বাক স্বাধীনতাহীন স্বৈরাচারী শাসনে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ জুলাই, ২০১৭, ০২:০৩:০৩ রাত

গণতন্ত্রের সুবাসে দেশ সুরভিত আরো একবার!

এবারের বলি ক্রান্তি বেলার গণকণ্ঠ ফরহাদ মাজহার |

লেখায়,বক্তিতায় তাঁবেদারির বিরুদ্ধে সোচ্চার,

সহ্য করে কি আর এই অবৈধ সরকার!

তাই বুঝি হচ্ছিলেন যশোহর সীমান্তে পাঁচার!

সিদ্ধান্ত ছিল বোধহয়,দাদাই করবেন যা করবার |



এর আগে শফিক রেহমানের হয়েছেন গ্রেফতার,

অবৈধ সরকারের বিরুদ্ধে কলাম ছিল তার ক্ষুরধার |

তার বিরুদ্ধে হাস্যকর অভিযোগ,হাস্যকর তদন্তে,

আসামি হয়েছিলেন প্রধানমন্ত্রীর পুত্র হত্যার ষড়যন্ত্রে!

নেই আদালতের পরোয়ানা,নেই কোনো আদেশ,

তবুও ডিবি করে গ্রেফতার,দেশে কি যে গণতন্ত্রের রেশ!

একাশি বছর পেরুনো নামি সাংবাদিক দেশজোড়া,

হত্যা ষড়যন্ত্রের মামলায় থানায় যায় পরে হাতকড়া!



মাহমুদুর রহমান কলম সৈনিক,

প্রশ্ন করেছিলেন লেখায় তার দৈনিক

পত্রিকায়, গুণধর কারো অবৈধ লেনদেন সংক্রান্ত,

তাতেই এই স্বৈরাচারী সরকার দিকভ্রান্ত |

প্রশ্নের উত্তর নেই, সত্য মিথ্যে জানাবার ভাষা নেই,

র্যাব পুলিশ হামলে পড়লো কলম সৈনিকের উপরেই!

তারপর শুরু অন্তহীন,

হামলা মামলার দিন!

তিন তিনটি বছর অন্ধ কারাগার,

জীবনের ঠিকানা হলো তার !



গণতন্ত্রের মুখোশে লালিত স্বৈরাচার,

নগ্ন ফনা তুলেছে বাক স্বাধীনতা কাড়বার |

গুম,খুন,জেল,জুলুমে দেশ হারিয়েছে ঠিকানা,

মুখ বন্ধ থাকবে সবার,সত্য উচ্চারণ মানা |

বাক ব্যক্তি স্বাধীনতা চায়না স্বৈরাচার,

তাঁবেদারিতে শুধু চায় গোলামির তকমা চাপাবার |

বেঁচে ফিরেছেন এবার উদ্ভ্রান্ত,দিকভ্রান্ত ফরহাদ মাজহার,

ফিরবে কি স্বৈরাচারে গুম হয়ে যাওয়া বাক স্বাধীনতার অধিকার?

বিষয়: বিবিধ

৮০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383523
০৯ জুলাই ২০১৭ দুপুর ০১:১৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ফরহাদ মজহার কে হয়তো ফিরে পাওয়া গেছে, কিন্তু আব্দুল্লাহ আল আজমি ও ব্যরিষ্টার আরমানকে ফিরে পাওয়াও গেলোনা!
বড় আফসোস, এইজাতী তাদের সহজেই ভুলে গেলো!
সুন্দর কবিতাটির জন্য আপনাকে ধন্যবাদ।
১০ জুলাই ২০১৭ রাত ০১:৪৩
316597
কাব্যগাথা লিখেছেন : অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য|আশা রাখি একদিন আমাদের দেশেও আবার এমন একটা সরকার আসবে যাদের কাজে কর্মে স্বচ্ছতা থাকবে|বিচারহীনভাবে মানুষকে গুম,খুনের স্বীকার হতে হবে না |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File