(একটি দুর্লভ পোস্ট) উসমানী খিলাফতকালের ১০০০ মাইল লম্বা রেললাইন
লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৫২:৪৩ সন্ধ্যা
উসমানী খিলাফতকালে দামেস্ক থেকে মক্কা পর্যন্ত বিস্তৃত ১০০০ মাইল লম্বা রেললাইন উদ্বোধনের দৃশ্য। হাজীদের যাতায়াতের সুবিধার্থে এই রেইল লাইন গড়ে তোলা হয়। সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় এই প্রকল্পটির সূচনা করেন।
উল্লেখ্য, সুলতান আব্দুল হামিদ একজন বিচক্ষণ শাসক ছিলেন, যার কারণে এই রেইল লাইনকে তিনি প্রচলিত ইউরোপের রেইল লাইনের মাপের চেয়ে ছোট করে বানানোর নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে কোনদিন ইউরোপ মুসলিম বিশ্ব আক্রমণ করলে যাতে সহজে এই রেইল পথ ব্যবহার করে মক্কায় যেতে না পারে।
সুপ্রিয় পাঠক!
ইসলামিক রেডিও একটি সহীহ কোরআন ও সুন্নাহর আলোকে সুস্থ ও হালাল মিডিয়া।
তাই লাইক ও শেয়ার করে সবার কাছে পৌছে দিন। দ্বীন প্রচারের সাহায্যকারী হোন।
✔ হালাল সুরের মূর্ছনায় মেতে উঠতে আমাদের সাথেই থাকুন।
✔ পেইজে লাইক দিতে ভুলবেন না।
পেইজে লাইক দিন এখানে
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন