বন্যা আর উন্নয়নের কাব্য
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ আগস্ট, ২০১৭, ০৪:০৭:১৪ রাত
আজ শ্রাবন দুপুর,
ঢাকা জলে ভরপুর |
আনিস,খোকনের সিঙ্গাপুর,
গর্তে,খানাখন্দে ভরপুর !
মানুষ পরিচয় ছিল,
আমার ডাঙায়,স্থলে |
তাও বুঝি হারালো,
আজ বন্যার জলে !
মানুষ জীবন নেই আর,
জল ও কাদায় একাকার |
মানুষ পরিচয়ের হারিয়ে দিন,
উভচর আজ বিবর্তনহীন !
ডুবু গলা তবু ভেসে আছি,
ডুবে মরলেই যেন বাঁচি !
সহেনা আর যাতনা,
উন্নয়ন চেতনা |
অথর্ব এই সরকার,
যত দুর্ভোগের ঠিকাদার |
ভোটারহীন মেয়রদ্বয়,
দ্রুতই যেন বিদায় হয়!
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন ভাঙিয়ে,লজ্জায় রাঙিয়ে |
কবিতার ছন্দ
করে তাই বন্ধ,
এবার যেতে হচ্ছে বাড়ি ||
ঠিক ছিলোনা বিলকুল |
তাই বিলক্ষণ,
নাম পরিবর্তন,
করে দিলাম কবিতার শিরোনামে ||
মন্তব্য করতে লগইন করুন