আত্মউপলদ্ধি—আল্লাহকে আমাদের কেন প্রয়োজন?

লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫৯:১৫ রাত



খ্যাতিমান ব্রিটিশ গীতিকার মাইকেল ব্যার‍্যাট। একদিন তার লেখা লিরিকগুলোতে চোখ বুলাচ্ছিলাম। আমার উপলব্ধি প্রতিধ্বনিত হতে দেখলাম তার ভাবনার দেয়ালেও:

Don't tell me your troubles

I got troubles of my own

Don' t tell me your troubles

Leave me alone.

এটাকে কাব্যানুবাদ করার চেষ্টা করলাম-

"তোমার কষ্ট আমাকে শোনাতে আসবে না আর

আমার নিজের কষ্টগুলোই বাড়াচ্ছে ভার

আমাকে তোমার কষ্ট শোনাতে এসো না, যাও!

আমাকে এবার একটু একাকী থাকতে দাও।"

কী বোঝা গেলো? এই কাব্যের কথক এক সময় কারো ব্যথায় সমব্যথী হয়েছিলেন। কেউ তার বেদনার ঝুলি নিয়ে তার কাছে আসতো, সেই ঝুলি থেকে কিছু বেদনা তিনি নিজ কাঁধে নিয়ে নিতেন। কিন্তু এখন তিনি আর পারছেন না। নিজের যাপিত জীবন ব্যথাতুর হয়ে আছে যেখানে, সেখানে আরেকটি জীবনের ব্যথা নিয়ে মাথাব্যথার সুযোগ নেই তাঁর।

নিজেকে এবং অপরাপর মুসলিম তারুণ্য-কে খুব কাছ থেকে পাঠ করে যাচ্ছি বছর খানেক ধরে। জীবনদর্শনের নানা চোরাবালিতে নিমজ্জনের দৃশ্য যখন থেকে চোখে পড়েছে, বৈষয়িক ধাঁধায় বাঁধা পড়া জীবনবোধের আর্তি যখন থেকে কানে আসতে শুরু করেছে, তখন থেকে ভাবা শুরু করেছি নিজেকে নিয়ে,

আশেপাশের মানুষগুলোকে নিয়ে। একটা ঝঞ্ছা-বিক্ষুব্ধ সময়ের পাটাতনে দাঁড়িয়ে আমি উচ্চারণ করেছি:

"কোন আলো নেই, কেউ ভালো নেই

বাতাসও এখন অস্থির

ঝড়ো রাত শেষে বলো কোথা এসে

নিঃশ্বাস নেবো স্বস্তির?"

এই প্রশ্নের উত্তর এক সময় আমি খুঁজেও পেয়েছি। কেউ এসে বলে দেয় নি, তবে জীবনের বাস্তব উপলব্ধির দরোজায় কুরআন-কে কড়া নাড়তে শুনেছি। নাগালের ভেতরে পাওয়া বন্ধু কিংবা ভাইগুলোকে বোঝাতে চেষ্টা করেছি, আল্লাহর স্মরণ ও আল্লাহর শরণেই স্বস্তি।

বিস্তারিত পড়ুনঃ এখানে

বিষয়: বিবিধ

৭৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384030
২১ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : ভালো লাগলো পরে আসব ইন শা----- ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File