ঢাকা একটি নদীর নাম

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ জুলাই, ২০১৭, ০৭:৪৫:১৭ সন্ধ্যা

(“নদীর নাম মতিঝিল, নদীর নাম মিরপুর” শিরোনামের একটা খবর পড়ে...)



ঢাকার উত্তরের মেয়র প্রিয় আনিসুল হক,

মুখেই তার উন্নয়নের সড়ক,মহা সড়ক !

দক্ষিণের মেয়র মুখে আগল লাগিয়ে,

দেবেন কি করে অলস সময় কাটিয়ে?

তার মুখেও ফুটছে উন্নয়নের খই,

অলি গলিতে খুঁজি উন্নয়ন গেলো কই?

তবুও বলি দুই মেয়র, সাবাস, সাবাস,

ঢাকায় পেয়েছি জীবনের নতুন সুবাস!



ফারাক্কা করেছে সেই কবে পদ্মা গ্রাস,

তিস্তার গলায় গজল ডোবার ফাঁস |

হারিয়ে যাচ্ছেই দেশের বয়ে চলা নদীগুলি,

নদীর ছবি ফোটাতে স্তব্ধ শিল্পীর রং তুলি !

কত বছর কেটে গেলো স্বাধীনতার,

উত্তাল ঢেউ নদীতে ফিরেনিতো আর!

মেয়রদ্বয় দুঃখ দিয়েছেন ঘুচিয়ে,

সালাম দেই এই অধম,হাত উঁচিয়ে |



নদী হারাবার বেদনা নেই আজ,

ঢাকার রাস্তা নিয়েছে নদীর সাজ !

পিচ ঢালা নদী পথে দিন পারাপার,

রিকশা উল্টে গেলে দিচ্ছি সাঁতার !

পেয়েছি নতুন নদী 'মতিঝিল' নদী 'মিরপুর',

নদী হয়ে বয় 'ধানমন্ডি','মোহম্মদপুর' !

নদীমাতৃক ঢাকা আজ,দৃষ্টি যায় যত দূর,

নদী পাবার আনন্দে মন খুশিতে ভরপুর !



বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383653
২৮ জুলাই ২০১৭ দুপুর ০৩:৫১
হতভাগা লিখেছেন : এক তিস্তা লোকান্তরে

লক্ষ তিস্তা ঢাকা শহরে
২৮ জুলাই ২০১৭ বিকাল ০৫:১৭
316647
কাব্যগাথা লিখেছেন : ঠিক ঠিক,কথা সত্যি,
ভুল নেই এক রত্তি!
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|
383658
২৮ জুলাই ২০১৭ সন্ধ্যা ০৬:৩২
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো ,
২৮ জুলাই ২০১৭ রাত ০৮:০৮
316648
কাব্যগাথা লিখেছেন : মনসুর আহামেদ:অনেক,অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File