চরমোনাইয়ের পীরের কিছু ঈমান বিধ্বংসী আক্বীদা (ভিডিও)
লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ১০ এপ্রিল, ২০১৫, ০৮:৩০:১৫ সকাল
(১) মারেফত হাসিল করতে হলে শরীয়তের এলেম বেশী থাকতে পারবে না।
(২) শরীয়তের এলেম বেশী থাকলে সেখানে মারেফতের এলেম ঢুকবে না। অন্য কথায় মূর্খতা হচ্ছে তথাকথিত এলমে মারেফতের বড় বন্ধু
(৩) মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে ঈমান বাঁচানোর জন্যে পীর সাহেব মুরীদদের কাছে হাযির হয়ে থাকেন।
(৪) মুরীদ যেখানেই থাক,তাকে তার পীর দেখতে পান এবং তাকে দূর থেকেও তাকে সাহায্য করতে পারেন।
(৫) যারা পীরের কাছে মুরীদ হয়নি বা তার দু’আ নেয়নি,তাদের বেঈমান হয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। (নাউযুবিল্লাহ্) {ভেদে মারেফতঃ ৩১-৩২ পৃষ্ঠা}
৬) পীর আল্লাহর সাহায্য ছাড়াই মৃতকে জীবিত করার ক্ষমতা রাখেন!
৭) সূর্য-চন্দ্র পীরের হুকুম তামিল করে থাকে!
৮) তথাকথিত মারেফতের পীরগণ বাহ্যিকভাবে ইসলামী শরীয়তের বিধি-বিধান মানতে বাধ্য নন!
৯) আল্লাহ তা'আলা ভুল সিদ্ধান্ত নিতে পারেন!
১০) পীর আল্লাহর কাছ থেকে রুহ কেড়ে আনতে পারেন!
এরকম অসংখ্য কুফরী আক্বীদায় জর্জরিত চরমোনাই পীর। আরো কুফরী আক্বীদা জানুন ও সাথে চমৎকার একটি ভিডিও দেখুন এখানে
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চরমোনাইয়ের মুরিদ হতে গেলে আপনার এটাতে দক্ষতা লাগবেই ।
এক্কেবারে হাছা কতা!
নেশা লাগিল রে...
পীর সাবের মাথা বুজি গেল রে...
মন্তব্য করতে লগইন করুন