১৯৫২ থেকে ২০১৫ কতটুকু আছে ভাষার মান

লিখেছেন লিখেছেন ব্লগার চৌধুরী সাহেব ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৪:৫০ দুপুর

বাংলাই পৃথিবীর এক মাত্র মাতৃভাষা যা অর্জিত হয়েছিলো তরুনদের তাজা রাক্তের বিনিময়ে। তাইতো আমাদের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক ভাবে স্বিকৃত। প্রতিবছর ২১ফেব্রয়ারী এলেই মাতৃভাষা দিবস পালিত হয় সারা বিশ্বজুড়ে। স্মরন করা হয় শহীদ সালাম,বরকত,শফিউর রফিক সহ সকল ভাষা শহীদদের। কিন্তু বাংলা ভাষাকে মাতৃভাষার স্বিকৃতি অর্জনের জন্য তাদের যে আত্বত্যাগ তার ঋণ কি সুধু মাত্র শহীদ মিনারে ফুল দিলেই শোধ হয়ে যাবে?

তারা কি ফুল পাওয়ার আশায় জীবন দিয়েছিল? না তারা কখনো নিজের জন্য কিছু পাওয়ার আশায় জীবন দিয়ে মাতৃভাষাকে বাংলা করেনি। তারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলো আমার মায়ের মুখের ভাষা কেড়ে নেয়ার প্রতিবাদে,তারা জীবন দিয়েছিল আমাদেরকে যেন আমাদের মায়ের কাছে শেখা সেই ভাষাটি হারাতে না হয়।

কিন্তু আজ ভাষা আন্দোলনের ৬৫তম বছরে আমি যদি পর্যালোচনা করতে যাই তাহলে দেখা যাবে ১৯৫২সালে যেই মাতৃভাষার জন্য আমার দেশের সূর্যসন্তানরা তাদের জীবনকে বিলিয়ে গেছে আজ ২০১৫ সালে এসে আমরা সেই ভাষাটিকে গলা টিপে মারছি। আজো আনুষ্ঠানিক ভাবে আমরা ঠিকই মাতৃভাষা দিবস পালন করছি,একুশে ফেব্রুয়ারী ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছি শহীদ মিনার। কিন্তু কেউকি কখনো ভাবছি ইংরেজী,হিন্দি সহ নানা ভাষার সংমিশ্রনে তিলে তিলে ধর্ষিত হচ্ছে আমার ভায়ের রক্তে কেনা বাংলা ভাষা?

এইতো সামনে আসছে একুশে ফ্রেব্রুয়ারী আমরা দেখবো সেদিন সবাই শহীদ মিনারে ফুল দিবে সবাই শহীদদের স্মরণ করবে কিন্তু কেউ বলবে না হিন্দি সংস্কৃতির প্রভাবে বাংলা ভুলতে বসেছে আমার দেশের কচিকাঁচারা। আজ আমার দেশে বাংলা ভাষার চেয়ে বেশি চর্চা হচ্ছে হিন্দি কিংবা ইংরেজী ভাষা।আজ আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে চলছে ভারতীয় সিরিয়াল,আজ আমার মা বোনের কাথা বলছেন ভারতীয় বাংলা ভাষায়।

আজ আমাদের পরিতাপের বিষয়,যে সংস্কৃতির জন্য আমার ভায়েরা জীবন দিয়ে গেছে আজ সেই সংস্কৃতিকে পরিত্যাগ করে ভিনদেশি সংস্কৃতির জন্য আত্যহত্যা করছে আমার দেশের তরুনি। আজ ভারতীয় সিরিয়াল দেখতে না দেয়ায় স্বামীকে তালাক দিচ্ছে আমার দেশের তরুনিরা। আজ দেশের প্রতিটি ঘরে ঘরে চলছে ভিন দেশি সিরিয়াল।আর একে একে বিলিন হচ্ছে আমার মায়ের ভাষা বাংলা ভাষা।

আজ বড় ব্যাথিত হই তখন,যখন দেখি শহীদ মিনারে ফুল দিয়ে এসেই আমার দেশের তরুনরা নেছে উঠছে হিন্দি গানের তালে,যখন দেখি ভাষা দিবসেই পাড়া মহল্লায় বেজে উঠছে হিন্দি গানের সুর তখন মনে হয় ভাষার জন্য জীবন দিয়ে হয়তো বড় ভুল করে ফেলেছিল রফিক সালামরা।কেন তারা জীবন দিতে গেল? আমার মাঝে মাঝে মনে হয় হয়তোবা কবর থেকে ভাষা শহীদরাও আফসোর্স করছে কেন যে বাংলা ভাষার জন্য জীবন দিলাম?

প্রীয় তরুনরা এসো আমরা আবার জেগে উঠি,প্রতিবাদী হয়ে উঠি বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে,ভারতীয় চ্যানেল গুলো বন্ধ করে রক্ষা রফিক সালামদের রক্তে কেনা ভাষাকে।

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306193
২৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৬
আবু জান্নাত লিখেছেন :
এইতো সামনে আসছে একুশে ফ্রেব্রুয়ারী আমরা দেখবো সেদিন সবাই শহীদ মিনারে ফুল দিবে সবাই শহীদদের স্মরণ করবে

চৌধুরী সাহেব, আজ তো ২৬ ফ্রেব্রুয়ারী, একুশ তো ৫দিন আগে চলে গেল। তা ছাড়া ভাষার জন্য জীবন দিলে কি শহীদ বলা যাবে? কোন প্রমাণ বা সূত্র উল্লেখ করবেন কি?
306460
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:০১
আকবার১ লিখেছেন :


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File