সরকার এবং সত্য
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩১ জুলাই, ২০১৭, ০৮:৫৩:১৯ রাত
(সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজার ফেসবুক স্ট্যাটাসের উত্তরে)
ইউনেস্কো করেছে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ,
রামপাল নিয়ে সরকারের মিথ্যে হলো ফাঁস!
প্রশ্নটা গোলাম মোর্তোজার
হয়েছে খুবই মজার |
কেন সরকার,
দেশের মানুষকে অসত্য তথ্য জানাবে?
এই সরকার সত্য জানিয়েছেই বা কবে?
কি তার দরকার?
রিজার্ভ লুটে বাংলাদেশ ব্যাংকে হলো হামলা,
দলীয় কান্ডে হাজার কোটি টাকা হাওয়া,
কে জানে আদৌ কোনোদিন যাবে নাকি পাওয়া |
মিথ্যা মুখোশ ঢাকা কান্ডে হলো কয়টা মামলা ?
র্যাব, পুলিশের ক্রসফায়ারে ঝরে কি দীর্ঘশ্বাস,
সরকার দিয়েছে সত্য বিচারের আশ্বাস?
উল্টো সাজায় ক্রসফায়ারের হাস্যকর সব গল্প,
বিশ্বাসযোগ্যতা যার সবার কাছেই দেশে বড়ো অল্প |
গণতান্ত্রিক সরকার সত্যের কথা বলবে,
স্বৈরাচার কেন মিথ্যের অবগুন্ঠন খুলবে?
ভোটারবিহীন নির্বাচনে তার আগমন,
তার ধ্যানে কেন থাকবে জনগণমন ?
ভোট দিতে পারলে জনগণ,
ক্ষমতা হারাতেই বা কতক্ষন?
তাই মিথ্যার এই সম্ভার,
উপায় গদিটা বাঁচাবার |
দেশের মানুষকে সরকার সত্য কেন জানাবে?
রামপালে সরকার যে দেবতার প্রসাদ পাবে |
ইউনেস্কো রিপোর্টে সত্য মুখ খুললে,
দেশের মানুষ কোটি চোখ তুললে !
দেবতা পূজা হয় যদি ভঙ্গ,
ক্ষমতা আশা হয় যদি সাঙ্গ?
সুন্দরবন না হয় ধ্বংস হবে,
সরকারের তাতে বয়েই যাবে |
আধার রাতের ক্ষমতাধারী গণতন্ত্রে ব্রাত্য,
নির্বাচনহীন স্বৈরাচারের লুকানো থাকে সত্য |
বিষয়: বিবিধ
৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন