কেষ্ট (কাদের) বচন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩১ আগস্ট, ২০১৭, ১০:৩২:৩৫ সকাল



এক

প্রবাদে আছে সময়ের এক ফোঁড়,অসময়ের দশফোঁড়,

কেষ্ট কাদেরের কর্মকান্ডে কাটতে চায় না আর ঘোর!

বছর ভর মন্ত্রণালয় তার,

ঘুষ বাণিজ্যের সূতিকাগার,

মরণ ফাঁদের মহাসড়কে কালো রাত হয়না আর ভোর |



দুই

চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বেহাল সড়ক হবে ঠিক,

কেষ্ট বচন শুনে ভাবছি,আছেতো ঠিকঠাক তার সম্বিৎ !

সারা বছর সড়ক বেহাল,

তখন কেন হয়নি খেয়াল?

ঈদ যাত্রায় খুশি নেই কারো,জীবন হারাবার ভয়েই ভীত!

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383906
০৩ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৬:০৭
তিতুমীর লিখেছেন : 'কোনো জানযট নেই, কোথাও কোথাও যানবাহনের গতি মন্থর। এবং সেটা ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ার কারণে।'
বলেছেন কাউয়া কাদের ওরফে ফাঁটাকেষ্ট ওরফে ফটোকেষ্ট।
০৩ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৮:১৪
316770
কাব্যগাথা লিখেছেন : জ্বি,তবুও যে বলেনি রাস্তা ঠিকই আছে, গাড়িগুলো চাকা ছাড়াই এতো সুন্দর রাস্তায় চলছে বলে একটু স্লো তাতেই আমরা ধন্য!পুরো বক্তব্যে অবশ্য একটা জিনিস বুঝলাম না তা হলো যেই "ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ার কারণে" গন্ডগোল সেগুলোর ফিটনেস পাবার ব্যাপারটা দেখাশোনা করার কাজ কার ছিল,সরকারের না পাবলিকের?অনেক ধন্যবাদ কবিতা পরে মন্তব্যের জন্য|
০৮ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৯:৪০
316793
তিতুমীর লিখেছেন : ফিটনেসবিহীন গাড়ীর দ্বায়িত্বও তো ওনার ওপর বর্তায়!
১০ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৯:০৯
316799
কাব্যগাথা লিখেছেন : হ্যা, সেটাতো আমরা সবাই জানি কিন্তু মন্ত্রী জানে কিনা সেটাই কথা | আর সেটা নিয়ে তার কোনো জবাবদিহিতার ব্যাপারে থাকতে পারে সেটা তার চিন্তায় আছে কিনা সেটাও একটা ব্যাপার | পুরোই একটা অরাজক পরিস্থিতি |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File