আমার মৃত্যুর দিনে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪:০৯ রাত

আমার মৃত্যুর দিনে -

ভোরের সূর্য তুমি উঠো প্রতিদিনের মতো অলক্ত রংয়ে

আশাবাদিতার মৃত সঞ্জীবনী জারক রসে

নিষিক্ত কোরো সব মন, মানব জীবন ।

আমার মৃত্যুর দিনে

মধ্যাহ্নে সূর্য তুমি উত্তাপ দিও রাস্তার ধারের ‘উলঙ্গ ছেলেটাকে’

জীবন যুদ্ধের অবিরাম সন্তরণে সাহস দিও, শক্তি দিও

গোধূলি বেলায় দিনের প্রান্তে এসে থেকো মায়াময়

আরেকটি দিনের উল্লাসিত জীবন উদ্বোধনের আশা,ইচ্ছেতে ।

আমার মৃত্যু দিনে

হৈমন্তী বাতাস তুমি বয়ে যেয়ো বেলা অবেলায় নিরন্তর

হবুচন্দ্র রাজার উচ্চমূল্য বাজার মূল্যের খাণ্ডব দহনে

অভুক্ত শ্রমিকের পেটে ক্ষুধার জ্বালামুখ নেভাতে

এক পশলা বৃষ্টির শীতলতা হয়ো সবার হৃদয়ে

আমার মৃত্যু দিনে

রাতের আঁধারে চাঁদ তুমি উঠো বাশ বাগানের মাথার ওপর

কাজলা দিদিকে খোঁজা সেই শিশুটার মতো

অনেক হারানো সকল মানুষের আশা হয়ে ভাষা হয়ে

রাতের সব আধার দূর করে শুক্লা দ্বাদশীর পূর্ণিমা হয়ো ।

আমার মৃত্যু দিনে

সব যেন অপরিবর্তিত থাকে স্বাভাবিক নিয়মে

পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করুক নিজ অক্ষে আগের মতোই

প্রশান্ত আর আটলান্টিকের জল আলাদাই থাকুক

অবিরাম ইসরাইলি হামলার বিরুদ্ধে গাজাবাসী লড়ুক আগের মতোই ।

আমার মৃত্যু দিনে

প্রেয়সী তুমিও ভেসোনা কোনো অশ্রুজলে

মুজিব সিনেমা প্রচারে তারকাদের অশ্রুহীন কান্নার মতো

বিষাদ দিনেও তুমি থেকো হয়ে অশ্রুহীন কিন্তু সাহসী মানবী ।

আমার মৃত্যু দিনে

না হোক লেখা কোনো শোক সংবাদ,

না হোক প্রতিবাদী কোনো মিছিল ব্যস্ত রাজপথে

সকালে অথবা মধ্যহ্নে অপরিবর্তিত থাক দেশের সকল কর্মকান্ড ।

শুধু বদলে যাক একটি ইতিহাস

দুই দশকের স্বৈরশাসনে মৃত গণতন্ত্র, বাক ব্যক্তিস্বাধীনতার শবদেহ

ফিনিক্স পাখি হয়ে আবার পাখা মেলুক ।

বাংলাদেশের রাস্তায় রাস্তায়, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে,

স্বৈর শাসনের শবযাত্রায় সবাই সামিল হোক ।

বিষয়: বিবিধ

৫০৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386934
১১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৩১
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File