হে সুশীল বুদ্ধিজীবীগণ মুখ খুলুন, দোহাই কিছু বলুন --
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ০৯:৫২:২০ সকাল
হে সুশীল বুদ্ধিজীবীগণ মুখ খুলুন, দোহাই কিছু বলুন
দেশতো স্বাধীন হলো প্রায় পঞ্চাশ বছর !
তোষামুদির হিমালয়ে উড্ডীন আপনাদের দলবাজির পতাকা,
ফেসবুক স্ট্যাটাসেই জাতীয় পদক প্রাপ্তির গ্রান্ড সাকসেস !
ছত্রাকের মতো গজিয়ে ওঠা বিশ্ববিদ্যালয়ে
ভিসি,অধ্যক্ষ,প্রাধ্যক্ষ, প্রক্টর লালসা জাগানো, বাগানো কত পদ !
ব্যাংক, ইন্স্যুরেন্স, সরকারি কোম্পানির রাষ্ট্রীয় পদগুলি
আপনাদের জন্য দেবী লক্ষীর পুরুস্তু আশীর্বাদ !
আপনাদের ভাগ্যাকাশে উজ্জ্বল প্রাপ্তির আতশবাজি
দেশজ আশা আকাঙ্খা অপসৃয়মান নিকষ আঁধারে ।
পারিজাতের সুগন্ধির মতো ছড়ানো দেশ বিভক্তির বিষাক্ত মদিরে
বাষ্পীভূত জাতীয় সংহতি,দেশত্ববোধের সব ঠিকানা ।
এই দল,ওই দল,এই পন্থী,সেই পন্থী নামজারীর অনাসৃষ্টিতে
শ্যামল সবুজ চৌচির সুনিপুন ভাঙ্গনে ।
পূর্ববর্তী সরকারের নামধাম,জাতীয়তাবাদ,
দেশের ইসলামী আমল আকিদা,পরিচয়, বদলে,
ধর্ম নিরপেক্ষতার ধোঁয়াটে পরিচয় স্থায়ী করতে
নিরপেক্ষ নির্বাচনের সব নিয়ম নীতি আপনারা ভাঙলেন !
স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আপোষ করা
সুযোগসন্ধানী আঞ্চলিক, ও বৈশ্বিক শক্তির প্রত্যক্ষ সমর্থনে
ক্ষমতা দখলকারী এক কালো শাসনের ভিত্তি প্রস্তরে
আপনারা অর্পণ করলেন আনুগত্যের পুস্পস্তবক ।
কেয়ার টেকার সরকারের আড়ালে আসা স্বৈরাচারের সমর্থনে
আপনারা লিখলেন অজস্র গল্প, কবিতা,প্রবন্ধ।
আপনাদের গুরুগম্ভীর সম্পাদকীয়, উপসম্পাদকীয়,
বক্তৃতা, বিবৃতিতে রচিত দেশের পরিচয়ের নবআখ্যান ।
সীমান্তের কাটা তারের বেড়ায় ঝোলা দেশের সার্বভৌমত্ব প্রশ্নে নির্বাক,
এক নতজানু সরকারের জন্মে আপনারা দিলেন নাইটেঙ্গেলের সেবা !
পূর্ববর্তী সরকারের দুর্নীতি, অদক্ষ শাসন অবসানের
বিভ্রান্ত নীলাঞ্জনে আপনারা ঢাকলেন জনগণের দৃষ্টি I
দুর্নীতিটির বিশ্ব চ্যাম্পিয়নের কণ্টক মালা মুক্ত
একটা দেশ, সুশাসনের কথা আপনারা বললেন।
আপনারা বললেন,কৃষ্ণচূড়ার লাল রক্ত ভেজা প্রতিবাদের
জীবন সংগীত বাজবে পাশবিকতার কপাট খুলে I
নয় নয়টি মাসের ফুল ফোটানো শপথে
পরিচালিত ও নির্ধারিত হবে শাসনতন্ত্রের সকল কলা কৌশল ।
অশ্বারোহী সময় স্বপ্ন মাড়িয়ে যায় কালের যাত্রার ধ্বনি তুলে,
আপনাদের বিভ্রান্তির রঙিন মায়াজালে তখনো দেশ নিশ্চুপ।
একদলীয় শাসনে পরাধীন জীবন নিজ বাসভূমে,
জাতীয় ঐক্যের ফাটল গলে ঢুকেছে অযুত বিভীষণ !
হাজারো গুম, খুনের অলিখিত দীর্ঘ স্বারকে
শোনা যায় নিহত মেঘনাথের আর্তনাদ ।
বিচারপতির কালো আলখেল্লায় ঢাকা বিচারহীনের কান্না !
আইনের অলগলি আজ সব উৎকৃষ্ট মৌচাক ।
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চিতাভস্মের আঁধারে দেখি
বিস্মৃত গণতন্ত্র,কেয়ারটেকার সরকারের গলিত শব !
পলাতক গণতন্ত্রের এই কাল বেলায়,
কথিত গণতান্ত্রিক সরকার অপাংতেয় গণতন্ত্র সামিটে I
উর্ধতন সরকারি কর্মকর্তাবৃন্দ নিষিদ্ধ গণতন্ত্রের ঝর্ণাতলায় !
আর বিবর্ণ সংবিধানিক ধারায় সরকার খোঁজে গণতন্ত্রের ঠিকানা !
বলিহারি আপনাদের নিরপেক্ষতা !
দেশের স্বার্থ ভুলে আপনারা তবুও চলৎশক্তিহীন বিবর্ণ ক্যাকটাস !
উষশী ভোরে আলোর কোনো রেখা নেই,
পুব আকাশে ঘন কালো মেঘেদের উল্লাস |
ভোটার বিহীন নির্বাচনে,অযোগ্য, দলবাজপূর্ণ
আরেকটা অগণতান্ত্রিক সরকার গঠনের রাজসূয় যজ্ঞ হয়েছে শুরু ।
লোকান্তরিত গণতন্ত্রের দাফন কর্ম শেষে
আরেকটা পদলেহী ইসি, সিইসি নির্বাচনের আয়োজন প্রায় সম্পন্ন ।
হে সুশীল বুদ্ধিজীবীগণ, এবার অন্তত মুখ খুলুন
দেশের আশা ভরসার গণেশ উল্টানো এই ধূসর বেলায়
এই একদলীয়, স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ বাঁচাতে
দোহাই কিছু বলুন !
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন