
২৬ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৭
247821
ব্যাসদেব লিখেছেন : যখন প্রতিযুক্তি নেই তখন জীবন্ত উন্মাদ বলে......Happy Happy Happy Happy
306109
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
সাদাচোখে লিখেছেন : বছরের পর বছর ধরে বাংলাদেশে নতুন এক ধর্মের চর্চা চলছে। পপুলার নাম আওয়ামীলীগ হলেও মূলতঃ এটা মুজিববাদী - ধর্ম। সাম্রাজ্যবাদ, স্যেকুলারিজম, ফ্যাসিজম এর সাথে সাথে খুন, খারাবি, গুম আর সে সাথে দূর্নীতি, মিথ্যার পতাকা মিছিল ও নারী নির্যাতন সহ অসংখ্য শয়তানের সমষ্টিগত আরাধনা - এই ধর্মের অন্যতম শিক্ষা।
লক্ষ লক্ষ মানুষ আজ এই ধর্মের পতাকাতালে - আশা যদি বেহেস্তটা দুনিয়ায় ধরা পড়ে।

এই ধর্মের অনুসারীদের কাছে - তারেক জিয়া মূলতঃ গবেষনা কর্ম ফাঁস করে 'ব্লাসফেমী' করেছেন।

২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৬
247728
যুথী লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া। তবে দিন শেষ হয়ে আসতেছে। আমি যেদিন তারেক ভাইয়ার আলোচনা শুনেছিলাম, শক্ড হয়েছিলাম। এখন সত্য বের হয়ে আসতেছে। সেদিন শুনলাম পাকিস্থান থেকে শেখ মুজিবের ৭ ই মার্চের আলোচনা উদ্ধার করা হয়েছে, যেখানে জয় (জিয়ে) পাকিস্থান স্পষ্ট উল্লেখ আছে। পাকিস্থান থেকে শেখ মুজিবের সাথে ইয়হিয়া ও ভুট্টোর আলোচনার কপি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেখানে পাকিস্থান টিকিয়ে রাখার অনুরোধ খুব ক্লিয়ার ভাবে উল্লেখ আছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৮
247739
আমানুর মোহাম্মদ ইমরান লিখেছেন : সবাই তারেকের পতাকা তলে হাজির হন সে নতুন ধর্মের জন্ম দিতে পারে যে কোন সময়
306134
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২০
আবু জারীর লিখেছেন : তারেক জিয়া ইতিহাসের প্যান্ডরার বক্স খুলে দিয়েছেন। সরকার পরিবর্তন হলে তিন বিষয়ই নয় আরো বহু বিষয়েই থিসিস হবে এবং হতেই হবে। তারেকের বক্তৃতার ভঙি কিছুটা স্কুল মাস্টারের মত রাজনীতিতে বক্তব্যের স্টাইল আলাদা যা তারেক এখনও রপ্ত করতে পেরছে বলে মনে হয়না। তার বিষয়টা ভেবে দেখা উচিৎ। সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২১
247772
যুথী লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া। জাযাকাল্লাহু খায়রান
306142
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয়া আপুজ্বি। আপনার বিশ্লেষণধর্মী লিখাটি পড়ে অনেক ভালো লাগলো। নতুন প্রজন্মের সত্য ইতিহাস জানা আবশ্যক। গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২১
247773
যুথী লিখেছেন : অনেক ধন্যবাদ আপু
308665
১৩ মার্চ ২০১৫ সকাল ১০:০২
আহমদ মুসা লিখেছেন : জনাব তারেক রহমানের বক্তব্য, প্রকাশভক্তি, পরিমিতবোধ আরেকটু উন্নত করা দরকার। বিশেষ করে তাকে স্কুলের শিক্ষকের ভঙ্গিতে না বলে একজন জনমানুষের নেতার মতো করে চর্চা করা দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File