রাজনীতির লিমেরিক
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ আগস্ট, ২০১৭, ০৬:১৫:৩৭ সন্ধ্যা
এক
যুদ্ধের ময়দানে গেলেই কি হয় যোদ্ধা ?
বোধ থাকতে হবেইতো হতে হলে বোদ্ধা,
কেউ পালিয়ে কলকাতায় বাবু
ঘর,জেল বন্দি হয়ে কেউ কাবু
তবুও তারা চায় জাতির নেতাশ্রেষ্ঠর শ্রদ্ধা !
দুই
মুক্তিযুদ্ধ চেতনা বলে যতই বাজুক বাজনা
আইন আদালত বন্ধে বাকশালী সুর মূর্ছনা |
বন্ধ পত্রিকা, দমন মত ভিন্ন,
গণতন্ত্র নয় স্বৈরাচারের চিহ্ন |
স্বাধীন দেশে চাইনা স্বৈরাচারের বন্দনা |
তিন
ভাষা আন্দোলন, একাত্তুরে ছিল কিসের দাবি?
কথা বলবার, নিজ হাতে পাবার স্বশাসনের চাবি |
বাকশালের সাথে কোনো মিল?
দু' আন্দোলনেই বাকশাল বাতিল
বাতিল ক্যানভাসে কে আঁকে মুক্তিযুদ্ধের ছবি?
বিষয়: বিবিধ
৭২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন