একটি সত্য দৃশ্য! অভিজ্ঞতা ও তিক্ত বাস্তবতা
লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৪:৪৯ রাত
ফার্মগেটের ওভারব্রিজের ওপর এক স্মার্ট যুবক অন্ধ ভিক্ষুককে মারতে উদ্যত। এগিয়ে গেলাম দুতিনজন পথচারীর সঙ্গে। ভদ্র যুবক তাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে এক দিকে টানছে কলার ধরে। প্রতিবন্ধী ভিক্ষুকটিও তাকে বলছে, চল তুই ব্রিজের নিচে। আমরা যুবকটিকে নিরস্ত করতে চেষ্টা করলাম, আরে ভাই অন্ধ লোককে কেন মারতে চাইছেন বলে। সে কেবল তার মুখটি চালিয়ে যাচ্ছে। হাতও চালাতে চাইছে আপ্রাণ। শালার ফকিরের সাহস কত, সে আমারে মারতে চায়? এই তার বক্তব্য। তা আপনাকে একজন ফকির কেন মারার সাহস করবে? এবার ভিক্ষুক মুখ খুলল। ভাই দেখেন, ও আমারে কয় আপনারে দশ টাকা ভিক্ষা দিমু নব্বই টাকা দেন। আমি নব্বই টাকা দিলে ও এই একশ টাকার ছেঁড়া নোট আমার হাতে ধরিয়ে দিয়ে ভাগতে নিছিল। অচল ছেঁড়া নোটখানি মেলে ধরতেই যুবকটি দ্রুত সটকে পড়তে চাইল। এবার কয়েকজন পথচারী তাকে ধাওয়া করলো। আমি হাঁফ ছেড়ে অফিসের পথ ধরলাম।
ফার্মগেটের আশপাশে কলেজ-বিশ্ববিদ্যালয়-কোচিং সেন্টারের অভাব নেই। এ এলাকায় তাই যুবকের সংখ্যাই বেশি। জানি না যুবকটি কোথায় পড়াশোনা করে। মাত্র একশটি টাকার জন্য যে শিক্ষিত যুবক একজন অন্ধভিক্ষুককে ঠকানোর মতো হীন কাজ করছে, সে ভবিষ্যতে কর্মস্থলে গিয়ে এ দেশ ও সমাজকে কতটা ঠকাবে তা ভাবতে ভাবতে অফিসে পৌঁছলাম। হায় শিক্ষা! হায় অর্থলিপ্সা!
সুপ্রিয় পাঠক!
ইসলামিক রেডিও একটি সহীহ কোরআন ও সুন্নাহর আলোকে সুস্থ ও হালাল মিডিয়া।
তাই লাইক ও শেয়ার করে সবার কাছে পৌছে দিন। দ্বীন প্রচারের সাহায্যকারী হোন।
✔ হালাল সুরের মূর্ছনায় মেতে উঠতে আমাদের সাথেই থাকুন।
✔ পেইজে লাইক দিতে ভুলবেন না
বিষয়: বিবিধ
১৮৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্মার্ট ভিক্ষুক!!
মন্তব্য করতে লগইন করুন