সংগ্রামের বিকল্প নেই

লিখেছেন লিখেছেন ম রণতরী খান ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫৫:১০ রাত

এখনতো পিয়াস করিম নেই, মাহমুদুর রহমান জেলে।আমার দেশ বন্ধ।টিভিওয়ালারা টকশোতে ফরহাদ মজহার, মতিউর রহমান চৌধুরীর মতো মানুষদের ডাকেন না।

সরকারেরই কতগুলো পাচাটা চামচা টিভিগুলোতে দিনভর বকবক করছে। সারাদিনই লজ্জ্বা শরমের মাথা খেয়ে নানা এঙেলে এসব বিটিভিগুলোতে চলছে মুক্তিযুদ্ধের বেসাতি দিয়ে হাসিনার বন্ধনা।এরপরও টিভিওয়ালাদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন মাননিয়া হাসিনা!তিনি সংসদে টকশোওয়ালাদের ধরে শাস্তি দেয়ার ঘোষণা দিয়েছেন!

আসলে এভাবেই এক এক করে সবাইকে ধরবে বাকশালের পথে হাঁটা এই অভিশপ্ত সরকার।খালি এখন সেই মুহূর্ত দেখার অপেক্ষায়…

তাই আসুন সময় থাকতে দেশ বাঁচাতে, ধর্ম বাঁচাতে রাজপথে নামি।নইলে আমি আপনি কেউই বাঁচব না। এভাবে চুপ থাকতে থাকতে কাশ্মিরীদের মতো একদিন সংগ্রামের অধিকারটুকোও হারিয়ে ফেলব কিন্তু?

বিষয়: রাজনীতি

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File