ঈশ্বর ও নশ্বর মানুষ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ সেপ্টেম্বর, ২০১৭, ০২:০৩:২১ রাত



এক

ক্রিকেট খেলোয়াড়, দর্শক বুঝি ঈশ্বর,

বান ভাসির আমজনতা মানুষ নশ্বর!

কেউ পায় নেত্রীর হাততালি,

কেউ গলাধাক্কা, গালাগালি,

এ'নিয়েই স্বৈরশাসনের দিনগুলি ভাস্বর |



দুই

রোহিঙ্গা রক্তস্নাত দিনান্তের অস্তগত সূর্য,

পড়শী আসেনা বাঁচাতে বাজিয়ে রণ তুর্য |

অদক্ষ কূটনীতি,

অথর্ব রাজনীতি,

এক ঘরে স্বৈরাচার,ভেঙে যায় বুঝি ধৈর্য্য !

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File