খালেদা জিয়া কিভাবে এত জনপ্রিয়তা পেলো, আল্লাহর কোন ইংগিত আছে নাকি?!!

লিখেছেন লিখেছেন যুথী ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:২৬:২৬ রাত



আমার প্রশ্নে থতমত খেলেন আমার হাবি। বললেন: আমি একটা হাদীস বল্লাম, আর তুমি ফেসাং বাঁধিয়ে দিলে। যত্তসব, কেজুগুড়ে!!

এটা হলো রায়্যানের বাবার সবচেয়ে নিকৃষ্ট গালাগালি। আমি চুপ হয়ে গেলাম। ছ্যাকা খাওয়ার প্রথম দিকে প্রেমিকা যেমন নিজের মনেই কথা বলে, তেমন করে বল্লাম: "আমি তো কেজুগুড়ে! তোমার হাদীস ই গন্ডোগোল বাঁধালো"।

নবী (স) তো কইছনই, আল্লাহ যাকে পছন্দ করেন, জিব্রাঈল (আ) কে ডেকে তাকে ভালোবাসতে বলেন, এবং ফিরিস্তাদের সেটা জানায়ে দিতে বলেন। ফিরিস্তারা জানার পরে তাকে ভালোবাসতে থাকে ও দুনিয়ার লোকদের জানায়ে দেয়। তখন দুনিয়ার আবাল-বৃদ্ধ-বণিতা সবাই তাকে ভা......

চুপ করো, ফাজলামি করো, না? হাদীস নিয়ে ফাজলামি কর। ওটা কি পলিটিক্সে খাটে?? পলিটিক্সে বাকের ভায়ের জন্যেও মানুষ কান্দে। হুমায়ুন আহমদের জন্য ও মানুষ ফিট হয়।

এবার তার দূর্বলতা বের করে ফেললাম। "মশাই" শ্লেষ মিশায়ে বললাম: "ওটা নাটকে বা সাহিত্যে হয়। পলিটক্সেও মানুষের ভালোবাসা পেতে উপর ওয়ালার ইংগিত লাগে। খালেদা কে ভালোবাসে না কে? গোলাম আযম সাহেব ইফতার পার্টিতে গেলে তার চেয়ার ধরে দাঁড়াতেন মাঝে মাঝে। সব দলের আলিম রা তার কাছে যেয়ে ঈমানের বার্তা পেয়ে যান। এখনো যারা তার পাশে বসেন, বাংলাদেশের মানুষগুলোর মধ্যে আল্লাহ, জিব্রাঈল ও অন্যান্য ফেরেস্তাদের ভালোবাসা তারা পেয়েই যাচ্ছেন। আমিনী সাহেব, নিজামী সাহেব, আব্দুল কাদের বাচ্চু, মাওলানা মহিউদ্দীন, খলিলুর রহমান মাদা....

"ক্যান ক্যান করা বাদ দাও তো, আমার মাথা ধরেছে"। হরতাল থেকে ফিরে আসা টায়ার্ড স্বামী আমার এবারে সত্যই ক্ষেপেছেন। আমি চুপ হয়ে গেলাম। তার জন্য আ্যপল জ্যুস আনতে গেলাম। তিনিও লুংগি পরে খালি গায়ে বসে পড়লেন তেল চ্যাটচেটে সোফায়। পানীয় টা ঢক ঢক করে পান করে বললেন: রাজনীতির লোকদের কে মানুষ ভালোবাসে কিনা মরার পরে জানা যায়। কাজেই আল্লাহর ভালোবাসা খালেদা জিয়া পাচ্ছেন এটা বলার দরকার নেই। তাতে হাদীসটার একটু মান কমে।

আমার স্বামী শিবিরের জীবন শেষ করে বি এন পি করে। কাজেই মনে হচ্ছে খালেদা জিয়ার প্রতি টান ও আছে, আবার হাদীসের প্রতি মায়াও লাগছে। আমি বল্লাম, রায়্যানের আব্বু, হাদীস ঠিক আছে। এবং খালেদা জিয়া না মরলেও বুঝা যাচ্ছে তাকে মানুষ ভালোবাসে। তার স্বামীর জানাযায় ঢাকায় লোকে ভরে গেছিলো। কোথায় ৭ই মার্চের রেসকোর্স....



তার ছেলের মৃত্যুতে ঢাকা আবার ভরে গেছিলো।



আর তার আদেশে আজ সারা দেশ বন্ধ। দেখবে আর কয়দিন পরেই সারা দেশে খালেদা জিয়ার বিজয় মিছিল কী ভাবে শুরু হয়। যাও হাত ধুয়ে এসো....

"তোমার কথা যেনো সত্যি হয়"। বলে আমার স্বামী বাথরূমে গেলেন। আমি জানি অনেকক্ষণ ধরে তিনি আজ গোসল করবেন। কারন এই প্রথম আমি তার নেত্রীর প্রশংসা করলাম.......

বিষয়: বিবিধ

১৮৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305795
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : মাইনাস
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৪
247419
যুথী লিখেছেন : থ্যাংক্স। Don't Tell Anyone
305805
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০১
মাটিরলাঠি লিখেছেন : আপনার স্বামী শিবিরের জীবন শেষ করে বি এন পি করে। বলেন কি?
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৯
247422
যুথী লিখেছেন : হাহাহা, শিবির করার জন্য একটা জীবন লাগে না? মানে ছাত্র জীবন। বাংলা জানিনা কি করবো, ভাইয়া
305813
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৯
হতভাগা লিখেছেন : পাগলের সুখ মনে মনে
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫০
247427
যুথী লিখেছেন : সেই সুখের কথাই তো বলছি, তবে কানে কানে
305838
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৩
সজল আহমেদ লিখেছেন : আপা জিয়াউর রহমানের জানাযায় লোকে লোকারণ্য হয়েছিল,আপা কোকোর জানাযায় লোকে লোকারণ্য হয়েছিল এইটা দিয়া আপনি কি বুঝাইতে চাইলেন ঠিক বুঝলুম না এট্টু বুঝাইয়া কন ।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২১
247541
যুথী লিখেছেন : আমার স্বামীর লজিকের জবাব। বুঝাতে গেলে খবর আছে!! জাজাকাললাহ
305843
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচপিলাচ
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২২
247542
যুথী লিখেছেন : মেয়েরা মেয়েদের কে পিলাচ দিলে মনটা ভীষণ ভালো হয়ে ওঠে.... আপনাকেও পিলাচ পিলাচ পিলাচপিলাচ
305855
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:২৭
সাদাচোখে লিখেছেন : চমৎকার লিখেছেন।

অসম্ভব ও অকাট্য লজিক - যে ভাইসাব পুরোটাই কুপোকাত।

যা কিছু বাড়তি আছে লিখাটায় - তাকে আমি অলংকরন বলেই মেনে নিলাম।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
247543
যুথী লিখেছেন : ভাইরে, আপনাকেই আমি বুঝাতে পারলাম। এমন একটা লেখা কেও পড়তে চাইলো না। আপনার কর কমলে হৃদয়ের সব টুকু সম্মান নৈবদ্য হিসাবে উজাড় করে দিলেম। আপনি উহা গ্রহন করিয়া আমাকে বাধিত করিবেন।
305877
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৬
জাইদী রেজা লিখেছেন : চমৎকার । খুব ভাল লাগলো ।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
247544
যুথী লিখেছেন : জাজাকাললাহ। খুব উৎশাহিত হলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File