ছাগলেরই দখলে আজ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ আগস্ট, ২০১৭, ১০:০৯:৫৩ রাত
ছাগল বলে হেলাফেলার দিন শেষ,
ছাগলেরই দখলে আজ বাংলাদেশ !
প্রতিমন্ত্রীর দিনে দেয়া ছাগল মরেছে রাত্রে,
খবর হয়েছে ফেসবুকে,নয় সংবাদপত্রে |
আব্দুল লতিফ ডিলিট করেছেন সে স্ট্যাটাস
তাতে কি কমে সাংবাদিকের মামলার ফাঁস?
ফেসবুক স্ট্যাটাস হয়েছে সংরক্ষণ,
সংশয় হয়েছে সাংবাদিক জীবন |
প্রতিমন্ত্রীর সম্মানে হয়েছে হামলা,
তাতেই খোদ সাতান্ন ধারায় মামলা!
বাদী সুব্রত কুমার ফৌজদার,
সাংবাদিক হয়েছে গ্রেফতার,
তড়িৎ গতিতে হয়েছে চালান কারাগার,
আহা কি যে কর্মী,পুলিশ পেয়েছে সরকার!
তিনদিন কারাগারে কাটিয়ে বাসর,
আব্দুল লতিফ পেয়েছেন অবসর |
সবাই বলুন জোর গলায় আমিন,
আব্দুল লতিফ পেয়েছেন জামিন!
হায় কি যে হলো সোনার দেশ আমার!
নিহত গণতন্ত্রের শবে হাসে স্বৈরাচার |
বাক, ব্যক্তি স্বাধীনতা সব শেষ,
“ছাগলে ভরিয়া গেলো বুঝি দেশ”!
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন