একটি সত্য দৃশ্য! অভিজ্ঞতা ও তিক্ত বাস্তবতা

লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৪:৪৯ রাত



ফার্মগেটের ওভারব্রিজের ওপর এক স্মার্ট যুবক অন্ধ ভিক্ষুককে মারতে উদ্যত। এগিয়ে গেলাম দুতিনজন পথচারীর সঙ্গে। ভদ্র যুবক তাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে এক দিকে টানছে কলার ধরে। প্রতিবন্ধী ভিক্ষুকটিও তাকে বলছে, চল তুই ব্রিজের নিচে। আমরা যুবকটিকে নিরস্ত করতে চেষ্টা করলাম, আরে ভাই অন্ধ লোককে কেন মারতে চাইছেন বলে। সে কেবল তার মুখটি চালিয়ে যাচ্ছে। হাতও চালাতে চাইছে আপ্রাণ। শালার ফকিরের সাহস কত, সে আমারে মারতে চায়? এই তার বক্তব্য। তা আপনাকে একজন ফকির কেন মারার সাহস করবে? এবার ভিক্ষুক মুখ খুলল। ভাই দেখেন, ও আমারে কয় আপনারে দশ টাকা ভিক্ষা দিমু নব্বই টাকা দেন। আমি নব্বই টাকা দিলে ও এই একশ টাকার ছেঁড়া নোট আমার হাতে ধরিয়ে দিয়ে ভাগতে নিছিল। অচল ছেঁড়া নোটখানি মেলে ধরতেই যুবকটি দ্রুত সটকে পড়তে চাইল। এবার কয়েকজন পথচারী তাকে ধাওয়া করলো। আমি হাঁফ ছেড়ে অফিসের পথ ধরলাম।

ফার্মগেটের আশপাশে কলেজ-বিশ্ববিদ্যালয়-কোচিং সেন্টারের অভাব নেই। এ এলাকায় তাই যুবকের সংখ্যাই বেশি। জানি না যুবকটি কোথায় পড়াশোনা করে। মাত্র একশটি টাকার জন্য যে শিক্ষিত যুবক একজন অন্ধভিক্ষুককে ঠকানোর মতো হীন কাজ করছে, সে ভবিষ্যতে কর্মস্থলে গিয়ে এ দেশ ও সমাজকে কতটা ঠকাবে তা ভাবতে ভাবতে অফিসে পৌঁছলাম। হায় শিক্ষা! হায় অর্থলিপ্সা!

সুপ্রিয় পাঠক!

ইসলামিক রেডিও একটি সহীহ কোরআন ও সুন্নাহর আলোকে সুস্থ ও হালাল মিডিয়া।

তাই লাইক ও শেয়ার করে সবার কাছে পৌছে দিন। দ্বীন প্রচারের সাহায্যকারী হোন।

✔ হালাল সুরের মূর্ছনায় মেতে উঠতে আমাদের সাথেই থাকুন।

✔ পেইজে লাইক দিতে ভুলবেন না

বিষয়: বিবিধ

১৮৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305369
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৬
দ্য স্লেভ লিখেছেন : হায় শিক্ষা! হায় অর্থলিপ্সা!
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
247128
ইসলামিক রেডিও লিখেছেন : :Thinking
305374
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষিত সমাজ শিক্ষার গর্বে একটা ভিক্ষুক এর খাদ্য ও চুরি করে খায়!
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
247129
ইসলামিক রেডিও লিখেছেন : আসলে শিক্ষারই যে সমস্যা। 'মানবতা' 'মানবতা'র শিক্ষা বলে মুখে ফেনা তুললেও আসলে এই শিক্ষা প্রকৃত মানবতা বা মানবসেবা শিক্ষা দিতে পারে না। কিংবা আসতেও পারে না। কখনোই না...
305380
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১০
আফরা লিখেছেন : মানুষ কত্তটা খারাপ হতে পারে !
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
247130
ইসলামিক রেডিও লিখেছেন : হুম...
305389
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০০
আবু জারীর লিখেছেন :
স্মার্ট ভিক্ষুক!!
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
247131
ইসলামিক রেডিও লিখেছেন : ডিজিটাল শিক্ষার ডিজিটাল ভিক্ষুক! Tongue
305390
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০৫
আব্দুল গাফফার লিখেছেন : দুঃখজনক , শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
247132
ইসলামিক রেডিও লিখেছেন : জাঝাকাল্লাহু... আমার মতো নগন্যের কাছে কাকতালীয়ভাবে যদিও ঘটনাটি ধরা পড়েছে, এর অগোচরে আরো যে কত... তা আল্লাহই আ'লাম (অধিক জ্ঞানী)
306167
২৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৪২
জেলপেন লিখেছেন : Jazakallah!
২৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৪
247801
ইসলামিক রেডিও লিখেছেন : আইজন...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File