গণতন্ত্রের সংলাপ: প্রধানমন্ত্রীর 'উন্নয়ন' ও 'ভিক্ষা' বচন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩০ জুলাই, ২০১৭, ০৬:০৮:৫৬ সকাল

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

স্বপ্নীল: “আমরা করি উন্নয়ন, বিএনপি করে ভিক্ষা”!

বলে,প্রধানমন্ত্রী জাতিকে দিলেন কোন শিক্ষা?

কাঙ্খিতা: সত্যের সাথে মিথ্যারও করেছেন মহা সংমিশ্রণ !

মানুষতো ভাবছে নাতো প্রধানমন্ত্রীর মতোন |

স্বপ্নীল: ঠিক, প্রধানমন্ত্রীর এই বক্তব্য,

ভাবছি আমি কতটুকু সত্য?

কাঙ্খিতা: উন্নয়ন সাহায্য নিয়েছে বিএনপি,

তাই হলো এখন ভিক্ষাবৃত্তি?

বিশ্ব ব্যাংকের সাহায্যে পদ্মা সেতু গড়বার,

সিদ্ধান্ত কি ছিল তবে ভিক্ষাবৃত্তি করবার?

স্বপ্নীল: বৈদেশিক বরাদ্দ নিলে আওয়ামী সরকার,

হবে শুধুই দেবতার প্রসাদ, ভিক্ষে হয়না আর!

কাঙ্খিতা: রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় সাহায্য তবে,

ভিক্ষা নয়,দেবতার পূজার প্রসাদ বলতে হবে?

স্বপ্নীল: রামপালে দেশ পেয়েছে প্রসাদ দেবতার,

দেবতার আশীর্বাদ দেশ চালাতে দরকার!

কাঙ্খিতা: মাভৈ মাভৈ দেশের আমজনতা সবাই সন্তুষ্ট,

উন্নয়নে সুন্দরবন যাক, হোক পরিবেশ নষ্ট!

স্বপ্নীল: প্রধানমন্ত্রীর বলেছেন তার কল্পিত উন্নয়নের গল্প,

“বিএনপি করে ভিক্ষা” কথায় সত্য খুবই অল্প |

বিষয়: বিবিধ

৮৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383680
৩০ জুলাই ২০১৭ বিকাল ০৫:০০
হতভাগা লিখেছেন : হাসিনার কথা বাংলাদেশের ৮৭% লোক বিশ্বাস করে । বাকী ১৩% না করলে কিই বা আসে।
৩১ জুলাই ২০১৭ রাত ০১:৪২
316652
কাব্যগাথা লিখেছেন : কেন আমি কবিতা লিখি বিশ্বাস না করে!আপনারা পড়েন|এটাইতো প্রতিবাদ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File