১৪ ফেব্রুয়ারী এবং কতিপয় পাবলিক

লিখেছেন লিখেছেন ভার্চুয়াল ইশতিয়াক ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৯:৫৯ রাত

একশ্রেণির পাবলিকের কাছে ১৪ ফেব্রুয়ারী বেহায়া দিবস । মা-বাবাকে ভালবাসা জানানোর মধ্যেও ওরা বেহায়াপনার ছবি দেখতে পান । হ্যাঁ, এটা সত্য যে অনেকে এ দিবসটাকে বেহায়াপনার মধ্য দিয়েই পালন করেন । এজন্য বলা যেতে পারে যে আজকে যেন কেউ কোনো প্রকার বেহায়াপনায় লিপ্ত না হন । তা না, বলা নেই কওয়া নেই, চোখ বন্ধ করে বলে দিলেন আজ বেহায়া দিবস, বেশ্যা দিবস । জীবনে কোনোদিন ধর্ম-কর্ম করতে দেখা যাইনি তারাও আজ ধর্ম চর্চা শুরু করে দিলেন । বেশ ভাল, তাদের দোষ দেই না । কিন্তু তাদের দোষ না দিয়েই পারিনা যারা নিছক 'আঙ্গুর ফল টক' হওয়ার কারণে এত চিল্লাচ্ছে্ন । আজ কাউকে নিয়ে বেহায়াপনার করার সুযোগ পাচ্ছেন না বিধায় এটাকে বেহায়া দিবস বেহায়া দিবস বলে চিল্লাচ্ছেন । হয়ত উনিই গত দিবসে কোনো লিটনের ফ্ল্যাট ভ্রমণ করেছেন সাথিসহ অথবা সুযোগ পেলেই চলে যেতে পারেন যেকোনোদিন । ধিক্কার জানাই ওদের মন-মানসিকতার ।

বিষয়: বিবিধ

৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File