তারেক জিয়া কি গন্ডো মূর্খ, নাকি তিনি রাজনীতি জানেননা? এখন বোঝ আওয়ামীরা!!
লিখেছেন লিখেছেন যুথী ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৪১:২৬ দুপুর
হঠাৎ করে তারেক ভাইয়া লন্ডনে বসে বোম ফাটাননি।তিনি জোর করে বানানো ইতিহাসের শক্ত বাঁধের গায়ে জোরসে লাথি মেরে সেটা এমন ভাবে ভেঙে ছিলেন যে, বাংলার হাটে-মাঠে-ঘাটে রাজনীতির জোয়ারে উচ্ছসিত হয়ে পড়েছিলো। আধমরা দের ঘা মেরে তিনি জাগিয়ে দিয়েছিলেন। এখন তিনটা পি এইচ ডি থিসিস অনিবার্য হয়ে গেছে।
১। জিয়াউর রহমান স্বল্প কয়েকদিনের জন্য বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, নাকি ঐ সময় বাংলাদেশ নামক রাস্ট্র সরকার প্রধান হীন অবস্থায় ছিলো।
২। ২৫ শে মার্চের কালো রাত পর্যন্ত শেখ মুজিব পাকিস্থান পন্থী বা পাকিস্থানের প্রধান মন্ত্রী হতে চাচ্ছিলেন, নাকি তিনি বাংলাদেশ কে স্বাধীন করার জন্য ইয়াহিয়া খান ও ভুট্টোকে হাত পা ধরতে ছিলেন, নাকি বাংলাদেশ স্বাধীন করার জন্য তিনি সব কিছু সুন্দর ভাবে গুছিয়ে ফেলেছিলেন।
৩। স্বাধীনতা যুদ্ধে বর্তমান আওয়ামীলীগের কারা কারা সমুখ যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন আর কারা হিন্দুস্তানের আশ্রয় শিবিরে থেকে রেশনের চাল ডাল খেয়ে ভারতীয় প্রমোদবালা দের নিয়ে স্বপনে জাগরণে খেল তামাসায় নিরত ছিলেন।
তারেক ভাইয়ার সিদ্ধান্ত গুলো এমন নিখুঁত ছিলো যে আওয়ামীলীগের নেতারা একযোগে রাজনীতি থেকে পদত্যাগ করে সন্ত্রাস বাহিনীতে যোগ দেয় এবং দেশে এক সুন্দর রক্তলাল আন্দোলনের পথ খুলে দেয়।
এখন প্রমানিত হলো 'মেট্রিক ফেইল' খালেদা জিয়া ও 'গন্ডমুর্খ' 'জানোয়ার' তারেকের কাছে আওয়ামী নেতাদের নতুন করে রাজনীতির অ আ ক খ শিখতে হবে.......
মাশাআল্লাহ জামাআত সব সময় হকের পথে থেকে ইসলামের কথাই বলে যাচ্ছে। এবং বি এন পি বা আওয়ামীলীগের ক্ষমতায় আনার ব্যবস্থা করে দিচ্ছে।
বিষয়: বিবিধ
১৮৪০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনার এখন একটা ভেকেশনের দরকার ।
লক্ষ লক্ষ মানুষ আজ এই ধর্মের পতাকাতালে - আশা যদি বেহেস্তটা দুনিয়ায় ধরা পড়ে।
এই ধর্মের অনুসারীদের কাছে - তারেক জিয়া মূলতঃ গবেষনা কর্ম ফাঁস করে 'ব্লাসফেমী' করেছেন।
মন্তব্য করতে লগইন করুন