বন্যার লিমেরিক

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৬ আগস্ট, ২০১৭, ১০:১৪:৫৩ রাত



এক

বন্যায় সব উল্টো পাল্টা,

সময় কই লেখার কবিতা ?

মনে গুন্ গুন্,

কিম জং উন,

হয়ে ছুরি মিসাইল কয়টা ||



দুই

হয়ে যাক সব চুরমার,

ধ্বসুক নগর সরকার |

আনিস ও খোকন ,

ভাবিনিতো আপন,

বাজে বাজুক তাদের বারোটা ||

বিষয়: বিবিধ

৯১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383729
০৭ আগস্ট ২০১৭ সকাল ১১:০৫
বাকপ্রবাস লিখেছেন : বিষয় এবং প্রকাশ খুব সুন্দর, অন্ত্যমিলে দূর্বলতা আছে সেটা কাটিয়ে উঠলে আরো সুপাঠ্য হবে।

যেমন : পাল্টা, কবিতা আর কয়টা এই অন্ত্যমিল খুবই দূর্বল। পাল্টা-মাল্টা, কবিত-সবিতা, কয়টা-নয়টা এভাবে পোক্ত ছন্দ না হলে পড়তে বা শুনতে ভাল হয়না।
০৭ আগস্ট ২০১৭ রাত ১১:১৫
316683
কাব্যগাথা লিখেছেন : "মেনে নেই যদি ছন্দের সার্বভৌমত্ব
থাকে কোথায় কবিতায় কবির কর্তৃত্ব?
মনে জমা ক্ষোভ,দ্রোহ
নিয়ে কবিতার বিদ্রোহ
ছন্দের জাল ছিড়ে হোকনা আরো পরিণত|"

মনোযোগ দিয়ে যে কেউ এখনো কবিতা পরে তাই ভাবিনি|আপনার মন্তব্যটা মনোযোগ দিয়ে পড়লাম|লেখার পরই অন্ত মিলের ব্যাপারটা চোখে পড়েছিল | আপনার মন্তব্যটা পরে একটা ঝোক চেপেও ছিল খানিকটা বদলে দেবার কবিতার কিছুটা|নানা কারণে ঝোঁকটা চেপেই রাখলাম| অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |
০৮ আগস্ট ২০১৭ রাত ০৩:২৭
316686
বাকপ্রবাস লিখেছেন : সবাই মেনে নেয়না এমন মন্তব্য, আপনি নিয়েছেন তায় অতীব ধন্যবাদ
১১ আগস্ট ২০১৭ সকাল ০৯:৩৭
316691
কাব্যগাথা লিখেছেন : বাকপ্রবাস:আরে বাবা নোবেল জয়ী ট্যাগোরতো নই যে কবিতায় ভুলভ্রান্তি হবেনা|এটা কেউ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলে অসুবিধারতো কিছু দেখি না |আর তারচেয়েও যেটা বড়ো সেটা হলো কবিতা লিখবার চেষ্টা করি একটু আধটু কিন্তু নিজে বড়ো কবি হয়ে গেছি তাতো কখনোই ভাবিনি|নিজেকে কবি হিসেবে দেখিনা কখনোই|তাই কোনো সমস্যা নেই|কবিতা পড়ে ভালো না লাগলে সত্যিটা কিছু চিন্তা না করেই আমাকে জানাবেন|খুশি হবো|অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File